ETV Bharat / bharat

ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বাংলায় 5 দিন কাটাবেন রাহুল, জোটের অন্যান্য দলকেও আমন্ত্রণ - রাহুল গান্ধি

Bharat Jodo Nyay Yatra: এআইসিসি সদর দফতরে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক, রাজ্য পর্যবেক্ষক, প্রদেশ সভাপতি এবং কংগ্রেস দলের সাংসদ, বিদায়কদের সঙ্গে প্রায় তিন ঘন্টার বৈঠকে যাত্রার রুট চূড়ান্ত করেছেন বলে খবর ৷ এরপর জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম এই যাত্রা উত্তরপ্রদেশে 11 দিনের জন্য সর্বাধিক সময় কভার করবে ৷ মোট এক হাজার 74 কিলোমিটার এবং 20টি জেলা জুড়ে য়াবে এই যাত্রা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 8:34 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: রাহুল গান্ধির নেতৃত্বে মণিপুর-মুম্বই যাত্রার নাম পরিবর্তন করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে, 14 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', যা অরুণাচল প্রদেশ-সহ 15টি রাজ্যে 100টি লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে ভ্রমণ করবে ৷ একইসঙ্গে এআইসিসির তরফে জানানো হয়েছে, রুট ম্যাপ অনুসারে পশ্চিমবঙ্গে মোট পাঁচ দিনের যাত্রা করবেন রাহুল গান্ধি ৷ 523 কিলোমিটার এবং সাতটি জেলায় হাঁটবেন তিনি ৷ অন্যদিকে, বিহারে চার দিনে মোট 425 কিলোমিটার এবং সাতটি জেলা কভার করবেন রাহুল।

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, দল ইন্ডিয়া জোটের সমস্ত নেতাকে রাহুল গান্ধির এই 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'র রুটের যে কোনও জায়গায় যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বাংলায় বাম এবং তৃণমূল জোটের বড় দুই সঙ্গী রাহুলের এই যাত্রায় কতটা অংশ নেবে তা নিয়ে ধন্দ থাকছেই ৷

এদিন এআইসিসি সদর দফতরে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক, রাজ্য পর্যবেক্ষক, প্রদেশ সভাপতি এবং কংগ্রেস দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে যাত্রার রুট চূড়ান্ত করেছেন বলে খবর ৷ এরপর জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম এই যাত্রা উত্তরপ্রদেশে 11 দিনের জন্য সর্বাধিক সময় কভার করবে ৷ মোট এক হাজার 74 কিলোমিটার এবং 20টি জেলাজুড়ে যাবে এই যাত্রা। মধ্যপ্রদেশে যাত্রাটি 698 কিলোমিটার এবং ন'টি জেলা সাত দিনে এবং রাজস্থানের দু'টি জেলা একদিনের জন্য কভার করবে। অন্যদিকে, গুজরাত এবং মহারাষ্ট্রে পাঁচ দিন ধরে যথাক্রমে 445 কিলোমিটার এবং 479 কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধি ৷ রমেশ জানিয়েছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা মুম্বইয়ে 20 বা 21 মার্চ শেষ হবে।

আপ নেতাদেরও এই যাত্রায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে কি না, জানতে চাইলে জয়রাম রমেশ জানান; সমস্ত ইন্ডিয়া জোট নেতাদের যাত্রার বিভিন্ন পয়েন্টে যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ৷ একই সঙ্গে তিনি জানান, আপও জোটেরই অংশ ৷ এই যাত্রা ওড়িশায় চার দিন ভ্রমণ করবে ৷ সে রাজ্যে মোট 341 কিলোমিটার এবং চারটি জেলা কভার করবে ৷ পাশাপাশি ছত্তিশগড়ে পাঁচ দিনের জন্য 536 কিলোমিটার এবং সাতটি জেলা কভার করবে যাত্রা।

(পিটিআই)

আরও পড়ুন:

  1. লক্ষ্য অন্ধ্রের ভোট, জগনের বোন শর্মিলার ওয়াইএসআরটিপি মিশে গেল কংগ্রেসে
  2. সরকারি বাসভবন খালি করার নোটিশ খারিজ হল না, দিল্লি হাইকোর্টে ধাক্কা মহুয়া মৈত্রের
  3. লোকসভা ভোটের আগে তাঁকে গ্রেফতার করতে চায় বিজেপি, দাবি কেজরির

নয়াদিল্লি, 4 জানুয়ারি: রাহুল গান্ধির নেতৃত্বে মণিপুর-মুম্বই যাত্রার নাম পরিবর্তন করল কংগ্রেস ৷ বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে, 14 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা', যা অরুণাচল প্রদেশ-সহ 15টি রাজ্যে 100টি লোকসভা কেন্দ্রের মধ্য দিয়ে ভ্রমণ করবে ৷ একইসঙ্গে এআইসিসির তরফে জানানো হয়েছে, রুট ম্যাপ অনুসারে পশ্চিমবঙ্গে মোট পাঁচ দিনের যাত্রা করবেন রাহুল গান্ধি ৷ 523 কিলোমিটার এবং সাতটি জেলায় হাঁটবেন তিনি ৷ অন্যদিকে, বিহারে চার দিনে মোট 425 কিলোমিটার এবং সাতটি জেলা কভার করবেন রাহুল।

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, দল ইন্ডিয়া জোটের সমস্ত নেতাকে রাহুল গান্ধির এই 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'র রুটের যে কোনও জায়গায় যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। যদিও বাংলায় বাম এবং তৃণমূল জোটের বড় দুই সঙ্গী রাহুলের এই যাত্রায় কতটা অংশ নেবে তা নিয়ে ধন্দ থাকছেই ৷

এদিন এআইসিসি সদর দফতরে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক, রাজ্য পর্যবেক্ষক, প্রদেশ সভাপতি এবং কংগ্রেস দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকে যাত্রার রুট চূড়ান্ত করেছেন বলে খবর ৷ এরপর জয়রাম রমেশ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পূর্ব থেকে পশ্চিম এই যাত্রা উত্তরপ্রদেশে 11 দিনের জন্য সর্বাধিক সময় কভার করবে ৷ মোট এক হাজার 74 কিলোমিটার এবং 20টি জেলাজুড়ে যাবে এই যাত্রা। মধ্যপ্রদেশে যাত্রাটি 698 কিলোমিটার এবং ন'টি জেলা সাত দিনে এবং রাজস্থানের দু'টি জেলা একদিনের জন্য কভার করবে। অন্যদিকে, গুজরাত এবং মহারাষ্ট্রে পাঁচ দিন ধরে যথাক্রমে 445 কিলোমিটার এবং 479 কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল গান্ধি ৷ রমেশ জানিয়েছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা মুম্বইয়ে 20 বা 21 মার্চ শেষ হবে।

আপ নেতাদেরও এই যাত্রায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে কি না, জানতে চাইলে জয়রাম রমেশ জানান; সমস্ত ইন্ডিয়া জোট নেতাদের যাত্রার বিভিন্ন পয়েন্টে যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে ৷ একই সঙ্গে তিনি জানান, আপও জোটেরই অংশ ৷ এই যাত্রা ওড়িশায় চার দিন ভ্রমণ করবে ৷ সে রাজ্যে মোট 341 কিলোমিটার এবং চারটি জেলা কভার করবে ৷ পাশাপাশি ছত্তিশগড়ে পাঁচ দিনের জন্য 536 কিলোমিটার এবং সাতটি জেলা কভার করবে যাত্রা।

(পিটিআই)

আরও পড়ুন:

  1. লক্ষ্য অন্ধ্রের ভোট, জগনের বোন শর্মিলার ওয়াইএসআরটিপি মিশে গেল কংগ্রেসে
  2. সরকারি বাসভবন খালি করার নোটিশ খারিজ হল না, দিল্লি হাইকোর্টে ধাক্কা মহুয়া মৈত্রের
  3. লোকসভা ভোটের আগে তাঁকে গ্রেফতার করতে চায় বিজেপি, দাবি কেজরির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.