ETV Bharat / bharat

মোদি সরকার..., শূন্যস্থান রেখে কেন্দ্রকে বিঁধলেন রাহুল - রাফাল চুক্তি

রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগে এবং পেট্রল-ডিজেলের বাড়তে থাকা দাম নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধি ৷ আজ টুইটারে নরেন্দ্র মোদি সরকারকে কবিতার ছন্দে বিঁধলেন তিনি ৷

rahul-gandhi-targets-pm-narendra-modi-govt-over-rafale-deal-and-fuel-prices-hike
রাফাল ও পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুল গান্ধি
author img

By

Published : Jul 6, 2021, 1:03 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই : রাফাল চুক্তি ও বাড়তে থাকা পেট্রল-ডিজেলের (Petrol-Diesel ) দাম নিয়ে ফের একবার নরেন্দ্র মোদি (narendra modi) সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ আজ এ নিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইট করেন রাহুল ৷ যেখানে কবিতার ছন্দে কেন্দ্র তথা বিজেপি সরকারকে একহাত নেন তিনি ৷ পাশাপাশি টুইটের শেষ লাইনে একটি শূন্যস্থান রেখেছেন রাহুল ৷ সেই শূন্যস্থানটি সাধারণের জন্য ছেড়ে দিয়েছেন ৷

রাহুল তাঁর টুইটারে লেখেন, ‘‘বন্ধুদের জন্য রাফাল আছে, কর আদায়ে মহার্ঘ জ্বালানি, পিএসইউ-পিএসবি-র সেল আছে, প্রশ্ন করলে জেল আছে, মোদি সরকার ____ !’’ প্রসঙ্গত, গত শুক্রবার ভারতের সঙ্গে যুদ্ধবিমান রাফাল চুক্তি নিয়ে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স ৷ যেখানে ভারত সরকার এবং রাফাল প্রস্তুতকারী সংস্থা দাঁসো’র চুক্তিতে এক মধ্যস্থতাকারী ছিল বলে অভিযোগ উঠেছে ৷ যে মধ্যস্থতাকারীকে 1.1 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আগে থেকেই রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে আসা রাহুল গান্ধি তথা কংগ্রেস এই ইস্যুতে ফের হাতে অস্ত্র পেয়ে গিয়েছে ৷ আর এ নিয়ে ফের একবার তদন্তের দাবি তুলেছে বিরোধী কংগ্রেস ৷ যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধি ৷

  • Fill in the blank:

    ‘मित्रों’ वाला राफ़ेल है
    टैक्स वसूली- महंगा तेल है
    PSU-PSB की अंधी सेल है
    सवाल करो तो जेल है

    मोदी सरकार ____ है!

    — Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে ৷ পেট্রোলের দাম প্রথমবার একশো পেরিয়ে গিয়েছে ৷ ডিজেলের দামও 90’র ঘরে ঢুকে পড়েছে ৷ রান্নার গ্যাসের দাম গত 6 মাসে প্রায় আড়াইশো টাকা বেড়েছে ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে ৷ ঠিক তখন জ্বালানির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে মুখে কুলুপ দিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন : জ্বালানি কিনতে জনসাধারণকে ঋণ দিন অর্থমন্ত্রী, দাবি কংগ্রেসের

বাড়তে থাকা জ্বালানির এই অস্বাভাবিক দাম নিয়ে একটি বাক্যও এখনও পর্যন্ত খরচ করেননি প্রেট্রোলিয়াম মন্ত্রী ৷ প্রধানমন্ত্রীও এই নিয়ে চুপ ৷ গতকালও করোনা এবং তার বিরুদ্ধে লড়াই নিয়ে কেন্দ্রের সাফল্যের ঢাক পিটিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু, পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কোনও মন্তব্য সেখানে তিনি করেননি ৷ আর মোদি সরকারের এই নীরবতাকেই নিশানা করেছেন রাহুল গান্ধি তথা বিরোধী কংগ্রেস ৷

নয়াদিল্লি, 6 জুলাই : রাফাল চুক্তি ও বাড়তে থাকা পেট্রল-ডিজেলের (Petrol-Diesel ) দাম নিয়ে ফের একবার নরেন্দ্র মোদি (narendra modi) সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ আজ এ নিয়ে মোদি সরকারকে নিশানা করে একটি টুইট করেন রাহুল ৷ যেখানে কবিতার ছন্দে কেন্দ্র তথা বিজেপি সরকারকে একহাত নেন তিনি ৷ পাশাপাশি টুইটের শেষ লাইনে একটি শূন্যস্থান রেখেছেন রাহুল ৷ সেই শূন্যস্থানটি সাধারণের জন্য ছেড়ে দিয়েছেন ৷

রাহুল তাঁর টুইটারে লেখেন, ‘‘বন্ধুদের জন্য রাফাল আছে, কর আদায়ে মহার্ঘ জ্বালানি, পিএসইউ-পিএসবি-র সেল আছে, প্রশ্ন করলে জেল আছে, মোদি সরকার ____ !’’ প্রসঙ্গত, গত শুক্রবার ভারতের সঙ্গে যুদ্ধবিমান রাফাল চুক্তি নিয়ে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ফ্রান্স ৷ যেখানে ভারত সরকার এবং রাফাল প্রস্তুতকারী সংস্থা দাঁসো’র চুক্তিতে এক মধ্যস্থতাকারী ছিল বলে অভিযোগ উঠেছে ৷ যে মধ্যস্থতাকারীকে 1.1 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আগে থেকেই রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ করে আসা রাহুল গান্ধি তথা কংগ্রেস এই ইস্যুতে ফের হাতে অস্ত্র পেয়ে গিয়েছে ৷ আর এ নিয়ে ফের একবার তদন্তের দাবি তুলেছে বিরোধী কংগ্রেস ৷ যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবিতে সরব হয়েছেন রাহুল গান্ধি ৷

  • Fill in the blank:

    ‘मित्रों’ वाला राफ़ेल है
    टैक्स वसूली- महंगा तेल है
    PSU-PSB की अंधी सेल है
    सवाल करो तो जेल है

    मोदी सरकार ____ है!

    — Rahul Gandhi (@RahulGandhi) July 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে ৷ পেট্রোলের দাম প্রথমবার একশো পেরিয়ে গিয়েছে ৷ ডিজেলের দামও 90’র ঘরে ঢুকে পড়েছে ৷ রান্নার গ্যাসের দাম গত 6 মাসে প্রায় আড়াইশো টাকা বেড়েছে ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে ৷ ঠিক তখন জ্বালানির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ এই পরিস্থিতিতে মুখে কুলুপ দিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন : জ্বালানি কিনতে জনসাধারণকে ঋণ দিন অর্থমন্ত্রী, দাবি কংগ্রেসের

বাড়তে থাকা জ্বালানির এই অস্বাভাবিক দাম নিয়ে একটি বাক্যও এখনও পর্যন্ত খরচ করেননি প্রেট্রোলিয়াম মন্ত্রী ৷ প্রধানমন্ত্রীও এই নিয়ে চুপ ৷ গতকালও করোনা এবং তার বিরুদ্ধে লড়াই নিয়ে কেন্দ্রের সাফল্যের ঢাক পিটিয়েছেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু, পেট্রল-ডিজেল এবং রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে কোনও মন্তব্য সেখানে তিনি করেননি ৷ আর মোদি সরকারের এই নীরবতাকেই নিশানা করেছেন রাহুল গান্ধি তথা বিরোধী কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.