বেঙ্গালুরু, 8 মে: কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হল সোমবার ৷ বুধবার রাজ্যের 224 আসনে ভোট ৷ তার আগে শেষ দিনের প্রচারে এক মুহূর্তও সময় নষ্ট করতে রাজি ছিল না যুযুধান কোনও পক্ষই ৷ এদিন কলেজ পড়ুয়া এবং চাকুরিজীবী মহিলাদের সঙ্গে 'কফি পে চর্চা' করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ক্যাফের পাশাপাশি বেঙ্গালুরু বাস টার্মিনাসেও আমজনতার সঙ্গে মিশে যেতে দেখা গেল দলের প্রাক্তন সভাপতিকে ।
রবিবার প্রচারে নেমে আচমকা এক ক্যাফেতে চলে গিয়েছিলেন রাহুল ৷ সেখানেই বিভিন্ন সংস্থার ডেলিভারি বয়দের সঙ্গে কথা বলেন তিনি ৷ এরপরই এক ডেলিভারি বয়ের বাইকে সফর করতেও দেখা যায় তাঁকে ৷ এরপর এদিনও ফের কানিংহাম রোডের একটি ক্যাফেতে যান রাহুল গান্ধি ৷ সেখানে 'কফি পে চর্চা' করতে দেখা গেল ৷ সেখান থেকেই বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি) বাস স্টপে, একদল কলেজ পড়ুয়া এবং কর্মজীবী মহিলাদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।
শুধু তাই নয়, বাস টার্মিনাসে মানুষের সঙ্গে কথা বলার পর একটি সরকারি বাসে উঠে যান রাহুল গান্ধি ৷ দলের দাবি, রাজ্য নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য বাসে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন রাহুল ৷ রাজ্য কংগ্রেস নেতৃত্ব জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির পাশাপাশি এদিন কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি যেমন 'গৃহলক্ষ্মী' স্কিম (মহিলাদের জন্য প্রতি মাসে দু'হাজার টাকা), বিএমটিসি এবং কেএসআরটিসি (কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন)-এ মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ-সহ অন্যান্য বিষয়ে মহিলাদের মতামত নিয়ে কথা বলেছেন রাহুল গান্ধি।
প্রসঙ্গত, কর্ণাটকে নতুন ভোটারের সংখ্যা প্রায় 9 লক্ষ 58 হাজার ৷ সেই সঙ্গে, প্রায় আড়াই কোটি মহিলা ভোটার ৷ যেখানে পুরুষ ভোটারের সংখ্যা 2 কোটি 70 লক্ষ ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী 2018 সালের তুলনায় অনেকটাই বেড়েছে মহিলা ভোটার ৷ আর সেকারণেই নির্বাচনী ইস্তেহারে এবার মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস ৷ দলের তরফে দাবি করা হয়েছে, মহিলারা এদিন রাহুল গান্ধিকে পরিবহণের সমস্যা এবং মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থার কথা বিস্তারিত জানিয়েছে ৷ সেই সঙ্গে, মূল্যবৃদ্ধির জেরে তাদের সংসারের নিয়মিত বাজেটেও প্রভাব পড়ছে বলেও এদিন রাহুল গান্ধির কাছে অভিযোগ করেছেন মহিলারা ৷ এদিন মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলার পর লিঙ্গরাজপুরমে বাস থেকে নেমে যান রাহুল ৷ সেখানেও তিনি বাস স্টপে মহিলাদের সঙ্গে কথা বলেন। আগামী 13 মে রাজ্যের ভোটের ফল প্রকাশ ৷
আরও পড়ুন: কেরলে ঘোষিত সরকারি শোক, ছবিতে দেখুন নৌকাডুবির ভয়াবহতা