ETV Bharat / bharat

Rahul Gandhi Detained: 'মোদি রাজা, ভারত এখন পুলিশ শাসিত রাষ্ট্র', ইন্দিরার মতো মাটিতে বসে প্রতিবাদে রাহুল - ইন্দিরার মতো মাটিতে বসে প্রতিবাদে রাহুল

মঙ্গলবার দিল্লির রাজপথে বসে রাহুলের প্রতিবাদের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছে কংগ্রেস (Rahul Gandhi seats in protest) ৷ সেই পোস্টে ইন্দিরা গান্ধির ছবি পোস্ট করে, তাঁর সঙ্গে রাহুলের তুলনা করা হয়েছে ৷

Rahul Gandhi
ইন্দিরার মতো মাটিতে বসে প্রতিবাদে রাহুল
author img

By

Published : Jul 26, 2022, 3:27 PM IST

Updated : Jul 26, 2022, 3:54 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে স্বৈরাচারী সরকার বলে ফের আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (India is a police state and Modi is a king says Rahul Gandhi) ৷ মঙ্গলবার দিল্লির বিজয় চকে প্রতিবাদ করার সময় রাহুল-সহ একাধিক কংগ্রেস নেতা ও সাংসদকে আটক করে পুলিশ ৷ এর প্রতিবাদে রাজপথেই মাটিতে বসে পড়েন রাহুল ৷ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "ভারত এখন পুলিশ শাসিত রাষ্ট্র, এখানে রাজা হলেন মোদি ৷" পরে এক টুইট বার্তায় প্রাক্তন কংগ্রেস সভাপতি লেখেন, "স্বৈরাচারের এমন অবস্থা যে শান্তিপূর্ণ প্রতিবাদও করা যাচ্ছে না, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাও করা যাচ্ছে না ৷ পুলিশ, এজেন্সির অপপ্রয়োগ করে, গ্রেফতার করেও আমাদের চুপ করানো যাবে না ৷ সত্যই এই স্বৈরাচারের খতম করবে ৷ "

  • तानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।

    पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।

    'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8L

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনই ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দ্বিতীয়বার তলব করেছে ইডি ৷ কংগ্রেস আগেই জানিয়েছিল এজেন্সি দিয়ে কংগ্রেস সভানেত্রীকে হেনস্থা করা হচ্ছে, পথে নেমে এর প্রতিবাদ হবে ৷ সেই মতো মঙ্গলবার এদিন প্রতিবাদে নামেন কংগ্রেস সাংসদরা ৷ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্থা, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এদিন সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন কংগ্রেস সাংসদরা ৷ যোগ দেন রাহুল গান্ধিও ৷ কিন্তু মাঝপথে বিজয়চকে তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷ কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধিকে এদিন হেনস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া, আজ দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

  • जंजीर बढ़ा कर साध मुझे,
    हाँ, हाँ दुर्योधन! बाँध मुझे।

    बाँधने मुझे तो आया है,
    जंजीर बड़ी क्या लाया है?

    इतिहास दोहरा रहा है...#SatyagrahaWithSoniaGandhi pic.twitter.com/wroc7cLtk9

    — Congress (@INCIndia) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেই, প্রতিবাদে দিল্লির রাজপথে বসে পড়েন রাহুল ৷ জানা গিয়েছে, রাহুল গান্ধি-সহ আটক কংগ্রেস নেতৃত্বকে কিংসওয়ে পুলিশ ক্যাম্পের নিউ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে ৷ রাহুল এদিন যেভাবে মাটিতে বসে প্রতিবাদ জানিয়েছেন, তার সঙ্গে ইন্দিরা গান্ধির প্রতিবাদের মিল খুঁজে পেয়েছে কংগ্রেস ৷ দলের তরফে তাঁদের দু'জনের ছবি দিয়ে এদিন টুইটও করা হয়েছে ৷

নয়াদিল্লি, 26 জুলাই: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে স্বৈরাচারী সরকার বলে ফের আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (India is a police state and Modi is a king says Rahul Gandhi) ৷ মঙ্গলবার দিল্লির বিজয় চকে প্রতিবাদ করার সময় রাহুল-সহ একাধিক কংগ্রেস নেতা ও সাংসদকে আটক করে পুলিশ ৷ এর প্রতিবাদে রাজপথেই মাটিতে বসে পড়েন রাহুল ৷ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, "ভারত এখন পুলিশ শাসিত রাষ্ট্র, এখানে রাজা হলেন মোদি ৷" পরে এক টুইট বার্তায় প্রাক্তন কংগ্রেস সভাপতি লেখেন, "স্বৈরাচারের এমন অবস্থা যে শান্তিপূর্ণ প্রতিবাদও করা যাচ্ছে না, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনাও করা যাচ্ছে না ৷ পুলিশ, এজেন্সির অপপ্রয়োগ করে, গ্রেফতার করেও আমাদের চুপ করানো যাবে না ৷ সত্যই এই স্বৈরাচারের খতম করবে ৷ "

  • तानाशाही देखिए, शांतिपूर्ण प्रदर्शन नहीं कर सकते, महंगाई और बेरोज़गारी पर चर्चा नहीं कर सकते।

    पुलिस और एजेंसियों का दुरूपयोग करके, हमें गिरफ़्तार करके भी, कभी चुप नहीं करा पाओगे।

    'सत्य' ही इस तानाशाही का अंत करेगा। pic.twitter.com/M0kUXcwH8L

    — Rahul Gandhi (@RahulGandhi) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিনই ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দ্বিতীয়বার তলব করেছে ইডি ৷ কংগ্রেস আগেই জানিয়েছিল এজেন্সি দিয়ে কংগ্রেস সভানেত্রীকে হেনস্থা করা হচ্ছে, পথে নেমে এর প্রতিবাদ হবে ৷ সেই মতো মঙ্গলবার এদিন প্রতিবাদে নামেন কংগ্রেস সাংসদরা ৷ বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বিরোধীদের হেনস্থা, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে এদিন সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন কংগ্রেস সাংসদরা ৷ যোগ দেন রাহুল গান্ধিও ৷ কিন্তু মাঝপথে বিজয়চকে তাঁদের আটক করে দিল্লি পুলিশ ৷ কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধিকে এদিন হেনস্থা করা হয়েছে ৷

আরও পড়ুন: রাহুল-প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে সোনিয়া, আজ দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

  • जंजीर बढ़ा कर साध मुझे,
    हाँ, हाँ दुर्योधन! बाँध मुझे।

    बाँधने मुझे तो आया है,
    जंजीर बड़ी क्या लाया है?

    इतिहास दोहरा रहा है...#SatyagrahaWithSoniaGandhi pic.twitter.com/wroc7cLtk9

    — Congress (@INCIndia) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরেই, প্রতিবাদে দিল্লির রাজপথে বসে পড়েন রাহুল ৷ জানা গিয়েছে, রাহুল গান্ধি-সহ আটক কংগ্রেস নেতৃত্বকে কিংসওয়ে পুলিশ ক্যাম্পের নিউ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে ৷ রাহুল এদিন যেভাবে মাটিতে বসে প্রতিবাদ জানিয়েছেন, তার সঙ্গে ইন্দিরা গান্ধির প্রতিবাদের মিল খুঁজে পেয়েছে কংগ্রেস ৷ দলের তরফে তাঁদের দু'জনের ছবি দিয়ে এদিন টুইটও করা হয়েছে ৷

Last Updated : Jul 26, 2022, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.