ETV Bharat / bharat

Rahul Gandhi: বিল পাশের পরও মহিলাদের জন্য আসন সংরক্ষণে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল

Rahul Gandhi slams Modi Government: লোকসভা ও রাজ্যসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ হয়েছে ৷ এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি এই বিল কার্যকর করা নিয়ে মোদি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷

Rahul Gandhi/ PHOTO - PTI X HANDLE
Rahul Gandhi/ PHOTO - PTI X HANDLE
author img

By PTI

Published : Sep 22, 2023, 1:01 PM IST

Updated : Sep 22, 2023, 1:21 PM IST

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিল এখন কার্যকর করা যেতে পারে ৷ কিন্তু সরকার তা করতে চায় না ৷’’

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷ এই বিলকে তিনি ‘ভালো’ও বলেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন, ‘‘...কিন্তু জনগণনা ও ডিলিমিটেশনের দু’টি 'ফুটনোট' সংযুক্ত রয়েছে ৷’’ তাই এই বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকার যে দেরি করছে, তার সমালোচনা করেছেন রাহুল ৷

  • VIDEO | "BJP should remove these two points on Census and delimitation (from Women's Reservation Bill) and should give women their due participation. They should also make public the data on caste census which we did," says Congress MP @RahulGandhi at a press conference. pic.twitter.com/BIN5ZLkCTU

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিল পাশ হলেও কার্যকর হতে অনেক দেরি হয়ে যাবে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, "সমস্যাটি বাস্তবায়নের । তারা যা বলেছে, তা হল 'আমরা একটি (মহিলা সংরক্ষণ) বিল সংসদে রাখছি ৷ তবে আমরা 10 বছর পরে এটি কার্যকর করব' । এর অর্থ কী ?’’ মোদি সরকারের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘ভারতের মহিলাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না ৷ "

আরও পড়ুন: কুলি নম্বর ওয়ান! রাজধানীর রাস্তায় মাথায় সুটকেস ও লাল পোশাকে ধরা দিলেন রাহুল

তাই কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জনগণনা ও ডিলিমিটেশনের বিষয় দু’টি এই বিল থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন ৷ আর অবিলম্বে মহিলাদের এই আসন সংরক্ষণের আওতায় আনার কথা বলেছেন ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, ইউপিএ আমলে যে জাতিভিত্তিক গণনা হয়েছিল, সেই গণনার সমস্ত তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার ৷

  • VIDEO | "Women's reservation is a good thing, but we found two footnotes - one is that Census will have to done before implementation (of Women's Reservation Bill) and second is delimitation. It will take several years to get this done. The truth is that 33 per cent reservation… pic.twitter.com/PuR3fTJ0QA

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই কারণে তাঁর দাবি, জাতিভিত্তিক গণনা থেকে নজর সরাতেই কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে ৷ তিনি ওবিসি ইস্যুতেও সরব হয়েছেন ৷ ওবিসিদের গণনা করতে মোদি সরকার চায় না বলেও অভিযোগ করেছেন ৷

  • VIDEO | "The problem is implementation. What they have said is 'we are placing a (Women's Reservation) Bill on the floor of House but we will implement it after 10 years'. What does that mean? Don't insult the intelligence of India's women," says Congress MP @RahulGandhi at a… pic.twitter.com/uCBAWamyT5

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি বলেন, "তারা (সরকার) ওবিসিদের আদমশুমারি থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে । প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ওবিসিদের জন্য অনেক কাজ করছেন । যদি তা হয়, তাহলে 90 জন আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের মাত্র তিনজন কেন ?"

আরও পড়ুন: তেলেঙ্গানাবাসীকে 6 প্রতিশ্রুতি সোনিয়ার, কেসিআরকে বিঁধলেন রাহুল

নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: আইনসভায় মহিলাদের আসন সংরক্ষণ সংক্রান্ত বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শুক্রবার তিনি বলেন, ‘‘মহিলা সংরক্ষণ বিল এখন কার্যকর করা যেতে পারে ৷ কিন্তু সরকার তা করতে চায় না ৷’’

এ দিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বিল নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷ এই বিলকে তিনি ‘ভালো’ও বলেছেন ৷ একই সঙ্গে উল্লেখ করেছেন, ‘‘...কিন্তু জনগণনা ও ডিলিমিটেশনের দু’টি 'ফুটনোট' সংযুক্ত রয়েছে ৷’’ তাই এই বিল কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকার যে দেরি করছে, তার সমালোচনা করেছেন রাহুল ৷

  • VIDEO | "BJP should remove these two points on Census and delimitation (from Women's Reservation Bill) and should give women their due participation. They should also make public the data on caste census which we did," says Congress MP @RahulGandhi at a press conference. pic.twitter.com/BIN5ZLkCTU

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই বিল পাশ হলেও কার্যকর হতে অনেক দেরি হয়ে যাবে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধি ৷ তাঁর দাবি, "সমস্যাটি বাস্তবায়নের । তারা যা বলেছে, তা হল 'আমরা একটি (মহিলা সংরক্ষণ) বিল সংসদে রাখছি ৷ তবে আমরা 10 বছর পরে এটি কার্যকর করব' । এর অর্থ কী ?’’ মোদি সরকারের প্রতি তাঁর হুঁশিয়ারি, ‘‘ভারতের মহিলাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না ৷ "

আরও পড়ুন: কুলি নম্বর ওয়ান! রাজধানীর রাস্তায় মাথায় সুটকেস ও লাল পোশাকে ধরা দিলেন রাহুল

তাই কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জনগণনা ও ডিলিমিটেশনের বিষয় দু’টি এই বিল থেকে সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন ৷ আর অবিলম্বে মহিলাদের এই আসন সংরক্ষণের আওতায় আনার কথা বলেছেন ৷ একই সঙ্গে তাঁর আরও দাবি, ইউপিএ আমলে যে জাতিভিত্তিক গণনা হয়েছিল, সেই গণনার সমস্ত তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার ৷

  • VIDEO | "Women's reservation is a good thing, but we found two footnotes - one is that Census will have to done before implementation (of Women's Reservation Bill) and second is delimitation. It will take several years to get this done. The truth is that 33 per cent reservation… pic.twitter.com/PuR3fTJ0QA

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই কারণে তাঁর দাবি, জাতিভিত্তিক গণনা থেকে নজর সরাতেই কেন্দ্রীয় সরকার এই বিল এনেছে ৷ তিনি ওবিসি ইস্যুতেও সরব হয়েছেন ৷ ওবিসিদের গণনা করতে মোদি সরকার চায় না বলেও অভিযোগ করেছেন ৷

  • VIDEO | "The problem is implementation. What they have said is 'we are placing a (Women's Reservation) Bill on the floor of House but we will implement it after 10 years'. What does that mean? Don't insult the intelligence of India's women," says Congress MP @RahulGandhi at a… pic.twitter.com/uCBAWamyT5

    — Press Trust of India (@PTI_News) September 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধি বলেন, "তারা (সরকার) ওবিসিদের আদমশুমারি থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে । প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ওবিসিদের জন্য অনেক কাজ করছেন । যদি তা হয়, তাহলে 90 জন আমলাদের মধ্যে ওবিসি সম্প্রদায়ের মাত্র তিনজন কেন ?"

আরও পড়ুন: তেলেঙ্গানাবাসীকে 6 প্রতিশ্রুতি সোনিয়ার, কেসিআরকে বিঁধলেন রাহুল

Last Updated : Sep 22, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.