ETV Bharat / bharat

Rahul Gandhi slams Centre : দেশে ধনী-দরিদ্রের ফারাক বাড়ছে ক্রমশ বাড়ছে : রাহুল

author img

By

Published : Feb 2, 2022, 9:56 PM IST

"আমরা মেড ইন ইন্ডিয়া, স্টার্ট-আপ ইন্ডিয়া বলে চিৎকার করছি ৷ কিন্তু তাতে বেকারত্ব কমছে না ৷ এই সরকার 23 কোটি মানুষকে দরিদ্র সীমার মধ্যে ঠেলে দিয়েছে (Rahul Gandhi slams Centre) ৷"

rahul
Rahul Gandhi slams Centre

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার বাজেট পেশের পর আজ বুধবার লোকসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi slams Centre)। সেখান থেকেই মোদি সরকারকে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন তিনি। দেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে একাধিক ইস্যুকে সামনে এনেছেন রাহুল।

ভারতে ধনী-দরিদ্রের বিভেদ ক্রমশই প্রকট হচ্ছে । বুধবার লোকসভায় এই নিয়েই সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । এদিন সংসদের অধিবেশন চলাকালীন কংগ্রেস নেতা বলেন, "আসলে ভারতের মধ্যে দুটি দেশ আছে (two india) । বর্তমানে দেশে ধনী ও দরিদ্রদের মধ্যে ফারাক ক্রমশ বাড়ছে। একটি হল দরিদ্রদের জন্য। আর অন্যটি সংরক্ষিত রয়েছে ধনীদের । যাদের হাতে একগুচ্ছে ক্ষমতা আছে । যাদের চাকরির প্রয়োজন নেই । সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন । তাঁরা দেশটি ধরে রেখেছেন । আর অন্য একটি ভারত যেখানে বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । সেখানের মানুষ সাধরণ সুবিধা টুকুও পাচ্ছেন না। "

দেশের বেকারত্বের কথা তুলে ধরে রাহুল বলেন, "সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ অথচ 2021 সালে দেশে 3 কোটি মানুষ তাঁদের কাজ হারিয়েছেন ৷ গত 50 বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি ৷ কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া, স্টার্ট-আপ ইন্ডিয়া বলে চিৎকার করছি ৷ কিন্তু তাতে বেকারত্ব কমছে না ৷ এই সরকার 23 কোটি মানুষকে দরিদ্র সীমার মধ্যে ঠেলে দিয়েছে ৷"

আরও পড়ুন: Bengali Chaiwala serves tea to Rahul Gandhi : দেরাদুনে কংগ্রেসের মঞ্চে বাঙালি চা-বিক্রেতা, লেবু চা খেলেন রাহুল

এছাড়াও দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের কথা উল্লেখ করে রাহুল গান্ধি বলেন, “পাকিস্তান ও চিন যেভাবে কথা বলছে, যেভাবে অস্ত্র কিনছে তাতে মনে হচ্ছে, আমরা ভুল করছি।” আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমারা চিনের হাত থেকে বাঁচতে পারব না। ভিতরে বাইরে সংকটের মুখে ভারত। গোটা বিশ্বে ক্রমশ কোনঠাসা হচ্ছে বিজেপি সরকার।”

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী মঙ্গলবার বাজেট পেশের পর আজ বুধবার লোকসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi slams Centre)। সেখান থেকেই মোদি সরকারকে চড়া সুরে আক্রমণ শানিয়েছেন তিনি। দেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে একাধিক ইস্যুকে সামনে এনেছেন রাহুল।

ভারতে ধনী-দরিদ্রের বিভেদ ক্রমশই প্রকট হচ্ছে । বুধবার লোকসভায় এই নিয়েই সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । এদিন সংসদের অধিবেশন চলাকালীন কংগ্রেস নেতা বলেন, "আসলে ভারতের মধ্যে দুটি দেশ আছে (two india) । বর্তমানে দেশে ধনী ও দরিদ্রদের মধ্যে ফারাক ক্রমশ বাড়ছে। একটি হল দরিদ্রদের জন্য। আর অন্যটি সংরক্ষিত রয়েছে ধনীদের । যাদের হাতে একগুচ্ছে ক্ষমতা আছে । যাদের চাকরির প্রয়োজন নেই । সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন । তাঁরা দেশটি ধরে রেখেছেন । আর অন্য একটি ভারত যেখানে বেকারত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । সেখানের মানুষ সাধরণ সুবিধা টুকুও পাচ্ছেন না। "

দেশের বেকারত্বের কথা তুলে ধরে রাহুল বলেন, "সরকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ অথচ 2021 সালে দেশে 3 কোটি মানুষ তাঁদের কাজ হারিয়েছেন ৷ গত 50 বছরের মধ্যে বেকারত্ব সবচেয়ে বেশি ৷ কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়া, স্টার্ট-আপ ইন্ডিয়া বলে চিৎকার করছি ৷ কিন্তু তাতে বেকারত্ব কমছে না ৷ এই সরকার 23 কোটি মানুষকে দরিদ্র সীমার মধ্যে ঠেলে দিয়েছে ৷"

আরও পড়ুন: Bengali Chaiwala serves tea to Rahul Gandhi : দেরাদুনে কংগ্রেসের মঞ্চে বাঙালি চা-বিক্রেতা, লেবু চা খেলেন রাহুল

এছাড়াও দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের কথা উল্লেখ করে রাহুল গান্ধি বলেন, “পাকিস্তান ও চিন যেভাবে কথা বলছে, যেভাবে অস্ত্র কিনছে তাতে মনে হচ্ছে, আমরা ভুল করছি।” আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমারা চিনের হাত থেকে বাঁচতে পারব না। ভিতরে বাইরে সংকটের মুখে ভারত। গোটা বিশ্বে ক্রমশ কোনঠাসা হচ্ছে বিজেপি সরকার।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.