ETV Bharat / bharat

Rahul Gandhi on Pegasus : পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে তোপ রাহুলের - টুইটার

পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধির ৷ টুইটারে হ্যাশট্যাগ পেগাসাস লিখে পোস্ট ৷ সাধারণের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আমরা জানি তিনি কী পড়ছিলেন, আপনার ফোনের সবকিছু !’’

Rahul Gandhi slams Center on Pegasus issue
Rahul Gandhi on Pegasus : পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধির
author img

By

Published : Jul 19, 2021, 1:30 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই : ইজ়রায়েলি সফটওয়্যার পেগাসাসের (Pegasus) মাধ্যমে নজরদারি নিয়ে কেন্দ্রকে এক হাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে (Twitter) উগড়ে দিলেন ক্ষোভ ৷ এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘‘আমরা জানি তিনি কী পড়ছিলেন, আপনার ফোনের সবকিছু !’’ হ্যাশট্যাগ পেগাসাস (#Pegasus) লিখে এই পোস্টটি করেন রাহুল ৷ সোমবারের এই টুইটের সঙ্গে গত 16 জুনের একটি টুইটও জুড়ে দেন তিনি ৷ তাতে লেখা ছিল, ‘‘আমি ভাবছি ইদানীং আপনারা কী পড়ছেন ৷’’

আরও পড়ুন : Spyware Pegasus : মন্ত্রী থেকে সাংবাদিক, দেশজুড়ে ফোনে গোপন নজরদারির চেষ্টার রিপোর্ট প্রকাশ্যে

রাহুল গান্ধির পাশাপাশি এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) ৷ গোটা ঘটনার নিরিখে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) এবং আরএসএস (RSS) নেতৃত্বকেও কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ নিজের টুইটে ‘‘ট্য়াপিংজীবী’’ এবং ‘‘গোয়েন্দা সরকার’’-এর মতো শব্দ ব্যবহার করে কটাক্ষ করেছেন সুরজেওয়ালা ৷

  • टैपिंगजीवी जी,

    राजनीतिक विरोधियों के साथ-साथ अब पत्रकार, जज, उद्योगपति, खुद के वरिष्ठतम मंत्री और यहाँ तक की आरएसएस की लीडरशिप को भी नहीं बख्शा, आपने तो।

    ठीक ही कहा-

    अबकी बार, जासूस सरकार !#Pegasus

    — Randeep Singh Surjewala (@rssurjewala) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রবিবার আন্তর্জাতিক স্তরে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে দাবি করা হয়েছে, ইজ়রায়েলি সফটওয়্যার পেগাসাসের মাধ্যমে নজরদারি বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের উপর নজরদারি চালাচ্ছে মোদি সরকার ৷ সেই তালিকায় রয়েছেন 40 জন সাংবাদিক, বিরোধী রাজনৈতিক দলের তিন বড় নেতা, একজন সাংবিধানিক আধিকারিক, কেন্দ্রের দুই মন্ত্রী, নিরাপত্তা সংস্থার বর্তমান এবং প্রাক্তন দুই কর্তা প্রমুখ ৷ আড়ি পাতা হয়েছে একাধিক ব্যবসায়ী ও শিল্পপতির উপরও ৷ কেন্দ্র এই রিপোর্ট একবাক্যে খারিজ করে দিলেও গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে জলঘোলা ৷

আরও পড়ুন : মোদির মন্ত্রিসভা থেকে সুপ্রিম কোর্ট, ফোনে আড়ি পাতা নিয়ে সরগরম দিল্লি

প্রসঙ্গত, সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে পেগাসাস বিতর্ক সামনে আসায় নতুন করে চড়ছে রাজনীতির পারদ ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, করোনা আবহে এই নয়া বিতর্কে উত্তাপ বাড়বে সংসদের অন্দরেও ৷

নয়াদিল্লি, 19 জুলাই : ইজ়রায়েলি সফটওয়্যার পেগাসাসের (Pegasus) মাধ্যমে নজরদারি নিয়ে কেন্দ্রকে এক হাত নিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে (Twitter) উগড়ে দিলেন ক্ষোভ ৷ এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘‘আমরা জানি তিনি কী পড়ছিলেন, আপনার ফোনের সবকিছু !’’ হ্যাশট্যাগ পেগাসাস (#Pegasus) লিখে এই পোস্টটি করেন রাহুল ৷ সোমবারের এই টুইটের সঙ্গে গত 16 জুনের একটি টুইটও জুড়ে দেন তিনি ৷ তাতে লেখা ছিল, ‘‘আমি ভাবছি ইদানীং আপনারা কী পড়ছেন ৷’’

আরও পড়ুন : Spyware Pegasus : মন্ত্রী থেকে সাংবাদিক, দেশজুড়ে ফোনে গোপন নজরদারির চেষ্টার রিপোর্ট প্রকাশ্যে

রাহুল গান্ধির পাশাপাশি এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা (Randeep Singh Surjewala) ৷ গোটা ঘটনার নিরিখে কেন্দ্রের মোদি সরকার (Modi Government) এবং আরএসএস (RSS) নেতৃত্বকেও কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ নিজের টুইটে ‘‘ট্য়াপিংজীবী’’ এবং ‘‘গোয়েন্দা সরকার’’-এর মতো শব্দ ব্যবহার করে কটাক্ষ করেছেন সুরজেওয়ালা ৷

  • टैपिंगजीवी जी,

    राजनीतिक विरोधियों के साथ-साथ अब पत्रकार, जज, उद्योगपति, खुद के वरिष्ठतम मंत्री और यहाँ तक की आरएसएस की लीडरशिप को भी नहीं बख्शा, आपने तो।

    ठीक ही कहा-

    अबकी बार, जासूस सरकार !#Pegasus

    — Randeep Singh Surjewala (@rssurjewala) July 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রবিবার আন্তর্জাতিক স্তরে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে দাবি করা হয়েছে, ইজ়রায়েলি সফটওয়্যার পেগাসাসের মাধ্যমে নজরদারি বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের উপর নজরদারি চালাচ্ছে মোদি সরকার ৷ সেই তালিকায় রয়েছেন 40 জন সাংবাদিক, বিরোধী রাজনৈতিক দলের তিন বড় নেতা, একজন সাংবিধানিক আধিকারিক, কেন্দ্রের দুই মন্ত্রী, নিরাপত্তা সংস্থার বর্তমান এবং প্রাক্তন দুই কর্তা প্রমুখ ৷ আড়ি পাতা হয়েছে একাধিক ব্যবসায়ী ও শিল্পপতির উপরও ৷ কেন্দ্র এই রিপোর্ট একবাক্যে খারিজ করে দিলেও গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে জলঘোলা ৷

আরও পড়ুন : মোদির মন্ত্রিসভা থেকে সুপ্রিম কোর্ট, ফোনে আড়ি পাতা নিয়ে সরগরম দিল্লি

প্রসঙ্গত, সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে পেগাসাস বিতর্ক সামনে আসায় নতুন করে চড়ছে রাজনীতির পারদ ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, করোনা আবহে এই নয়া বিতর্কে উত্তাপ বাড়বে সংসদের অন্দরেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.