ETV Bharat / bharat

Rahul on Marriage: সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন, জানালেন 52-র রাহুল - কংগ্রেস

ভারত জোড়ো যাত্রার মাঝে এক ইউটিইউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ সেখানে তিনি বিয়ে নিয়ে মুখ খুলেছেন ৷ সঠিক মেয়ের সন্ধান পেলেই বিয়ে করবেন বলে জানিয়েছেন (Rahul Gandhi on Marriage) ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jan 23, 2023, 5:35 PM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: যখন সঠিক মেয়ের সন্ধান পাবেন, তখনই বিয়ে করবেন ৷ কার্লি টেলস নামে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি এখন ভারত জোড়ো যাত্রার শেষ পর্যায়ের রয়েছেন ৷ সেই কর্মসূচির ফাঁকেই তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে তাঁর পছন্দ-অপছন্দ, খাদ্যাভ্যাস-সহ বেশ কিছু ব্যক্তিগত প্রসঙ্গে উত্তর দেন ৷ এর মধ্যেই ছিল বিয়ের প্রসঙ্গ৷ সেখানেই তিনি একথা বলেন ৷

পাশাপাশি মা-বাবার বিয়ের প্রসঙ্গও তোলেন ৷ তাঁর বাবা রাজীব ও মা সোনিয়া প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ সেই বিষয়টিই তাঁর কাছে বিয়ে নিয়ে মাপকাঠি ৷ আর সেটাই নিজের বিয়ের জন্য তিনি মাপকাঠি হিসেবে দেখেন ৷ ওই সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷

52 বছর বয়সী প্রাক্তন কংগ্রেস সভাপতি জানান যে তিনি বিয়ের বিরুদ্ধে নন ৷ একই সঙ্গে তিনি বলেন, "সমস্যা হল আমার বাবা-মায়ের সত্যিই একটি সুন্দর বিয়ে ছিল এবং তাঁরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ প্রেমে ছিলেন ৷ সেই মাপকাঠি অনেক উপরে ৷’’ এর পর তাঁর সংযোজন, "যখন সঠিক মেয়েটি আসবেন, তখন বিয়ে করব ৷’’ কেমন মেয়ে তাঁর পছন্দ ? এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "না, শুধু একজন প্রাণবন্ত ব্যক্তি, যিনি বুদ্ধিমতি ।"

এই সাক্ষাৎকারটি অবশ্য তিনি দিয়েছিলেন রাজস্থানে ৷ মাসখানেক আগে তিনি ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রাজস্থানে ছিলেন ৷ সেই সময় তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে নিজের খাবার নিয়েও কথা বলেন ৷ খাবারের বিষয়ে তিনি খুব বেশি খুঁতখুঁতে নন ৷ যা পান, তিনি তাই খেয়ে নেন ৷ তবে মটর ও কাঁঠাল তিনি পছন্দ করেন না বলেও জানিয়েছেন রাহুল ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাড়িতে থাকলে অবশ্য তিনি খাবারের বিষয়ে কড়া নিয়ম মেনে চলেন ৷

কিন্তু রাহুলের বাড়িতে কী ধরনের খাবার তৈরি হয় ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল জানিয়েছেন যে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজে দেশি খাবারই তৈরি হয় ৷ তবে রাতের জন্য সাধারণ কন্টিনেন্টাল খাবার তৈরি হয় ৷ বাড়িতে কড়া নিয়মে থাকলেও মাংস বা সামুদ্রিক মাছ তিনি কখনও ছাড়েন না ৷ শুধু মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার অভ্যাস রয়েছে তাঁর ৷ তিনি আরও জানান, চিকেন টিক্কা, শিক কাবাব ও ওমলেট তাঁর খুব প্রিয় ৷ আর সকালে কফি খাওয়া তাঁর রোজকার অভ্যাস ৷

নিজের সম্পর্কে রাহুল জানিয়েছেন, তাঁর পরিবার আসলে কাশ্মিরী পণ্ডিতদের (Kashmiri Pandit) পরিবার ৷ যাঁরা উত্তরপ্রদেশের ইলাহাবাদে চলে আসেন ৷ তবে তাঁর ঠাকুরদা ফিরোজ গান্ধি ছিলেন পার্সি ৷ ঠাকুরমা ইন্দিরা গান্ধির হত্যার পর তাঁকে বাড়িতে থেকেই স্কুলের পড়াশোনা করতে হয়েছিল ৷ তার পর বিদেশে তাঁর পড়াশোনা নিয়ে জানিয়েছেন রাহুল গান্ধি ৷ লন্ডনের একটি সংস্থার তিনি চাকরিও করেছেন বলে জানিয়েছেন ৷ তিনি জানান, তাঁর প্রথম বেতন ছিল আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী হলে তিনি কী কাজ করতে চান ৷ রাহুলের কথায়, শিক্ষাব্যবস্থার রূপান্তর, ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায় সহায়তা করা এবং কৃষক ও বেকার যুবক-সহ যারা দুর্বিষহ সময় কাটাচ্ছে তাঁদের রক্ষা করা ।

তিনি জানিয়েছেন, স্কুবা ডাইভিং, ফ্রি ডাইভিং, সাইক্লিং, মার্শাল আর্টস আইকিডো করতে ভালোবাসেন ৷ কলেজে থাকাকালীন বক্সিং করতেন তিনি ৷ এখন তিনি নিয়মিত মার্শাল আর্টস করেন ৷ বিছানার পাশে সবসময় রুদ্রাক্ষ থাকে ৷ আর ওয়ালেটে তিনি শিবের ছবি রাখেন ৷

আরও পড়ুন: 30 জানুয়ারি শ্রীনগরে শেষ হবে ভারত জোড়ো যাত্রা, জাতীয় পতাকা তুলবেন রাহুল

নয়াদিল্লি, 23 জানুয়ারি: যখন সঠিক মেয়ের সন্ধান পাবেন, তখনই বিয়ে করবেন ৷ কার্লি টেলস নামে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি এখন ভারত জোড়ো যাত্রার শেষ পর্যায়ের রয়েছেন ৷ সেই কর্মসূচির ফাঁকেই তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে তাঁর পছন্দ-অপছন্দ, খাদ্যাভ্যাস-সহ বেশ কিছু ব্যক্তিগত প্রসঙ্গে উত্তর দেন ৷ এর মধ্যেই ছিল বিয়ের প্রসঙ্গ৷ সেখানেই তিনি একথা বলেন ৷

পাশাপাশি মা-বাবার বিয়ের প্রসঙ্গও তোলেন ৷ তাঁর বাবা রাজীব ও মা সোনিয়া প্রেমের সম্পর্ক থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৷ সেই বিষয়টিই তাঁর কাছে বিয়ে নিয়ে মাপকাঠি ৷ আর সেটাই নিজের বিয়ের জন্য তিনি মাপকাঠি হিসেবে দেখেন ৷ ওই সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন কেরালার ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি ৷

52 বছর বয়সী প্রাক্তন কংগ্রেস সভাপতি জানান যে তিনি বিয়ের বিরুদ্ধে নন ৷ একই সঙ্গে তিনি বলেন, "সমস্যা হল আমার বাবা-মায়ের সত্যিই একটি সুন্দর বিয়ে ছিল এবং তাঁরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ প্রেমে ছিলেন ৷ সেই মাপকাঠি অনেক উপরে ৷’’ এর পর তাঁর সংযোজন, "যখন সঠিক মেয়েটি আসবেন, তখন বিয়ে করব ৷’’ কেমন মেয়ে তাঁর পছন্দ ? এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "না, শুধু একজন প্রাণবন্ত ব্যক্তি, যিনি বুদ্ধিমতি ।"

এই সাক্ষাৎকারটি অবশ্য তিনি দিয়েছিলেন রাজস্থানে ৷ মাসখানেক আগে তিনি ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রাজস্থানে ছিলেন ৷ সেই সময় তিনি ওই সাক্ষাৎকার দেন ৷ সেখানে নিজের খাবার নিয়েও কথা বলেন ৷ খাবারের বিষয়ে তিনি খুব বেশি খুঁতখুঁতে নন ৷ যা পান, তিনি তাই খেয়ে নেন ৷ তবে মটর ও কাঁঠাল তিনি পছন্দ করেন না বলেও জানিয়েছেন রাহুল ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাড়িতে থাকলে অবশ্য তিনি খাবারের বিষয়ে কড়া নিয়ম মেনে চলেন ৷

কিন্তু রাহুলের বাড়িতে কী ধরনের খাবার তৈরি হয় ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল জানিয়েছেন যে তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজে দেশি খাবারই তৈরি হয় ৷ তবে রাতের জন্য সাধারণ কন্টিনেন্টাল খাবার তৈরি হয় ৷ বাড়িতে কড়া নিয়মে থাকলেও মাংস বা সামুদ্রিক মাছ তিনি কখনও ছাড়েন না ৷ শুধু মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার অভ্যাস রয়েছে তাঁর ৷ তিনি আরও জানান, চিকেন টিক্কা, শিক কাবাব ও ওমলেট তাঁর খুব প্রিয় ৷ আর সকালে কফি খাওয়া তাঁর রোজকার অভ্যাস ৷

নিজের সম্পর্কে রাহুল জানিয়েছেন, তাঁর পরিবার আসলে কাশ্মিরী পণ্ডিতদের (Kashmiri Pandit) পরিবার ৷ যাঁরা উত্তরপ্রদেশের ইলাহাবাদে চলে আসেন ৷ তবে তাঁর ঠাকুরদা ফিরোজ গান্ধি ছিলেন পার্সি ৷ ঠাকুরমা ইন্দিরা গান্ধির হত্যার পর তাঁকে বাড়িতে থেকেই স্কুলের পড়াশোনা করতে হয়েছিল ৷ তার পর বিদেশে তাঁর পড়াশোনা নিয়ে জানিয়েছেন রাহুল গান্ধি ৷ লন্ডনের একটি সংস্থার তিনি চাকরিও করেছেন বলে জানিয়েছেন ৷ তিনি জানান, তাঁর প্রথম বেতন ছিল আড়াই হাজার থেকে তিন হাজার পাউন্ড ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী হলে তিনি কী কাজ করতে চান ৷ রাহুলের কথায়, শিক্ষাব্যবস্থার রূপান্তর, ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায় সহায়তা করা এবং কৃষক ও বেকার যুবক-সহ যারা দুর্বিষহ সময় কাটাচ্ছে তাঁদের রক্ষা করা ।

তিনি জানিয়েছেন, স্কুবা ডাইভিং, ফ্রি ডাইভিং, সাইক্লিং, মার্শাল আর্টস আইকিডো করতে ভালোবাসেন ৷ কলেজে থাকাকালীন বক্সিং করতেন তিনি ৷ এখন তিনি নিয়মিত মার্শাল আর্টস করেন ৷ বিছানার পাশে সবসময় রুদ্রাক্ষ থাকে ৷ আর ওয়ালেটে তিনি শিবের ছবি রাখেন ৷

আরও পড়ুন: 30 জানুয়ারি শ্রীনগরে শেষ হবে ভারত জোড়ো যাত্রা, জাতীয় পতাকা তুলবেন রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.