হায়দরাবাদ ও নয়াদিল্লি, 8 জানুয়ারি: বিলকিস বানো মামলায় 11 জন দোষীকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এই নিয়ে সোমবার তিনি তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধে ৷ তাঁর কথায়, বিলকিস বানোর অক্লান্ত সংগ্রাম অহংকারী বিজেপি সরকারের বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয়ের প্রতীক ।
এ দিনই এই মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই রায়ের বিষয়টি সামনে আসার কিছুক্ষণ পর সোশাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি লেখেন, "নির্বাচনী লাভের জন্য 'বিচারকে হত্যা' করার প্রবণতা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক । আজ সুপ্রিম কোর্টের রায় আবারও দেশকে বলে দিল কারা 'অপরাধীদের পৃষ্ঠপোষক' । বিলকিস বানোর অক্লান্ত সংগ্রাম অহংকারী বিজেপি সরকারের বিরুদ্ধে ন্যায়বিচারের বিজয়ের প্রতীক ।"
দোষী 11 জনকে মুক্তির বিরুদ্ধে বিলকিস বানো নিজে মামলা করেছিলেন ৷ পাশাপাশি একাধিক জনস্বার্থ মামলাও হয় ৷ সেই নিয়ে এ দিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিভি নাগরথানা ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছে ৷ সেখানে আদালত জানিয়েছে, যেখানে আইনের শাসন প্রয়োগ করা প্রয়োজন, সেখানে করুণা ও সহানুভূতির কোনও ভূমিকা নেই ৷
এই রায় নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে বিরোধীরা ৷ রাহুল গান্ধির পাশাপাশি এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধিও ৷ তিনি লিখেছেন, "অবশেষে ন্যায়বিচারের জয় হয়েছে । গুজরাত দাঙ্গার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানোর অভিযুক্তদের মুক্তি বাতিল করেছে সুপ্রিম কোর্ট । এই আদেশের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নারী-বিরোধী নীতির উপর পর্দা সরে গেল । এই আদেশের পর, বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে । বিলকিস বানোকে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার জন্য অভিনন্দন ।"
শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেড়াও । এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "গুজরাত সরকারের তরফে বিলকিস বানোর 11 জন ধর্ষকের মুক্তি করে দেওয়ার সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্টের রায় মহিলাদের প্রতি বিজেপির নির্মম অবহেলা প্রকাশ করে ! যারা এই অপরাধীদের বেআইনি মুক্তিতে সহায়তা করেছিল এবং যারা দোষীদের মালা পরিয়েছিল, তাদের মুখে এটি একটি থাপ্পর । ন্যায়বিচারকে বুলডোজ করে তাদের মিষ্টি খাওয়ানো হয়। ভারত ন্যায়বিচারের ক্ষেত্রে নির্যাতিতা বা অপরাধীর ধর্ম কিংবা বর্ণকে বাধা হতে দেবে না ৷"
আরও পড়ুন: