ETV Bharat / bharat

Rahul Gandhi: দেশে জনকেন্দ্রিক শাসনব্যবস্থা ফেরানোর পক্ষে সওয়াল রাহুল গান্ধির - কংগ্রেস

Rahul Gandhi on People Centric Governance: তেলেঙ্গানায় নির্বাচনী প্রচার চালানোর সময় এক আত্মঘাতী কৃষকের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর তিনি প্রতিশ্রুতি দেন যে তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার এলে গরিব মানুষের হয়ে সেই সরকার কাজ করবে ৷ পাশাপাশি তাঁর দাবি, দেশে জনকেন্দ্রিক শাসনব্যবস্থা ফেরানো প্রয়োজন ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 3:42 PM IST

নয়াদিল্লি, 11 নভেম্বর: মানুষের জন্য কাজ করবে, এমন সরকার প্রয়োজন হয়ে পড়েছে ভারতে ৷ এমনটাই মনে করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শনিবার তিনি জানিয়েছেন, আগে যেমন কেন্দ্রে জনগণের সরকার ছিল, তেমন সময় ফিরিয়ে আনা দরকার ৷ পাশাপাশি তিনি তেলেঙ্গানার বিআরএস সরকারেরও সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বিআরএস সরকার ৷

তেলেঙ্গানায় চলতি মাসের শেষে বিধানসভা নির্বাচন ৷ তাই সাম্প্রতিক সময়ে বারবার ওই রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন রাহুল গান্ধি ৷ সেই প্রচারের মাঝে তিনি এক কৃষক পরিবারে যান ৷ সেই পরিবারের এক সদস্য সম্প্রতি আত্মহত্যা করেছেন ৷ ওই পরিবারের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিয়ো তিনি ইউটিউবে আপলোডও করেছেন ৷

ওই ভিডিয়ো শেয়ার করে রাহুল গান্ধি জানিয়েছেন, "মহাত্মা গান্ধি একবার বলেছিলেন যে সবচেয়ে পিছনে যিনি থাকেন, তাঁর কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ তেমনই একজন ছিলেন কুমারী চন্দ্রায়ের ৷ বিআরএস সরকার তাঁকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে । তিনি তেলেঙ্গানার একজন ক্ষুদ্র কৃষক ছিলেন, চাহিদা মেটাতে সংগ্রাম করতেন এবং ঋণের ভারে চাপা পড়ে আত্মহত্যা করেছেন ৷ রেখে গিয়েছেন তাঁর ভালোবাসার পরিবারকে ৷"

রাহুল আরও বলেন, "যদি তাঁকে সঠিক সময়ে সরকারি সহায়তা দেওয়া হত, তবে তিনি এখনও বেঁচে থাকতেন এবং তার প্রিয়জনদের মধ্যে থাকতেন । বিআরএস ও বিজেপি তেলেঙ্গানার জনগণের চাহিদা মেটাতে অক্ষম ।" এর পর তিনি বলেছেন, "কংগ্রেস সরকার কি কোনও পার্থক্য করতে পারে ? অবশ্যই, হ্যাঁ পারে !"

তাঁর দাবি, কংগ্রেস সরকার বরাবর গরিবদের জন্য কাজ করে ৷ তাদের জীবনযাত্রা সহজ করে এমন প্রকল্প নিয়ে আসার নিশ্চিয়তা ৷ ঋণের বোঝা সংক্রান্ত যে বিষয়টি তিনি ওই আত্মঘাতী কৃষকের পরিবারের থেকে জানতে পেরেছে, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার এলে সেই পরিস্থিতিতে বদল ঘটবে ৷

তিনি আরও জানান, কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য মহালক্ষ্মী যোজনা চালু করবে ৷ ওই যোজনায় মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে ৷ এছাড়া মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হবে ৷ রান্নার গ্যাসের সিলিন্ডারও 500 টাকায় দেওয়া হবে ৷

রাহুলের আরও প্রতিশ্রুতি ঋতু ভরসা নামে আরও একটি প্রকল্প হবে ৷ সেই প্রকল্পে কৃষকদের বছরে 15 হাজার টাকা ও কৃষি শ্রমিকদের প্রতি বছর 12 হাজার টাকা করে দেওয়া হবে ৷ তিনি বলেন, "আমাদের লড়াই এখন আমাদের সমস্ত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা । ভারত জুড়ে জনকেন্দ্রিক শাসনের যুগ ফিরিয়ে আনার সময় এসেছে ৷’’

আরও পড়ুন:

  1. কাস্তে হাতে ধান কেটে কৃষক মডেলের পক্ষে সওয়াল রাহুলের
  2. তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-শুমারি হবে, প্রতিশ্রুতি রাহুলের
  3. তেলেঙ্গানায় কেসিআর সরকারের পতন হচ্ছে, আত্মবিশ্বাসী রাহুল

নয়াদিল্লি, 11 নভেম্বর: মানুষের জন্য কাজ করবে, এমন সরকার প্রয়োজন হয়ে পড়েছে ভারতে ৷ এমনটাই মনে করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ শনিবার তিনি জানিয়েছেন, আগে যেমন কেন্দ্রে জনগণের সরকার ছিল, তেমন সময় ফিরিয়ে আনা দরকার ৷ পাশাপাশি তিনি তেলেঙ্গানার বিআরএস সরকারেরও সমালোচনা করেছেন ৷ তাঁর দাবি, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বিআরএস সরকার ৷

তেলেঙ্গানায় চলতি মাসের শেষে বিধানসভা নির্বাচন ৷ তাই সাম্প্রতিক সময়ে বারবার ওই রাজ্যে গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন রাহুল গান্ধি ৷ সেই প্রচারের মাঝে তিনি এক কৃষক পরিবারে যান ৷ সেই পরিবারের এক সদস্য সম্প্রতি আত্মহত্যা করেছেন ৷ ওই পরিবারের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিয়ো তিনি ইউটিউবে আপলোডও করেছেন ৷

ওই ভিডিয়ো শেয়ার করে রাহুল গান্ধি জানিয়েছেন, "মহাত্মা গান্ধি একবার বলেছিলেন যে সবচেয়ে পিছনে যিনি থাকেন, তাঁর কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ তেমনই একজন ছিলেন কুমারী চন্দ্রায়ের ৷ বিআরএস সরকার তাঁকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে । তিনি তেলেঙ্গানার একজন ক্ষুদ্র কৃষক ছিলেন, চাহিদা মেটাতে সংগ্রাম করতেন এবং ঋণের ভারে চাপা পড়ে আত্মহত্যা করেছেন ৷ রেখে গিয়েছেন তাঁর ভালোবাসার পরিবারকে ৷"

রাহুল আরও বলেন, "যদি তাঁকে সঠিক সময়ে সরকারি সহায়তা দেওয়া হত, তবে তিনি এখনও বেঁচে থাকতেন এবং তার প্রিয়জনদের মধ্যে থাকতেন । বিআরএস ও বিজেপি তেলেঙ্গানার জনগণের চাহিদা মেটাতে অক্ষম ।" এর পর তিনি বলেছেন, "কংগ্রেস সরকার কি কোনও পার্থক্য করতে পারে ? অবশ্যই, হ্যাঁ পারে !"

তাঁর দাবি, কংগ্রেস সরকার বরাবর গরিবদের জন্য কাজ করে ৷ তাদের জীবনযাত্রা সহজ করে এমন প্রকল্প নিয়ে আসার নিশ্চিয়তা ৷ ঋণের বোঝা সংক্রান্ত যে বিষয়টি তিনি ওই আত্মঘাতী কৃষকের পরিবারের থেকে জানতে পেরেছে, তেলেঙ্গানায় কংগ্রেস সরকার এলে সেই পরিস্থিতিতে বদল ঘটবে ৷

তিনি আরও জানান, কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য মহালক্ষ্মী যোজনা চালু করবে ৷ ওই যোজনায় মহিলাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে ৷ এছাড়া মহিলাদের বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হবে ৷ রান্নার গ্যাসের সিলিন্ডারও 500 টাকায় দেওয়া হবে ৷

রাহুলের আরও প্রতিশ্রুতি ঋতু ভরসা নামে আরও একটি প্রকল্প হবে ৷ সেই প্রকল্পে কৃষকদের বছরে 15 হাজার টাকা ও কৃষি শ্রমিকদের প্রতি বছর 12 হাজার টাকা করে দেওয়া হবে ৷ তিনি বলেন, "আমাদের লড়াই এখন আমাদের সমস্ত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা । ভারত জুড়ে জনকেন্দ্রিক শাসনের যুগ ফিরিয়ে আনার সময় এসেছে ৷’’

আরও পড়ুন:

  1. কাস্তে হাতে ধান কেটে কৃষক মডেলের পক্ষে সওয়াল রাহুলের
  2. তেলেঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-শুমারি হবে, প্রতিশ্রুতি রাহুলের
  3. তেলেঙ্গানায় কেসিআর সরকারের পতন হচ্ছে, আত্মবিশ্বাসী রাহুল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.