ETV Bharat / bharat

Rahul to LS Secretariat: নিজের অধিকারের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়েই বাংলো ছাড়বেন, জানালেন রাহুল - উত্তর লোকসভার সচিবালয়ে পাঠিয়ে দিলেন রাহুল

রাহুল গান্ধিকে (Rahul Gandhi) সরকারি বাংলো খালি করতে বলেছে লোকসভার সচিবালয় ৷ মঙ্গলবার পালটা চিঠি দিয়ে রাহুল জানালেন যে তিনি আইন মেনেই বাংলো খালি করবেন ৷

Rahul to LS Secretariat
Rahul to LS Secretariat
author img

By

Published : Mar 28, 2023, 6:04 PM IST

নয়াদিল্লি, 28 মার্চ: সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধিকে তাঁর সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে লোকসভার সচিবালয় (LS Secretariat Notice to Rahul Gandhi) ৷ সোমবার সেই নির্দেশ দেওয়া হয়েছে রাহুলকে ৷ মঙ্গলবার এই নিয়ে নিজের উত্তর লোকসভার সচিবালয়ে পাঠিয়ে দিলেন রাহুল (Rahul Gandhi Reply to LS Secretariat) ৷ জানালেন, নিজের অধিকারের প্রতি কোনও পক্ষপাত না করেই 12, তুঘলক লেনের বাংলোটি ছেড়ে দেবেন ৷

এদিন রাহুলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে লোকসভার সচিবালয়ে, সেখানে লোকসভায় তাঁর চারবারের সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ মানুষের ভোটে যে তিনি সাংসদ হয়েছেন, সেটাও জানানো হয়েছে ৷ তার সঙ্গে উল্লেখ করা হয়েছে যে ওই সরকারি বাংলোয় কাটানো সময়ে রাহুলের অনেক স্মৃতিও রয়েছে ৷

ফৌজদারি মানহানি মামলায় দু’বছর কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ তাই তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ সাংসদ পদ খারিজ সংক্রান্ত একটি নোটিশও জারি করেছিল লোকসভার সচিবালয় ৷ সেই নোটিশ সরকারি যে সমস্ত দফতরে পাঠানো হয়, সেই তালিকায় লোকসভার আবাসন কমিটিও ছিল ৷ ওই কমিটিই সাংসদদের সরকারি বাংলো বরাদ্দ করে ৷ সোমবার ওই কমিটি তাঁর সরকারি বাংলোর বরাদ্দ বাতিল করে দেয় ৷ বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেয় ৷

রাহুলের সাজা হওয়ার পর থেকেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সরব ৷ রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে ৷ তার পর বাংলো খালি করার নোটিশ রাহুলকে দেওয়া হতেই ফের তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছে কংগ্রেস ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি বলেন, "তারা তাঁকে (রাহুল গান্ধি) দুর্বল করার জন্য সবকিছু করবে । তিনি তাঁর মায়ের থাকতে পারেন ৷ আমার কাছেও এসে থাকতে পারেন ৷ আমি হুমকি, ভয় দেখানো এবং অপমান করার জন্য সরকারের এই মনোভাবের নিন্দা জানাই ৷"

তিনি আরও বলেন, "গণতন্ত্রে আমরা তিন-চার মাস বাড়ি ছাড়াই বেশ কয়েকবার থেকেছি । ছয় মাস পর এই বাংলো পেয়েছি । মানুষ অন্যকে হেয় করার জন্য এসব করে । আমি এই মনোভাবের নিন্দা করি ।" কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসে কপিল সিবলও কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন: রাহুল ইস্যুতে তৃতীয় দিনও অব্যাহত কংগ্রেসের বিক্ষোভ, মশাল মার্চের পরিকল্পনা

নয়াদিল্লি, 28 মার্চ: সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর রাহুল গান্ধিকে তাঁর সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে লোকসভার সচিবালয় (LS Secretariat Notice to Rahul Gandhi) ৷ সোমবার সেই নির্দেশ দেওয়া হয়েছে রাহুলকে ৷ মঙ্গলবার এই নিয়ে নিজের উত্তর লোকসভার সচিবালয়ে পাঠিয়ে দিলেন রাহুল (Rahul Gandhi Reply to LS Secretariat) ৷ জানালেন, নিজের অধিকারের প্রতি কোনও পক্ষপাত না করেই 12, তুঘলক লেনের বাংলোটি ছেড়ে দেবেন ৷

এদিন রাহুলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে লোকসভার সচিবালয়ে, সেখানে লোকসভায় তাঁর চারবারের সদস্য হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ মানুষের ভোটে যে তিনি সাংসদ হয়েছেন, সেটাও জানানো হয়েছে ৷ তার সঙ্গে উল্লেখ করা হয়েছে যে ওই সরকারি বাংলোয় কাটানো সময়ে রাহুলের অনেক স্মৃতিও রয়েছে ৷

ফৌজদারি মানহানি মামলায় দু’বছর কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ তাই তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে (Rahul Gandhi Disqualification as MP) ৷ সাংসদ পদ খারিজ সংক্রান্ত একটি নোটিশও জারি করেছিল লোকসভার সচিবালয় ৷ সেই নোটিশ সরকারি যে সমস্ত দফতরে পাঠানো হয়, সেই তালিকায় লোকসভার আবাসন কমিটিও ছিল ৷ ওই কমিটিই সাংসদদের সরকারি বাংলো বরাদ্দ করে ৷ সোমবার ওই কমিটি তাঁর সরকারি বাংলোর বরাদ্দ বাতিল করে দেয় ৷ বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেয় ৷

রাহুলের সাজা হওয়ার পর থেকেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সরব ৷ রাহুলের সাংসদ পদ খারিজ হওয়ার পর সেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে ৷ তার পর বাংলো খালি করার নোটিশ রাহুলকে দেওয়া হতেই ফের তেড়েফুঁড়ে আক্রমণে নেমেছে কংগ্রেস ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন ৷ তিনি বলেন, "তারা তাঁকে (রাহুল গান্ধি) দুর্বল করার জন্য সবকিছু করবে । তিনি তাঁর মায়ের থাকতে পারেন ৷ আমার কাছেও এসে থাকতে পারেন ৷ আমি হুমকি, ভয় দেখানো এবং অপমান করার জন্য সরকারের এই মনোভাবের নিন্দা জানাই ৷"

তিনি আরও বলেন, "গণতন্ত্রে আমরা তিন-চার মাস বাড়ি ছাড়াই বেশ কয়েকবার থেকেছি । ছয় মাস পর এই বাংলো পেয়েছি । মানুষ অন্যকে হেয় করার জন্য এসব করে । আমি এই মনোভাবের নিন্দা করি ।" কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসে কপিল সিবলও কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেছেন ৷

আরও পড়ুন: রাহুল ইস্যুতে তৃতীয় দিনও অব্যাহত কংগ্রেসের বিক্ষোভ, মশাল মার্চের পরিকল্পনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.