ETV Bharat / bharat

ভ্যাকসিন ও অর্থনীতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা রাহুলের - টিকা নীতি

ভ্যাকসিন নীতি ও অর্থনীতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধি ৷ যেখানে ভারত সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রক কোনটি, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা ৷

rahul-gandhi-says-centres-most-efficient-ministry-is-of-lies-and-empty-slogans
‘‘মিথ্যে এবং ফাঁকা আওয়াজের গোপন মন্ত্রক’’, কেন্দ্রকে নিশানা রাহুলের
author img

By

Published : Jun 13, 2021, 3:16 PM IST

নয়াদিল্লি, 13 জুন : কেন্দ্রকে নিশানা করা জারি রয়েছে রাহুল বাণ ৷ রবিবার সকালে ফের একটি টুইটে ভারত সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা ৷ এবার কেন্দ্রের দক্ষ মন্ত্রক কোনটি তা জানতে চেয়েছেন রাহুল গান্ধি ৷ যার ব্যাঙ্গাত্বক জবাব তিনি, নিজেই দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘মিথ্যে এবং ফাঁকা আওয়াজের গোপন মন্ত্রক’’ ৷

এ দিন রাহুল গান্ধি তাঁর টুইটারে একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘‘ভারত সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রক কোনটা ? মিথ্যে এবং ফাঁকা আওয়াজের গোপন মন্ত্রক ৷’’ প্রসঙ্গত, কেন্দ্রকে নিশানা করেছেন এই কংগ্রেস নেতা ৷ যেখানে করোনার ভ্যাকসিন, জিএসটি (GST) ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নেন তিনি ৷ এমনকি গত শুক্রবার কংগ্রেসের তরফেও এই বিষয়গুলি নিয়ে মোদি সরকারের সমালোচনা করা হয় ৷

প্রসঙ্গত, কেন্দ্রের ভ্যাকসিন নীতির সমালোচনা করে রাহুল বলেন, ‘‘ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন যথেষ্ট নয় ৷ ভ্যাকসিন নিতে প্রত্যেক মানুষকে ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হচ্ছে ৷ যাঁদের কাছে ইন্টারনেট পরিষেবা নেই, তাঁদের সবার বাঁচার অধিকার রয়েছে ৷’’ এখানেই থামেননি তিনি ৷ অন্য একটি টুইটে রাহুল দেশের অর্থনীতি নিয়ে মোদি সরকারের সমালোচনা করেন ৷

  • - Which is GOI’s most efficient ministry?

    - The secret Ministry for Lies & Empty slogans

    — Rahul Gandhi (@RahulGandhi) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টিকা নীতির সমালোচনা, ব্লু টিক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

এ নিয়ে টুইটারে কংগ্রেস নেতা বলেন, ‘‘জিডিপি’র (GDP) পতন ঘটে চলেছে, বেকারত্ব বাড়ছে, জ্বালানির দাম আকাশ ছোঁয়া ৷’’ এই পরিস্থিতিতে রাহুল দাবি করেছেন, প্রত্যেক নাগরিককে নিজে থেকে ভ্য়াকসিনেশন সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিতে হবে ৷ সেই সঙ্গে যাঁদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তাঁরাও যাতে ভ্যাকসিন পান, সেই ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে ৷ কারণ সবার বাঁচার অধিকার আছে ৷

নয়াদিল্লি, 13 জুন : কেন্দ্রকে নিশানা করা জারি রয়েছে রাহুল বাণ ৷ রবিবার সকালে ফের একটি টুইটে ভারত সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা ৷ এবার কেন্দ্রের দক্ষ মন্ত্রক কোনটি তা জানতে চেয়েছেন রাহুল গান্ধি ৷ যার ব্যাঙ্গাত্বক জবাব তিনি, নিজেই দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘মিথ্যে এবং ফাঁকা আওয়াজের গোপন মন্ত্রক’’ ৷

এ দিন রাহুল গান্ধি তাঁর টুইটারে একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি প্রশ্ন করেছেন, ‘‘ভারত সরকারের সবচেয়ে দক্ষ মন্ত্রক কোনটা ? মিথ্যে এবং ফাঁকা আওয়াজের গোপন মন্ত্রক ৷’’ প্রসঙ্গত, কেন্দ্রকে নিশানা করেছেন এই কংগ্রেস নেতা ৷ যেখানে করোনার ভ্যাকসিন, জিএসটি (GST) ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নেন তিনি ৷ এমনকি গত শুক্রবার কংগ্রেসের তরফেও এই বিষয়গুলি নিয়ে মোদি সরকারের সমালোচনা করা হয় ৷

প্রসঙ্গত, কেন্দ্রের ভ্যাকসিন নীতির সমালোচনা করে রাহুল বলেন, ‘‘ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন যথেষ্ট নয় ৷ ভ্যাকসিন নিতে প্রত্যেক মানুষকে ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হচ্ছে ৷ যাঁদের কাছে ইন্টারনেট পরিষেবা নেই, তাঁদের সবার বাঁচার অধিকার রয়েছে ৷’’ এখানেই থামেননি তিনি ৷ অন্য একটি টুইটে রাহুল দেশের অর্থনীতি নিয়ে মোদি সরকারের সমালোচনা করেন ৷

  • - Which is GOI’s most efficient ministry?

    - The secret Ministry for Lies & Empty slogans

    — Rahul Gandhi (@RahulGandhi) June 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : টিকা নীতির সমালোচনা, ব্লু টিক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

এ নিয়ে টুইটারে কংগ্রেস নেতা বলেন, ‘‘জিডিপি’র (GDP) পতন ঘটে চলেছে, বেকারত্ব বাড়ছে, জ্বালানির দাম আকাশ ছোঁয়া ৷’’ এই পরিস্থিতিতে রাহুল দাবি করেছেন, প্রত্যেক নাগরিককে নিজে থেকে ভ্য়াকসিনেশন সেন্টারে গিয়ে ভ্যাকসিন নিতে হবে ৷ সেই সঙ্গে যাঁদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই তাঁরাও যাতে ভ্যাকসিন পান, সেই ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে ৷ কারণ সবার বাঁচার অধিকার আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.