হায়দরাবাদ, 17 অক্টোবর: তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন আগামী 30 নভেম্বর ৷ তার আগে বুধবার থেকে দক্ষিণ ভারতের এই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ রাহুলের সঙ্গেই আগামিকাল রাজ্যে আসার কথা প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷ এই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি রেবান্ত রেড্ডি জানিয়েছেন, বুধবার বিকেল 4টে নাগাদ অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে রামাপ্পা মন্দিরে যাবেন রাহুল-প্রিয়াঙ্কা ৷ সেখানে তাঁরা শিবের পুজো করবেন ৷
এদিনই মুলুগু ও ভূপালপল্লী এলাকায় দলের মহিলা সম্মেলনে ভাষণ দেবেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধি ৷ দ্বিতীয়দিন অর্থাৎ বৃহস্পতিবার করিমনগরে একটি বাস যাত্রায় যোগ দেবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল ৷ তবে বুধবার মহিলা সম্মেলনের শেষে দিল্লি ফিরে যাওয়ার কথা প্রিয়াঙ্কা গান্ধির ৷
এখনও পর্যন্ত রাহুল গান্ধির যে কর্মসূচির কথা জানা গিয়েছে সেই অনুযায়ী, সিঙ্গারেনি কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের সঙ্গেও দেখা করার কথা ওয়ানাডের এই সাংসদের ৷ 19 অক্টোবর পেড্ডাপল্লী ও করিমনগরে দুটি জনসভাতেও অংশ নেবেন রাহুল ৷ 20 তারিখ, অর্থাৎ শুক্রবার যোগিতালে কৃষকদের সঙ্গে দেখা করবেন রাহুল ৷ এছাড়াও সেদিন আর্মুর, নিজামাবাদ-সহ বেশকিছু অঞ্চলে দলীয় সভায় যোগ দেবেন তিনি ৷
আরও পড়ুন: স্পেস স্টেশন থেকে চাঁদে নভশ্চর প্রেরণ, মহাকাশ গবেষণা নিয়ে ভারতের লক্ষ্য বেঁধে দিলেন মোদি
উল্লেখ্য, আগামী 30 নভেম্বর এক দফায় বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ 119 আসন বিশিষ্ট তেলেঙ্গানার এবারের বিধানসভা ভোটে ভালো ফলের আশা করছে কংগ্রেস ৷ কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিআরএস সরকারকে এবার তারা এরাজ্য থেকে ক্ষমতাচ্যুত করবেন বলে আগেই আশা প্রকাশ করেছেন রাহুল গান্ধি ৷ কংগ্রেস নেতৃত্বও গতবারের তুলনায় এই রাজ্যে ভালো ফল ও বিআরএসকে টেক্কা দেওয়ার আশা করছে ৷ কয়েকমাস আগে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল জয় এখানে কংগ্রেসকর্মীদের মনোবলকে চাঙ্গাও করেছে ৷ তাই রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানাতেও ক্ষমতা দখলের লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস ৷