ETV Bharat / bharat

Rahul Gandhi's New Look: ছোট করে কাটানো চুল, ট্রিমড দাড়ি; সোশাল মিডিয়ায় ভাইরাল রাহুল গান্ধির নতুন লুক

ভাইরাল রাহুল গান্ধির নতুন লুকের ছবি (Rahul Gandhi's New Look) ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণে যোগ দিয়েছেন তিনি ৷ সেখানেই রাহুলের নতুন লুকের ছবি প্রকাশ হয়েছে ৷

Rahul Gandhi's New Look ETV BHARAT
Rahul Gandhi's New Look
author img

By

Published : Mar 1, 2023, 4:16 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ: ট্রিমড দাড়ি, ছোট করে কাটানো চুল ৷ নতুন লুকে সোশাল মিডিয়ায় ভাইরাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi New Look) ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে যোগ দেওয়ার আগে রাহুল গান্ধির এই নতুন লুক প্রকাশ্যে এসেছে ৷ ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুলের গালে বড় দাড়ি ও চুলের পাহাড় ছিল ৷ সেই লুক নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে ৷ সম্প্রতি সেই দাড়ি ছেঁটে ফেলেছেন কংগ্রেস নেতা ৷ চুলও ছোট করে কাটিয়েছেন ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা ৷

রাহুলের ভাইরাল হওয়া ছবিতে ছোট চুল, ট্রিমড দাড়ি এবং পরনে ছিল স্যুট ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ভাষণে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানে এক পড়ুয়া রাহুলের সঙ্গে সেলফি তুলছিলেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘অবশেষে রাহুল গান্ধি তাঁর দাড়ি ছাঁটলেন ৷’’ আবার আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘আইটি-র লোকেদের কাছে বড় কাজ এসে গিয়েছে ৷ টাই, শার্ট, কোর্ট সবকিছুর দাম জানতে হবে ৷’’ এমনকি রাহুল গান্ধির ভাষণ নিয়েও অনেক কাজ আছে বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি ৷

উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা’ ও পরবর্তী সময়ে সংসদের বাজেট অধিবেশনে রাহুলকে বড় দাড়ি রাখতে দেখা গিয়েছিল ৷ সঙ্গে সাদা টি-শার্ট ছিল রাহুলের ট্রেন্ডিং ফ্যাশান ৷ তা নিয়ে রাহুল গান্ধিকে মৃত তালিবান জঙ্গি সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ রাহুলকে দাড়ি কাটার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷

  • बड़ा काम या गया है आज आईटी सेल के पास. टाई, शर्ट, कोट सबके दाम पता करने हैं. समय कम है - अभी भाषण का वीडियो आयेगा तो उस पर भी काम करना है इनको. एडिट करके कुछ फर्जीवाड़ा भी करना है. बिलकुल भी डिस्टर्ब न करें आज इन्हे सांस लेने की फुर्सत नहीं है.😀#RahulGandhi pic.twitter.com/m71OtEMEGc

    — Prashant Tandon (@PrashantTandy) March 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ?

সে সময় রাহুলের টি-শার্টের দাম নিয়েও সমালোচনার ঝড় তুলেছিল গেরুয়া শিবিরের আইটি সেল ৷ বলা হয়েছিল রাহুল গান্ধি দারিদ্র্যতা নিয়ে কথা বলেন, আর নিজে 41 হাজার টাকার টি-শার্ট পড়েন ৷ রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-র উদ্দেশ্যকে বানচাল করতে এমনই নানান ইস্যুকে তুলে ধরেছিল বিজেপির আইটি সেল ৷ এবার রাহুলের নতুন লুকের খরচ, জামাকাপড়ের খরচ নিয়ে তারা গবেষণা করবে, এমনই নানান মিম সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

নয়াদিল্লি, 1 মার্চ: ট্রিমড দাড়ি, ছোট করে কাটানো চুল ৷ নতুন লুকে সোশাল মিডিয়ায় ভাইরাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi New Look) ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষণে যোগ দেওয়ার আগে রাহুল গান্ধির এই নতুন লুক প্রকাশ্যে এসেছে ৷ ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুলের গালে বড় দাড়ি ও চুলের পাহাড় ছিল ৷ সেই লুক নিয়ে দীর্ঘ চর্চা হয়েছে ৷ সম্প্রতি সেই দাড়ি ছেঁটে ফেলেছেন কংগ্রেস নেতা ৷ চুলও ছোট করে কাটিয়েছেন ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা ৷

রাহুলের ভাইরাল হওয়া ছবিতে ছোট চুল, ট্রিমড দাড়ি এবং পরনে ছিল স্যুট ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ভাষণে যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানে এক পড়ুয়া রাহুলের সঙ্গে সেলফি তুলছিলেন ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘‘অবশেষে রাহুল গান্ধি তাঁর দাড়ি ছাঁটলেন ৷’’ আবার আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘‘আইটি-র লোকেদের কাছে বড় কাজ এসে গিয়েছে ৷ টাই, শার্ট, কোর্ট সবকিছুর দাম জানতে হবে ৷’’ এমনকি রাহুল গান্ধির ভাষণ নিয়েও অনেক কাজ আছে বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি ৷

উল্লেখ্য, ‘ভারত জোড়ো যাত্রা’ ও পরবর্তী সময়ে সংসদের বাজেট অধিবেশনে রাহুলকে বড় দাড়ি রাখতে দেখা গিয়েছিল ৷ সঙ্গে সাদা টি-শার্ট ছিল রাহুলের ট্রেন্ডিং ফ্যাশান ৷ তা নিয়ে রাহুল গান্ধিকে মৃত তালিবান জঙ্গি সাদ্দাম হুসেনের সঙ্গে তুলনা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ রাহুলকে দাড়ি কাটার পরামর্শ দিয়েছিলেন তিনি ৷

  • बड़ा काम या गया है आज आईटी सेल के पास. टाई, शर्ट, कोट सबके दाम पता करने हैं. समय कम है - अभी भाषण का वीडियो आयेगा तो उस पर भी काम करना है इनको. एडिट करके कुछ फर्जीवाड़ा भी करना है. बिलकुल भी डिस्टर्ब न करें आज इन्हे सांस लेने की फुर्सत नहीं है.😀#RahulGandhi pic.twitter.com/m71OtEMEGc

    — Prashant Tandon (@PrashantTandy) March 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রার সাফল্যে খুশি কংগ্রেস, কিন্তু এরপর কী ?

সে সময় রাহুলের টি-শার্টের দাম নিয়েও সমালোচনার ঝড় তুলেছিল গেরুয়া শিবিরের আইটি সেল ৷ বলা হয়েছিল রাহুল গান্ধি দারিদ্র্যতা নিয়ে কথা বলেন, আর নিজে 41 হাজার টাকার টি-শার্ট পড়েন ৷ রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’-র উদ্দেশ্যকে বানচাল করতে এমনই নানান ইস্যুকে তুলে ধরেছিল বিজেপির আইটি সেল ৷ এবার রাহুলের নতুন লুকের খরচ, জামাকাপড়ের খরচ নিয়ে তারা গবেষণা করবে, এমনই নানান মিম সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.