ETV Bharat / bharat

বাংলায় কংগ্রেসের রণকৌশল কী হবে ! অধীরদের সঙ্গে বৈঠকে রাহুল-খাড়গেরা - কংগ্রেস

Rahul Gandhi meeting with MP Adhir Ranjan Chowdhury: জোট বৈঠকের আগেই কংগ্রেস-সিপিএম নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে কোন সমীকরণে তৃণমূল এগোতে চায় তাও একরকম খোলসা করে দিয়েছেন মমতা ৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে জোটের অন্যতম শরিক হিসাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলের সঙ্গে চললেও, রাজ্যে তারা কার্যত তৃণমূলের সংস্পর্শ এড়িয়ে চলতেই চাইছে ৷ এই আবহে মূলত কোন ফর্মুলায় আসন ভাগাভাগি করে রাজ্যে ভোটে লড়বে কংগ্রেস সেই নিয়েই এদিন রাজ্য কংগ্রেস নেতৃত্বের মতামত হাইকমান্ড জানতে চেয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:49 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: 'ইন্ডিয়া' জোটের বৈঠক শেষে এবার পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসল এআইসিসি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি-সহ সহ রাজ্য কংগ্রেসের তাবড় নেতাদের সঙ্গেই বুধবার বৈঠক করেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা ৷ আর সেই বৈঠক শেষে অধীর চৌধুরী বলেন, "পশ্চিমবঙ্গ থেকে আমাদের সমস্ত সিনিয়র নেতারা বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ আমাদের মতামত তুলে ধরেছি।"

জোট বৈঠকের আগেই কংগ্রেস-সিপিএম নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে কোন সমীকরণে তৃণমূল এগোতে চায় তাও একরকম খোলসা করে দিয়েছেন মমতা ৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে জোটের অন্যতম শরিক হিসাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলের সঙ্গে চললেও, রাজ্যে তারা কার্যত তৃণমূলের সংস্পর্শ এড়িয়ে চলতেই চাইছে ৷ এই আবহে মূলত কোন ফর্মুলায় আসন ভাগাভাগি করে রাজ্যে ভোটে লড়বে কংগ্রেস সেই নিয়েই এদিন রাজ্য কংগ্রেস নেতৃত্বের মতামত হাইকমান্ড জানতে চেয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷

মঙ্গলবার 'ইন্ডিয়া' জোটের বৈঠকে মূলত আসন ভাগাভাগির বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে সব পক্ষের মধ্যে যেখানে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরতে চেয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো ৷ তিনি নিজেই জানিয়েছেন, যদি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তবে তাঁর কোনও অসুবিধা নেই ৷ এমনকী তাঁর এই প্রস্তাবে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর এরপর এদিনই রাজ্য কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে এআইসিসির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও বৈঠকের বিষয়ে খওলসা করে কিছু না বললেও ঠারেঠোরে অধীর চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের অবসঅতান ঠিক কী, তা জানতে চেয়েছেন রাহুল গান্ধিরা ৷ আর সেই অনুযায়ী ভোটের ময়দানে তারা নামতে চাইছেন ৷ এদিন অধীর চৌধুরী বলেন, "কৌশলের বিষয়ে আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমাদের ধারণা এবং মতামত নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: 'ইন্ডিয়া' জোটের বৈঠক শেষে এবার পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসল এআইসিসি ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি-সহ সহ রাজ্য কংগ্রেসের তাবড় নেতাদের সঙ্গেই বুধবার বৈঠক করেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গেরা ৷ আর সেই বৈঠক শেষে অধীর চৌধুরী বলেন, "পশ্চিমবঙ্গ থেকে আমাদের সমস্ত সিনিয়র নেতারা বৈঠকে যোগ দিয়েছিলেন ৷ আমাদের মতামত তুলে ধরেছি।"

জোট বৈঠকের আগেই কংগ্রেস-সিপিএম নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে কোন সমীকরণে তৃণমূল এগোতে চায় তাও একরকম খোলসা করে দিয়েছেন মমতা ৷ এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে জোটের অন্যতম শরিক হিসাবে কংগ্রেস এবং বামেরা তৃণমূলের সঙ্গে চললেও, রাজ্যে তারা কার্যত তৃণমূলের সংস্পর্শ এড়িয়ে চলতেই চাইছে ৷ এই আবহে মূলত কোন ফর্মুলায় আসন ভাগাভাগি করে রাজ্যে ভোটে লড়বে কংগ্রেস সেই নিয়েই এদিন রাজ্য কংগ্রেস নেতৃত্বের মতামত হাইকমান্ড জানতে চেয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর ৷

মঙ্গলবার 'ইন্ডিয়া' জোটের বৈঠকে মূলত আসন ভাগাভাগির বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে সব পক্ষের মধ্যে যেখানে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরতে চেয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো ৷ তিনি নিজেই জানিয়েছেন, যদি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তবে তাঁর কোনও অসুবিধা নেই ৷ এমনকী তাঁর এই প্রস্তাবে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আর এরপর এদিনই রাজ্য কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে এআইসিসির বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ যদিও বৈঠকের বিষয়ে খওলসা করে কিছু না বললেও ঠারেঠোরে অধীর চৌধুরী বুঝিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের অবসঅতান ঠিক কী, তা জানতে চেয়েছেন রাহুল গান্ধিরা ৷ আর সেই অনুযায়ী ভোটের ময়দানে তারা নামতে চাইছেন ৷ এদিন অধীর চৌধুরী বলেন, "কৌশলের বিষয়ে আমাদের হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমাদের ধারণা এবং মতামত নেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.