ETV Bharat / bharat

Rahul Uddhav Meeting: মাতোশ্রীতে গিয়ে উদ্ধবের সঙ্গে রাহুলের বৈঠকের ইঙ্গিত রাউতের - লোকসভা নির্বাচন

মুম্বইয়ে মাতোশ্রীতে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন কংগ্রেসে রাহুল গান্ধি ৷ শুক্রবার তেমনই ইঙ্গিত দিয়েছেন উদ্ধব অনুগামী সঞ্জয় রাউত ৷

Rahul Uddhav Meeting
Rahul Uddhav Meeting
author img

By

Published : Apr 14, 2023, 1:04 PM IST

মুম্বই, 14 এপ্রিল: আর বছর খানেক পর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নীতিশ কুমার, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার-সহ আরও অনেকে ৷ এবার দিল্লি ছেড়ে বেরিয়ে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি নিতে পারেন রাহুল ৷ শুক্রবার শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র সাংসদ সঞ্জয় রাউত তেমনই ইঙ্গিত দিয়েছেন ৷

এদিন তিনি জানিয়েছেন, আগামী সোমবার কংগ্রেসের তরফে এক সাধারণ সম্পাদক মুম্বইয়ে আসছেন ৷ তিনি বৈঠক করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ সেখানেই রাহুল গান্ধি ও উদ্ধব ঠাকরের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে ৷ তবে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে গিয়েই রাহুল গান্ধি ওই বৈঠক করবেন ৷ সেখানে এই দুই দলের মধ্যে আগামীর রাজনৈতিক রূপরেখা চূড়ান্ত হবে ৷

প্রসঙ্গত, 1996 সালে এনডিএ তৈরির সময় থেকে বিজেপির সঙ্গেই ছিল শিবসেনা ৷ কিন্তু 2019 সালে সেই সম্পর্কে ভাঙন ধরে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার ইস্যুকে কেন্দ্র করে ৷ বিজেপির সঙ্গ ত্যাগ করে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে মহারাষ্ট্রের মসনদে বসেন বালাসাহেবের পুত্র ৷ কিন্তু গত বছর বিদ্রোহী একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রিত্ব দিয়ে উদ্ধবকে গদিছাড়া করে বিজেপি ৷ তৈরি হয় নতুন জোট সরকার ৷ সম্প্রতি শিবসেনার কর্তৃত্বও শিন্ডে গোষ্ঠীকে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ ফলে নতুন দল নিয়ে আপাতত বিরোধী জোটের সঙ্গেই রয়েছেন উদ্ধব ৷

তাই তাঁর অনুগামী তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত রোজ সকালে সাংবাদিক বৈঠক করে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ শুক্রবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি ৷ সেখানে এদিন তিনি বলেন, "আঞ্চলিক দল বা জাতীয় দলগুলি একত্রিত হতে শুরু করেছে । এটা আশার আলো দেখাচ্ছে ৷ এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে আমরা মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 40টিতে জিতব ।’’

এর পরই রাহুল ও উদ্ধবের মধ্যে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি সমালোচনা করেন বিজেপি নেতা ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ৷ তিনি বলেন, "আপনি সাড়ে 9টায় প্রেস কনফারেন্স করেন । না হলে আমি আপনার সাগর বাংলোর (ফড়নবীশের বাসভবন) বাইরে এসে প্রেস কনফারেন্স করব । এর মানে তাঁরা আমাদের ভয় পান । সে আপনারা যতই কাগজেকলমে শিবসেনাকে অন্য কাউকে দিয়ে দিন ৷’’ ফলে তাঁরাই যে আসল শিবসেনা, সেটাই বোঝাতে চেয়েছেন সঞ্জয় রাউত ৷

পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে আইন অনুযায়ী শাসন না করার, সংবিধান ও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করার অভিযোগ করেছেন ৷ উত্তরপ্রদেশে সরকারি মদতে মাফিয়া রাজ চলছে বলেও অভিযোগ করেছেন ৷ বৃহস্পতিবার ওই রাজ্যে যে এনকাউন্টার হয়েছে, সেই প্রসঙ্গেই তিনি এই কথা বলেছেন ৷

আরও পড়ুন: রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী 20 এপ্রিল নির্দেশ, জানাল সুরাতের আদালত

মুম্বই, 14 এপ্রিল: আর বছর খানেক পর লোকসভা নির্বাচন ৷ তার আগে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হওয়ার চেষ্টা করছে ৷ বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ-এর নীতিশ কুমার, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার-সহ আরও অনেকে ৷ এবার দিল্লি ছেড়ে বেরিয়ে বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি নিতে পারেন রাহুল ৷ শুক্রবার শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র সাংসদ সঞ্জয় রাউত তেমনই ইঙ্গিত দিয়েছেন ৷

এদিন তিনি জানিয়েছেন, আগামী সোমবার কংগ্রেসের তরফে এক সাধারণ সম্পাদক মুম্বইয়ে আসছেন ৷ তিনি বৈঠক করবেন উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ সেখানেই রাহুল গান্ধি ও উদ্ধব ঠাকরের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা হবে ৷ তবে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে গিয়েই রাহুল গান্ধি ওই বৈঠক করবেন ৷ সেখানে এই দুই দলের মধ্যে আগামীর রাজনৈতিক রূপরেখা চূড়ান্ত হবে ৷

প্রসঙ্গত, 1996 সালে এনডিএ তৈরির সময় থেকে বিজেপির সঙ্গেই ছিল শিবসেনা ৷ কিন্তু 2019 সালে সেই সম্পর্কে ভাঙন ধরে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার ইস্যুকে কেন্দ্র করে ৷ বিজেপির সঙ্গ ত্যাগ করে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে মহারাষ্ট্রের মসনদে বসেন বালাসাহেবের পুত্র ৷ কিন্তু গত বছর বিদ্রোহী একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রিত্ব দিয়ে উদ্ধবকে গদিছাড়া করে বিজেপি ৷ তৈরি হয় নতুন জোট সরকার ৷ সম্প্রতি শিবসেনার কর্তৃত্বও শিন্ডে গোষ্ঠীকে দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ ফলে নতুন দল নিয়ে আপাতত বিরোধী জোটের সঙ্গেই রয়েছেন উদ্ধব ৷

তাই তাঁর অনুগামী তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত রোজ সকালে সাংবাদিক বৈঠক করে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে ৷ শুক্রবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি ৷ সেখানে এদিন তিনি বলেন, "আঞ্চলিক দল বা জাতীয় দলগুলি একত্রিত হতে শুরু করেছে । এটা আশার আলো দেখাচ্ছে ৷ এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে আমরা মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 40টিতে জিতব ।’’

এর পরই রাহুল ও উদ্ধবের মধ্যে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি সমালোচনা করেন বিজেপি নেতা ও মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের ৷ তিনি বলেন, "আপনি সাড়ে 9টায় প্রেস কনফারেন্স করেন । না হলে আমি আপনার সাগর বাংলোর (ফড়নবীশের বাসভবন) বাইরে এসে প্রেস কনফারেন্স করব । এর মানে তাঁরা আমাদের ভয় পান । সে আপনারা যতই কাগজেকলমে শিবসেনাকে অন্য কাউকে দিয়ে দিন ৷’’ ফলে তাঁরাই যে আসল শিবসেনা, সেটাই বোঝাতে চেয়েছেন সঞ্জয় রাউত ৷

পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধে আইন অনুযায়ী শাসন না করার, সংবিধান ও কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করার অভিযোগ করেছেন ৷ উত্তরপ্রদেশে সরকারি মদতে মাফিয়া রাজ চলছে বলেও অভিযোগ করেছেন ৷ বৃহস্পতিবার ওই রাজ্যে যে এনকাউন্টার হয়েছে, সেই প্রসঙ্গেই তিনি এই কথা বলেছেন ৷

আরও পড়ুন: রাহুলের সাজায় স্থগিতাদেশ নিয়ে আগামী 20 এপ্রিল নির্দেশ, জানাল সুরাতের আদালত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.