ETV Bharat / bharat

Rahul Gandhi: ছত্তিশগড়ে কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে স্কুলে শিক্ষাদানের প্রতিশ্রুতি রাহুলের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Rahul Gandhi In Chhattisgarh: ছত্তিশগড় থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তিনি ছত্তিশগড়ে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিলেন ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 4:59 PM IST

Updated : Oct 28, 2023, 5:08 PM IST

রায়পুর, 28 অক্টোবর: কেজি থেকে পিজি (স্নাতকোত্তর স্তর) পর্যন্ত বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ছত্তিশগড়ে ভোটে জিতলে কংগ্রেস এই প্রতিশ্রুতি পালন করবে বলে তিনি জানিয়েছেন ৷ শনিবার দু’দিনের ছত্তিশগড় সফরের প্রথম দিনে ভানুপ্রতাপপুরে পৌঁছান রাহুল গান্ধি । সেখানে এক জনসভায় অংশ নেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

ওই জনসভায় তিনি দেশে কংগ্রেস দ্বারা পরিচালিত প্রকল্পগুলি উল্লেখ করেন ৷ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন । রাহুল গান্ধির সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেও, রাজ্যের ইনচার্জ কুমারী শৈলজা, বিধানসভার অধ্যক্ষ চরণ দাস মহন্তও ভানুপ্রতাপপুর পৌঁছেছেন। কাঙ্কের জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন ওই সভায় ।

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাহুলের অভিযোগ: ভানুপ্রতাপপুরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন । রাহুল বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করেন, তিনি কেবল আদানিজির জন্য করেন । কংগ্রেস যা করে, দেশের জন্য করে । গরিবদের জন্য করে৷ কৃষক ও মহিলাদের জন্য করে ।’’

কৃষক ও দরিদ্রদের টাকা আদানি খরচ করছে: রাহুল বলেন, ‘‘কৃষকদের কাছে যে টাকা আসে, তা গ্রামীণ অর্থনীতি তৈরি করে । আমরা কৃষকদের যে টাকা দিই, প্রধানমন্ত্রী মোদি সেই টাকা আদানিকে দেন । আদানি আমাদের দেশের গরিবদের টাকা দিয়ে বিদেশে বাড়ি কিনছে, জমি কিনছে ।’’

আরও পড়ুন: মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন নৌসেনাদের মুক্তির দাবিতে সরব কংগ্রেস

জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ: রাহুল গান্ধি আবারও জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছেন । তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে তিনি ওবিসি সরকার চালান ৷ কিন্তু জাতি শুমারির বিষয়ে উত্তর দিতে ভয় পান । রাহুলের আরও দাবি, দেশ চালাচ্ছেন মাত্র 90 জন, যার মধ্যে মাত্র তিনজন ওবিসি । ভারতের বাজেট 45 লক্ষ কোটি টাকা । এর মধ্যে বাজেটের মাত্র পাঁচ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নেন এই তিন কর্মকর্তা । ওবিসি-রা দেশের মেরুদণ্ড । দেশে 50 শতাংশেরও বেশি ওবিসি জনসংখ্যা রয়েছে ।

বনবাসী ও আদিবাসীদের অর্থ কী, বললেন রাহুল: রাহুল গান্ধির বক্তব্য, বিজেপি আদিবাসীদের-বনবাসী বলে । আদিবাসীদের বনবাসী বলা তাদের অপমান । এটা তাদের সংস্কৃতির অপমান । এটা তাদের জীবনযাপন পদ্ধতির অপমান । মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করলেন বিজেপি নেতা । আদিবাসীদের নিয়ে এটাই বিজেপির ভাবনা । কংগ্রেস আদিবাসীদের জন্য বিল আনে ৷ কিন্তু বিজেপি তা নষ্ট করে দিয়েছে ।

কোন্ডাগাঁওয়ে বড় সভা করবেন রাহুল গান্ধি: এর পর কোণ্ডাগাঁও যাবেন কংগ্রেস নেতারা । যেখানে রাহুলের সাধারণ সভা হবে ফার্সগাঁওয়ে । রবিবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ঘাঁটি রাজনন্দগাঁওয়ে রাহুল গান্ধির একটি বড় সভা অনুষ্ঠিত হবে । এই সময়ে রাহুল গান্ধি ছত্তিশগড়ের মানুষের জন্য বড় ঘোষণা করতে পারেন ।

আরও পড়ুন: ক্ষমতায় এলে মহিলাদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

বিজেপি শাসনে বস্তার জ্বলছিল: এদিকে সভায় পৌঁছানোর পরে প্রথমে কাঙ্কের জেলার তিনটি বিধানসভার কংগ্রেস প্রার্থীরা বক্তৃতা দেন । এরপর সমাবেশে ভাষণ দেন পিসিসি প্রধান দীপক বাইজ । বাইজ বলেন, ‘‘যখন থেকে ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠিত হয়েছে, আদিবাসী পরিবারগুলিতে সমৃদ্ধির নতুন গল্প লেখা হচ্ছে । আদিবাসীরা বনজ পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে । আগে যখন বস্তারে বিজেপি সরকার ছিল, তখন বস্তার জ্বলছিল ।’’

রমন সিং 15 বছর ধরে কেবল প্রতারণা করেছেন: ভানুপ্রতাপপুরে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপি ও রমন সিংকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন । মুখ্যমন্ত্রীর বক্তব্য, রমন সিং 15 বছর ধরে ছত্তিশগড় শাসন করেছেন ৷ কিন্তু পেসা আইনও প্রয়োগ করেননি । এমন কেউ নেই যাঁর সঙ্গে রমন সিং প্রতারণা করেননি । বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও অনেক অভিযোগ করেছেন । তাঁর দাবি, নরেন্দ্র মোদি সরকার গঠনের পরে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসার গল্প বলে জনগণকে প্রতারিত করেছেন । কিন্তু দেশের মানুষ কর্মসংস্থান পাননি৷ টাকাও পাননি ।

রাহুলকে বিজেপির অরুণ সাও-এর প্রশ্ন: রাহুল গান্ধির ছত্তিশগড় সফর ও নতুন ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । ছত্তিশগড় রাজ্য বিজেপির সভাপতি সাংসদ অরুণ সাও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসা করেছেন যে তিনি নতুন ঘোষণা করার আগে গত নির্বাচনে তাঁর ঘোষণার বিষয়ে ছত্তিশগড়ের জনগণকে জবাব দেবেন কি না !

তিনি রাহুল গান্ধিকে জিজ্ঞাসা করেছেন যে ছত্তিশগড়ে 200টি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কোথায় ? কেন প্রতিটি নকশাল প্রভাবিত পঞ্চায়েত 1 কোটি টাকা পায়নি ? মদ নিষিদ্ধ কেন কার্যকর হয়নি? কেন সবাই বিনামূল্যে চারটি গ্যাস সিলিন্ডার পেল না ? নারীদের 1500 টাকা পেনশন কোথায় ? কর্মচারীদের নিয়মিতকরণ কোথায় হয়েছে ? 5 বছর কেন শিক্ষার্থীরা বিনামূল্যে পরিবহণ পাননি ? কোথায় গেল বেকারদের 15 হাজার কোটি টাকা ? ভাতাও দেওয়া হয়নি, চাকরিও দেওয়া হয়নি ।

আরও পড়ুন: নির্বাচনমুখী পাঁচ রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস, আত্মবিশ্বাসী খাড়গে

রায়পুর, 28 অক্টোবর: কেজি থেকে পিজি (স্নাতকোত্তর স্তর) পর্যন্ত বিনামূল্যে পড়ানোর প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ ছত্তিশগড়ে ভোটে জিতলে কংগ্রেস এই প্রতিশ্রুতি পালন করবে বলে তিনি জানিয়েছেন ৷ শনিবার দু’দিনের ছত্তিশগড় সফরের প্রথম দিনে ভানুপ্রতাপপুরে পৌঁছান রাহুল গান্ধি । সেখানে এক জনসভায় অংশ নেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

ওই জনসভায় তিনি দেশে কংগ্রেস দ্বারা পরিচালিত প্রকল্পগুলি উল্লেখ করেন ৷ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন । রাহুল গান্ধির সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপ-মুখ্যমন্ত্রী টিএস সিংদেও, রাজ্যের ইনচার্জ কুমারী শৈলজা, বিধানসভার অধ্যক্ষ চরণ দাস মহন্তও ভানুপ্রতাপপুর পৌঁছেছেন। কাঙ্কের জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন ওই সভায় ।

প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে রাহুলের অভিযোগ: ভানুপ্রতাপপুরে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অনেক অভিযোগ করলেন । রাহুল বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করেন, তিনি কেবল আদানিজির জন্য করেন । কংগ্রেস যা করে, দেশের জন্য করে । গরিবদের জন্য করে৷ কৃষক ও মহিলাদের জন্য করে ।’’

কৃষক ও দরিদ্রদের টাকা আদানি খরচ করছে: রাহুল বলেন, ‘‘কৃষকদের কাছে যে টাকা আসে, তা গ্রামীণ অর্থনীতি তৈরি করে । আমরা কৃষকদের যে টাকা দিই, প্রধানমন্ত্রী মোদি সেই টাকা আদানিকে দেন । আদানি আমাদের দেশের গরিবদের টাকা দিয়ে বিদেশে বাড়ি কিনছে, জমি কিনছে ।’’

আরও পড়ুন: মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রাক্তন নৌসেনাদের মুক্তির দাবিতে সরব কংগ্রেস

জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ: রাহুল গান্ধি আবারও জাতি শুমারি নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করেছেন । তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে তিনি ওবিসি সরকার চালান ৷ কিন্তু জাতি শুমারির বিষয়ে উত্তর দিতে ভয় পান । রাহুলের আরও দাবি, দেশ চালাচ্ছেন মাত্র 90 জন, যার মধ্যে মাত্র তিনজন ওবিসি । ভারতের বাজেট 45 লক্ষ কোটি টাকা । এর মধ্যে বাজেটের মাত্র পাঁচ শতাংশ বিষয়ে সিদ্ধান্ত নেন এই তিন কর্মকর্তা । ওবিসি-রা দেশের মেরুদণ্ড । দেশে 50 শতাংশেরও বেশি ওবিসি জনসংখ্যা রয়েছে ।

বনবাসী ও আদিবাসীদের অর্থ কী, বললেন রাহুল: রাহুল গান্ধির বক্তব্য, বিজেপি আদিবাসীদের-বনবাসী বলে । আদিবাসীদের বনবাসী বলা তাদের অপমান । এটা তাদের সংস্কৃতির অপমান । এটা তাদের জীবনযাপন পদ্ধতির অপমান । মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করলেন বিজেপি নেতা । আদিবাসীদের নিয়ে এটাই বিজেপির ভাবনা । কংগ্রেস আদিবাসীদের জন্য বিল আনে ৷ কিন্তু বিজেপি তা নষ্ট করে দিয়েছে ।

কোন্ডাগাঁওয়ে বড় সভা করবেন রাহুল গান্ধি: এর পর কোণ্ডাগাঁও যাবেন কংগ্রেস নেতারা । যেখানে রাহুলের সাধারণ সভা হবে ফার্সগাঁওয়ে । রবিবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের ঘাঁটি রাজনন্দগাঁওয়ে রাহুল গান্ধির একটি বড় সভা অনুষ্ঠিত হবে । এই সময়ে রাহুল গান্ধি ছত্তিশগড়ের মানুষের জন্য বড় ঘোষণা করতে পারেন ।

আরও পড়ুন: ক্ষমতায় এলে মহিলাদের 10 হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

বিজেপি শাসনে বস্তার জ্বলছিল: এদিকে সভায় পৌঁছানোর পরে প্রথমে কাঙ্কের জেলার তিনটি বিধানসভার কংগ্রেস প্রার্থীরা বক্তৃতা দেন । এরপর সমাবেশে ভাষণ দেন পিসিসি প্রধান দীপক বাইজ । বাইজ বলেন, ‘‘যখন থেকে ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠিত হয়েছে, আদিবাসী পরিবারগুলিতে সমৃদ্ধির নতুন গল্প লেখা হচ্ছে । আদিবাসীরা বনজ পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে । আগে যখন বস্তারে বিজেপি সরকার ছিল, তখন বস্তার জ্বলছিল ।’’

রমন সিং 15 বছর ধরে কেবল প্রতারণা করেছেন: ভানুপ্রতাপপুরে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বিজেপি ও রমন সিংকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন । মুখ্যমন্ত্রীর বক্তব্য, রমন সিং 15 বছর ধরে ছত্তিশগড় শাসন করেছেন ৷ কিন্তু পেসা আইনও প্রয়োগ করেননি । এমন কেউ নেই যাঁর সঙ্গে রমন সিং প্রতারণা করেননি । বাঘেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও অনেক অভিযোগ করেছেন । তাঁর দাবি, নরেন্দ্র মোদি সরকার গঠনের পরে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসার গল্প বলে জনগণকে প্রতারিত করেছেন । কিন্তু দেশের মানুষ কর্মসংস্থান পাননি৷ টাকাও পাননি ।

রাহুলকে বিজেপির অরুণ সাও-এর প্রশ্ন: রাহুল গান্ধির ছত্তিশগড় সফর ও নতুন ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি । ছত্তিশগড় রাজ্য বিজেপির সভাপতি সাংসদ অরুণ সাও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে জিজ্ঞাসা করেছেন যে তিনি নতুন ঘোষণা করার আগে গত নির্বাচনে তাঁর ঘোষণার বিষয়ে ছত্তিশগড়ের জনগণকে জবাব দেবেন কি না !

তিনি রাহুল গান্ধিকে জিজ্ঞাসা করেছেন যে ছত্তিশগড়ে 200টি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানা কোথায় ? কেন প্রতিটি নকশাল প্রভাবিত পঞ্চায়েত 1 কোটি টাকা পায়নি ? মদ নিষিদ্ধ কেন কার্যকর হয়নি? কেন সবাই বিনামূল্যে চারটি গ্যাস সিলিন্ডার পেল না ? নারীদের 1500 টাকা পেনশন কোথায় ? কর্মচারীদের নিয়মিতকরণ কোথায় হয়েছে ? 5 বছর কেন শিক্ষার্থীরা বিনামূল্যে পরিবহণ পাননি ? কোথায় গেল বেকারদের 15 হাজার কোটি টাকা ? ভাতাও দেওয়া হয়নি, চাকরিও দেওয়া হয়নি ।

আরও পড়ুন: নির্বাচনমুখী পাঁচ রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস, আত্মবিশ্বাসী খাড়গে

Last Updated : Oct 28, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.