নয়াদিল্লি, 26 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে অমর জওয়ান জ্যোতির বিতর্ক খুঁচিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi highlights Amar Jawan Jyoti in Republic Day) ৷ এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি যে টুইট করেছেন, সেখানে তুলে ধরেছেন অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখার ছবি ৷
1971-এর যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে দীর্ঘ 50 বছর ধরে জ্বলতে থাকা অমর জওয়ান জ্যোতির (Rahul Gandhi on Amar Jawan Jyoti) অনির্বাণ অগ্নিশিখাকে নিভিয়ে সম্প্রতি সেই আগুন ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালেরের অগ্নিশিখার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ৷ ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন তৈরি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছিল গান্ধিদের নেতৃত্বাধীন কংগ্রেস ৷ সাধারণতন্ত্র দিবসে সেই বিতর্ককেই ফের খুঁচিয়ে দিলেন রাহুল গান্ধি ৷
তিনি সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটে (Rahul Gandhi Republic Day tweet) লিখেছেন, "1950 সালের সাধারণতন্ত্র দিবসে আমাদের দেশ আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক দিশায় প্রথম পদক্ষেপ করেছিল ৷ সত্য ও সাম্যের প্রথম পদক্ষেপকে কুর্নিশ জানাই ৷ গণতন্ত্র দিবসের শুভকামনা ৷ জয় হিন্দ ৷" শুভেচ্ছা বার্তায় অতীতে ফিরে গিয়েছেন রাগা ৷ এই টুইটের সঙ্গেই অমর জওয়ান জ্যোতির একটি ছবি পোস্ট করে তার উপর শুভ সাধারণতন্ত্র দিবস লিখেছেন তিনি ৷ কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে অমর জওয়ান জ্যোতির (Rahul Gandhi highlights Amar Jawan Jyoti in his Republic Day wish) আবেগকে উস্কে দিতেই তিনি এই ছবি পোস্ট করেছেন বলে মত রাজনীতিকদের ৷
-
1950 में गणतंत्र दिवस पर हमारे देश ने विश्वास के साथ सही दिशा में पहला क़दम बढ़ाया था। सत्य और समानता के उस पहले क़दम को नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
गणतंत्र दिवस की शुभकामनाएँ।
जय हिंद! pic.twitter.com/EA5ygwjwDD
">1950 में गणतंत्र दिवस पर हमारे देश ने विश्वास के साथ सही दिशा में पहला क़दम बढ़ाया था। सत्य और समानता के उस पहले क़दम को नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2022
गणतंत्र दिवस की शुभकामनाएँ।
जय हिंद! pic.twitter.com/EA5ygwjwDD1950 में गणतंत्र दिवस पर हमारे देश ने विश्वास के साथ सही दिशा में पहला क़दम बढ़ाया था। सत्य और समानता के उस पहले क़दम को नमन।
— Rahul Gandhi (@RahulGandhi) January 26, 2022
गणतंत्र दिवस की शुभकामनाएँ।
जय हिंद! pic.twitter.com/EA5ygwjwDD
গত 21 জানুয়ারি অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা নিভিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন রাহুল গান্ধি ৷ টুইটে তিনি লিখেছিলেন, "আমাদের বীর জওয়ানদের জন্য যে অমর জওয়ান জ্যোতি জ্বলত, তা আজ নিভিয়ে দেওয়া হবে ৷ খুবই দুঃখের ব্যাপার ৷ কিছু মানুষ দেশপ্রেম ও বলিদান বুঝতে পারে না ৷ কোনও ব্যাপার নয়...আমরা আমাদের সৈনিকদের জন্য অমর জওয়ান জ্যোতি আবার জ্বালাব ৷"