লখনউ, 6 অক্টোবর : লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেওয়া হল রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ এনিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ৷ সেখানেই রাহুলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া সীতাপুর পিএসি অফিসের অস্থায়ী কারাগারে বন্দি থাকা প্রিয়াঙ্কা গান্ধির (Priyanka Gandhi Vadra) সঙ্গেও তাঁকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে ।
মুখ্যমন্ত্রীর থেকে অনুমতি পাওয়ার পর এখন আর রাহুলকে উত্তরপ্রদেশ পুলিশ আটকাবে না ৷ লখনউ বিমানবন্দর থেকে তিনি সোজা সীতাপুরে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে যেতে পারবেন ৷ তাঁকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হবে ৷
জানা যাচ্ছে, কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশ সরকারের কাছে পাঁচজন নেতাকে সীতাপুরের পিএসি অফিসের কারাগারে আটক প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হয়েছিল ৷ সেই অনুমতি প্রথমে দেওয়া হয়নি ৷ তার মধ্যেই এদিন সকালে দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে রাহুল একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ সেখানে রাহুল জানান, তিনি ও আরও দুই মুখ্যমন্ত্রী আজ লখিমপুর খেরিতে যাচ্ছেন ৷ তারপরই রাহুলকে লখিমপুর খেরিতে যাওয়ার অনুমতি দেয় যোগী সরকার ৷
আরও পড়ুন : Priyanka Gandhi Vadra : 38 ঘণ্টা পার, বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে সরব প্রিয়ঙ্কা