ETV Bharat / bharat

Rajasthan Congress: আপাতত রাজস্থান জয়ই লক্ষ্য, রাহুলের আবেদনে আপাতত একত্রে কাজ করবেন গেহলত-পাইলট - অশোক গেহলত

সমাধান না মিললেও ভোটের স্বার্থে আপতত রাজস্থানে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও তাঁর প্রতিপক্ষ 'বিক্ষুব্ধ' সচিন পাইলট ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 30, 2023, 6:30 PM IST

নয়াদিল্লি, 30 মে: রাহুলের মধ্যস্থতায় আপাতত চিঁড়ে ভিজল ৷ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও তাঁর প্রতিপক্ষ 'বিক্ষুব্ধ' সচিন পাইলটকে নিয়ে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধি ৷ সূত্রের খবর, বৈঠকে রাহুল দুই নেতার কাছেই আবেদন করেছিলেন সংঘাতের পথ এড়িয়ে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিতে ৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুলের আবেদন মেনে আপাতত প্রকাশ্যে পরপস্পর বিরোধী কথা না-বলার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের এই দুই কংগ্রেস নেতা ৷ তবে তাঁদের মধ্যে বিবাদের মীমাংসা সূত্র খোঁজা যে খাড়গের জন্য আপাত একটি কঠিন কাজ হতে চলেছে মনে করছেন দলেরই নেতারা ৷

এই প্রসঙ্গে এআইসিসি এর তরফে রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত সুখজিন্দর সিং রনধাওয়া ইটিভি ভারতকে জানিয়েছেন, সমস্যা আপাত মিটে যাওয়ায় তাঁরা খুশি ৷ বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ৷ সূত্রের খবর, সোমবার প্রথমে গেহলত ও পাইলটের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন খাড়গে ৷ এরপর রাহুলের উপস্থিতিতেও কংগ্রেস সভাপতি কথা বলেন অশোক গেহলত ও সচিন পাইলটের সঙ্গে ৷

চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রাজস্থানে ৷ তবে সমাধান না-মিললেও আপাতত এই দুই নেতাই দলের স্বার্থে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে উড়ে গিয়েছেন রাহুল গান্ধি ৷ তার আগের দিন তিনি রাজস্থানের এই দুই নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন ৷ জানা গিয়েছে, গেহলত ও পাইলট দুজনের কেউই তাঁদের দাবি ও পুরনো অবস্থান থেকে সরে আসেননি ৷ কিন্তু রাহুল তাঁদের জানিয়েছেন, দল তাঁদের বিষয়টি খতিয়ে দেখবে কিন্তু তার আগে প্রয়োজন ভোটে জেতা ৷

আরও পড়ুন: গেহলট-পাইলট একসঙ্গে চলতে রাজি, দুই যুযুধানকে মানাতে সফল কংগ্রেস

কর্ণাটকের উদাহরণ দেখিয়ে রাহুল বৈঠকে জানান রাজস্থানে এই সময়ে দলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুল ও খাড়গের আবেদনে সাড়া দিয়ে আপাতত জয়ের লক্ষে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন গেহলত ও পাইলট ৷ তবে সমস্যা মেটাতে একাধিক ফর্মুলা কংগ্রেস সভাপতি খাড়গে খতিয়ে দেখছেন ৷ আসন্ন নির্বাচনের আগে পাইলটকে দলের প্রদেশ সভাপতি করা হবে নাকি প্রচার কমিটির প্রধান ও টিকিট বিলির দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা ৷ পাইলটপন্থীদের অভিযোগ, দলের সংগঠন নিয়ে এখন রাজস্থানে তাঁর মতামতের কোনও গুরুত্বই দেওয়া হয় না ৷ তাঁকে গেহলত কতটা জায়গা ছাড়েন তাও দেখতে চাইছেন সচিন ৷ বিজেপি আমলের দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেন, সেই বিষয়টিও দেখতে চান পাইলট ৷

নয়াদিল্লি, 30 মে: রাহুলের মধ্যস্থতায় আপাতত চিঁড়ে ভিজল ৷ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ও তাঁর প্রতিপক্ষ 'বিক্ষুব্ধ' সচিন পাইলটকে নিয়ে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধি ৷ সূত্রের খবর, বৈঠকে রাহুল দুই নেতার কাছেই আবেদন করেছিলেন সংঘাতের পথ এড়িয়ে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিতে ৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুলের আবেদন মেনে আপাতত প্রকাশ্যে পরপস্পর বিরোধী কথা না-বলার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের এই দুই কংগ্রেস নেতা ৷ তবে তাঁদের মধ্যে বিবাদের মীমাংসা সূত্র খোঁজা যে খাড়গের জন্য আপাত একটি কঠিন কাজ হতে চলেছে মনে করছেন দলেরই নেতারা ৷

এই প্রসঙ্গে এআইসিসি এর তরফে রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত সুখজিন্দর সিং রনধাওয়া ইটিভি ভারতকে জানিয়েছেন, সমস্যা আপাত মিটে যাওয়ায় তাঁরা খুশি ৷ বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা হবে ৷ সূত্রের খবর, সোমবার প্রথমে গেহলত ও পাইলটের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন খাড়গে ৷ এরপর রাহুলের উপস্থিতিতেও কংগ্রেস সভাপতি কথা বলেন অশোক গেহলত ও সচিন পাইলটের সঙ্গে ৷

চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রাজস্থানে ৷ তবে সমাধান না-মিললেও আপাতত এই দুই নেতাই দলের স্বার্থে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে উড়ে গিয়েছেন রাহুল গান্ধি ৷ তার আগের দিন তিনি রাজস্থানের এই দুই নেতার সঙ্গে দিল্লিতে বৈঠক করেন ৷ জানা গিয়েছে, গেহলত ও পাইলট দুজনের কেউই তাঁদের দাবি ও পুরনো অবস্থান থেকে সরে আসেননি ৷ কিন্তু রাহুল তাঁদের জানিয়েছেন, দল তাঁদের বিষয়টি খতিয়ে দেখবে কিন্তু তার আগে প্রয়োজন ভোটে জেতা ৷

আরও পড়ুন: গেহলট-পাইলট একসঙ্গে চলতে রাজি, দুই যুযুধানকে মানাতে সফল কংগ্রেস

কর্ণাটকের উদাহরণ দেখিয়ে রাহুল বৈঠকে জানান রাজস্থানে এই সময়ে দলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ কংগ্রেস সূত্রে খবর, রাহুল ও খাড়গের আবেদনে সাড়া দিয়ে আপাতত জয়ের লক্ষে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন গেহলত ও পাইলট ৷ তবে সমস্যা মেটাতে একাধিক ফর্মুলা কংগ্রেস সভাপতি খাড়গে খতিয়ে দেখছেন ৷ আসন্ন নির্বাচনের আগে পাইলটকে দলের প্রদেশ সভাপতি করা হবে নাকি প্রচার কমিটির প্রধান ও টিকিট বিলির দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা ৷ পাইলটপন্থীদের অভিযোগ, দলের সংগঠন নিয়ে এখন রাজস্থানে তাঁর মতামতের কোনও গুরুত্বই দেওয়া হয় না ৷ তাঁকে গেহলত কতটা জায়গা ছাড়েন তাও দেখতে চাইছেন সচিন ৷ বিজেপি আমলের দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ করেন, সেই বিষয়টিও দেখতে চান পাইলট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.