ETV Bharat / bharat

Rahul Drives Tractor: সোনিপথের গ্রামে ট্রাক্টর চালালেন রাহুল, রোপণ করলেন ধান

author img

By

Published : Jul 8, 2023, 12:14 PM IST

সোনিপথের সীমান্তবর্তী মদিনা গ্রামে রাহুল গান্ধি ৷ সেখানে কংগ্রেস নেতাকে ট্রাক্টর চালাতে দেখা গেল ৷ সেই সঙ্গে জমিতে ধানের চারা রোপণ করলেন তিনি ৷ শুনলেন গ্রামবাসীদের অভিযোগের কথাও ৷

Rahul Gandhi in Sonipat ETV BHARAT
Rahul Gandhi in Sonipat

সোনিপথ (হরিয়ানা), 8 জুলাই: সোনিপথে কুণ্ডলী সীমান্তের মদিনা গ্রামে ট্রাক্টর চালালেন রাহুল গান্ধি ৷ শুধু ট্রাক্টর চালালেন না, তাঁকে ধানের চারা রোপণ করতেও দেখা গিয়েছে ৷ রাহুল গান্ধির সেখানে পৌঁছানোর খবর পেতেই স্থানীয় কংগ্রেস বিধায়ক ইন্দুরাজ নারওয়াল এবং গোহানার বিধায়ক জগবীর সিং মদিনা গ্রামে পৌঁছন ৷ এমনকী কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হন ৷ গ্রামের এক কৃষকের ধানের জমিতেই তিনি ট্রাক্টর চালান এবং ধানের চারা রোপণ করেন ৷

জানা গিয়েছে, আজ সকালে দিল্লি থেকে সিমলার উদ্দেশে রওনা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কিন্তু, হরিয়ানার সোনিপথের বরোদা বিধানসভা এলাকায় পৌঁছাতেই, তিনি কর্মসূচিতে কিছুটা বদল করার সিদ্ধান্ত নেন ৷ তিনি মুরথাল হয়ে গোহানা চলে যান ৷ এরপর সকাল 7টা নাগাদ কুণ্ডলী সীমান্ত লাগোয়া মদিনা গ্রামে চলে যান রাহুল ৷ সেখানে পৌঁছে তিনি দেখেন, কৃষকরা মাঠে ধানের চারা রোপণের কাজ করছেন ৷ হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে তিনিও নেমে পড়েন কৃষকদের সঙ্গে ধান রোপণ করতে ৷ সেখানেই পাশে একটি জমিতে ট্রাক্টরে হাল চষা হচ্ছিল ৷ সেই ট্রাক্টরও চালান রাহুল ৷

রাহুল গান্ধি গ্রামে এসেছেন, শুনে আশেপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন ৷ কংগ্রেস নেতা তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন ৷ কৃষকদের এবং স্থানীয় মানুষজনের সমস্ত কথা শোনেন ৷ গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন তিনি ৷ উল্লেখ্য, মদিনা গ্রাম হরিয়ানার বরোদা বিধানসভার অন্তর্গত, সেখানকার বিধায়ক কংগ্রেসের ৷ রাহুল গান্ধির সেখানে পৌঁছনোর খবর পেয়েই বরোদার বিধায়ক ইন্দুরাজ নারওয়াল এবং পাশের বিধানসভা গোহানার কংগ্রেস বিধায়ক জগবীর সিং মদিনা গ্রামে যান ৷

আরও পড়ুন: ত্রাণশিবিরে যেতে বাধা, মণিপুরে রাহুলের কনভয় থামাল পুলিশ

গ্রামবাসীদের সমস্ত অভিযোগ ও সমস্যার কথা রাহুল বিধায়কদের জানান ৷ দ্রুত সেই সব সমস্যার সমাধান করতে বলেন রাহুল গান্ধি ৷ জানা গিয়েছে, তিনি এরপর সেখান থেকে গাড়িতে ফের সিমলার উদ্দেশে রওনা দেন ৷ উল্লেখ্য, এর আগেও রাহুলকে ট্রাক্টর চালাতে দেখা গিয়েছিল চণ্ডীগড়ে ৷ সেখান থেকে ট্রাক্টরে চড়ে আম্বালা পর্যন্ত যান তিনি ৷

সোনিপথ (হরিয়ানা), 8 জুলাই: সোনিপথে কুণ্ডলী সীমান্তের মদিনা গ্রামে ট্রাক্টর চালালেন রাহুল গান্ধি ৷ শুধু ট্রাক্টর চালালেন না, তাঁকে ধানের চারা রোপণ করতেও দেখা গিয়েছে ৷ রাহুল গান্ধির সেখানে পৌঁছানোর খবর পেতেই স্থানীয় কংগ্রেস বিধায়ক ইন্দুরাজ নারওয়াল এবং গোহানার বিধায়ক জগবীর সিং মদিনা গ্রামে পৌঁছন ৷ এমনকী কংগ্রেস নেতার সঙ্গে দেখা করতে গ্রামবাসীরাও সেখানে উপস্থিত হন ৷ গ্রামের এক কৃষকের ধানের জমিতেই তিনি ট্রাক্টর চালান এবং ধানের চারা রোপণ করেন ৷

জানা গিয়েছে, আজ সকালে দিল্লি থেকে সিমলার উদ্দেশে রওনা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ কিন্তু, হরিয়ানার সোনিপথের বরোদা বিধানসভা এলাকায় পৌঁছাতেই, তিনি কর্মসূচিতে কিছুটা বদল করার সিদ্ধান্ত নেন ৷ তিনি মুরথাল হয়ে গোহানা চলে যান ৷ এরপর সকাল 7টা নাগাদ কুণ্ডলী সীমান্ত লাগোয়া মদিনা গ্রামে চলে যান রাহুল ৷ সেখানে পৌঁছে তিনি দেখেন, কৃষকরা মাঠে ধানের চারা রোপণের কাজ করছেন ৷ হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে তিনিও নেমে পড়েন কৃষকদের সঙ্গে ধান রোপণ করতে ৷ সেখানেই পাশে একটি জমিতে ট্রাক্টরে হাল চষা হচ্ছিল ৷ সেই ট্রাক্টরও চালান রাহুল ৷

রাহুল গান্ধি গ্রামে এসেছেন, শুনে আশেপাশের এলাকার লোকজন সেখানে ভিড় করেন ৷ কংগ্রেস নেতা তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন ৷ কৃষকদের এবং স্থানীয় মানুষজনের সমস্ত কথা শোনেন ৷ গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন তিনি ৷ উল্লেখ্য, মদিনা গ্রাম হরিয়ানার বরোদা বিধানসভার অন্তর্গত, সেখানকার বিধায়ক কংগ্রেসের ৷ রাহুল গান্ধির সেখানে পৌঁছনোর খবর পেয়েই বরোদার বিধায়ক ইন্দুরাজ নারওয়াল এবং পাশের বিধানসভা গোহানার কংগ্রেস বিধায়ক জগবীর সিং মদিনা গ্রামে যান ৷

আরও পড়ুন: ত্রাণশিবিরে যেতে বাধা, মণিপুরে রাহুলের কনভয় থামাল পুলিশ

গ্রামবাসীদের সমস্ত অভিযোগ ও সমস্যার কথা রাহুল বিধায়কদের জানান ৷ দ্রুত সেই সব সমস্যার সমাধান করতে বলেন রাহুল গান্ধি ৷ জানা গিয়েছে, তিনি এরপর সেখান থেকে গাড়িতে ফের সিমলার উদ্দেশে রওনা দেন ৷ উল্লেখ্য, এর আগেও রাহুলকে ট্রাক্টর চালাতে দেখা গিয়েছিল চণ্ডীগড়ে ৷ সেখান থেকে ট্রাক্টরে চড়ে আম্বালা পর্যন্ত যান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.