ETV Bharat / bharat

Rahul Gandhi on Covid Compensation: করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান এবং পরিবারগুলিকে আর্থিক সাহায্যের দাবি রাহুলের - করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য় প্রদানের দাবি রাহুল গান্ধির

করোনায় মৃতদের পরিবারগুলিকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য় দেওয়া নিয়ে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi Criticise Central Over Covid Compenstion) ৷ সেই সঙ্গে দেশে করোনায় আক্রান্তদের মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করার দাবি জানিয়েছেন রাহুল (Credible Data Needed on Covid 19 Deaths) ৷

Rahul Gandhi on Covid Compensation
করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান এবং পরিবারগুলিকে আর্থিক সাহায্য দাবি রাহুলের
author img

By

Published : Nov 24, 2021, 3:09 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর : করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান পেশ করার দাবি জানিয়ে বিজেপির ‘গুজরাত মডেল’কে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ যেখানে করোনায় মৃতদের পরিবারগুলি তাঁদের সেই সময়ের এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন ৷ রাহুল তাঁর ওই টুইটে দাবি জানিয়েছেন, কেন্দ্র করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করুক এবং প্রতিটি পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করুক, যাঁরা তাঁদের প্রিয়জনকে করোনা অতিমারির কারণে হারিয়েছেন ৷

গুজরাতে করোনায় মৃতদের পরিবারের ভিডিয়ো প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, এই পরিবারগুলি সেই সময় সরকারের থেকে কোনওরকম সাহায্য পায়নি ৷ আর এই অভিযোগেই গুজরাত মডেলকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Gujrata Model) ৷ যে মডেলকে গোটা দেশে সেরা বলে দাবি করে বিজেপি ৷ রাহুল তাঁর করা টুইটে লিখেছেন, ‘‘কংগ্রেস পার্টির দু’টি দাবি রয়েছে ৷ যা হল, করোনা মৃত্যু নিয়ে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা এবং করোনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে (Credible Data Needed on Covid 19 Deaths) ৷ সরকারকে ওই মানুষগুলির যন্ত্রণা কমাতে হবে এবং তাঁরা যেন অবশ্যই আর্থিক সাহায্য পান ৷ #4 লাখ দিতে হবে ৷’’

আরও পড়ুন : COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের

রাহুল গান্ধির বক্তব্য-সহ ওই সাড়ে চার মিনিটের ভিডিয়ো ‘কংগ্রেসের নতুন প্রচার’ এর অংশ ৷ যেখানে রাহুল বলেন, ‘‘গুজরাত মডেল নিয়ে অনেক কথা হয় ৷ কিন্তু, যে পরিবারগুলির সঙ্গে তারা কথা বলেছেন ৷ সেই পরিবারগুলি করোনার সময়ে না হাসপাতালে বেড পেয়েছিলেন না ভেন্টিলেটরের সুবিধা পেয়েছে ৷’’ গুজরাত সরকারের ভূমিকা নিয়ে ওই ভিডিয়োতে প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি বলেন, ‘‘যখন হাসপাতালে পরিবারগুলিকে সাহায্য় করার প্রয়োজন ছিল, তখন আপনারা সেখানে ছিলেন না ৷ যখন পরিবারগুলি 10-15 লক্ষ টাকা হাসপাতালে খরচ করল এবং নিজেদের প্রিয়জনদের হারাল ৷ আপনারা সেই সময়ও সেখানে উপস্থিত ছিলেন না তাঁদের আর্থিক সাহায্য় করার জন্য (Rahul Gandhi on Covid Compensation) ৷ কী ধরনের সরকার এটা ?’’

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাহুল এও অভিযোগ করেছেন, গুজরাত সরকার দাবি করেছে সে রাজ্যে করোনায় 10 হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু, সত্যিটা হল অন্তত 3 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, কংগ্রেস কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন ৷ এর পরেই কেন্দ্র তথা নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Central Over Covid Compenstion) ৷ রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে 8 হাজার 500 কোটি টাকা রয়েছে বিমান কেনার জন্য ৷ কিন্তু, সরকারের কাছে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য টাকা নেই ৷’’

এর পরেই দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন রাহুল ৷ তাঁর অভিযোগ, গুটিকয়েক শিল্পপতির হাতে দেশকে তুলে দেওয়া হয়েছে এবং করোনার সময় লক্ষ কোটি টাকার আয়কর থেকে ছাড় দেওয়া হয়েছে ৷ কিন্তু, ভারতে করোনায় মৃতদের গরিব পরিবারগুলিকে সাহায্য় করা হচ্ছে না ৷

নয়াদিল্লি, 24 নভেম্বর : করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান পেশ করার দাবি জানিয়ে বিজেপির ‘গুজরাত মডেল’কে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ যেখানে করোনায় মৃতদের পরিবারগুলি তাঁদের সেই সময়ের এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন ৷ রাহুল তাঁর ওই টুইটে দাবি জানিয়েছেন, কেন্দ্র করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করুক এবং প্রতিটি পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করুক, যাঁরা তাঁদের প্রিয়জনকে করোনা অতিমারির কারণে হারিয়েছেন ৷

গুজরাতে করোনায় মৃতদের পরিবারের ভিডিয়ো প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, এই পরিবারগুলি সেই সময় সরকারের থেকে কোনওরকম সাহায্য পায়নি ৷ আর এই অভিযোগেই গুজরাত মডেলকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Gujrata Model) ৷ যে মডেলকে গোটা দেশে সেরা বলে দাবি করে বিজেপি ৷ রাহুল তাঁর করা টুইটে লিখেছেন, ‘‘কংগ্রেস পার্টির দু’টি দাবি রয়েছে ৷ যা হল, করোনা মৃত্যু নিয়ে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা এবং করোনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে (Credible Data Needed on Covid 19 Deaths) ৷ সরকারকে ওই মানুষগুলির যন্ত্রণা কমাতে হবে এবং তাঁরা যেন অবশ্যই আর্থিক সাহায্য পান ৷ #4 লাখ দিতে হবে ৷’’

আরও পড়ুন : COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের

রাহুল গান্ধির বক্তব্য-সহ ওই সাড়ে চার মিনিটের ভিডিয়ো ‘কংগ্রেসের নতুন প্রচার’ এর অংশ ৷ যেখানে রাহুল বলেন, ‘‘গুজরাত মডেল নিয়ে অনেক কথা হয় ৷ কিন্তু, যে পরিবারগুলির সঙ্গে তারা কথা বলেছেন ৷ সেই পরিবারগুলি করোনার সময়ে না হাসপাতালে বেড পেয়েছিলেন না ভেন্টিলেটরের সুবিধা পেয়েছে ৷’’ গুজরাত সরকারের ভূমিকা নিয়ে ওই ভিডিয়োতে প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি বলেন, ‘‘যখন হাসপাতালে পরিবারগুলিকে সাহায্য় করার প্রয়োজন ছিল, তখন আপনারা সেখানে ছিলেন না ৷ যখন পরিবারগুলি 10-15 লক্ষ টাকা হাসপাতালে খরচ করল এবং নিজেদের প্রিয়জনদের হারাল ৷ আপনারা সেই সময়ও সেখানে উপস্থিত ছিলেন না তাঁদের আর্থিক সাহায্য় করার জন্য (Rahul Gandhi on Covid Compensation) ৷ কী ধরনের সরকার এটা ?’’

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাহুল এও অভিযোগ করেছেন, গুজরাত সরকার দাবি করেছে সে রাজ্যে করোনায় 10 হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু, সত্যিটা হল অন্তত 3 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, কংগ্রেস কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন ৷ এর পরেই কেন্দ্র তথা নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Central Over Covid Compenstion) ৷ রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে 8 হাজার 500 কোটি টাকা রয়েছে বিমান কেনার জন্য ৷ কিন্তু, সরকারের কাছে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য টাকা নেই ৷’’

এর পরেই দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন রাহুল ৷ তাঁর অভিযোগ, গুটিকয়েক শিল্পপতির হাতে দেশকে তুলে দেওয়া হয়েছে এবং করোনার সময় লক্ষ কোটি টাকার আয়কর থেকে ছাড় দেওয়া হয়েছে ৷ কিন্তু, ভারতে করোনায় মৃতদের গরিব পরিবারগুলিকে সাহায্য় করা হচ্ছে না ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.