নয়াদিল্লি, 24 নভেম্বর : করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান পেশ করার দাবি জানিয়ে বিজেপির ‘গুজরাত মডেল’কে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ টুইটারে এ নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ যেখানে করোনায় মৃতদের পরিবারগুলি তাঁদের সেই সময়ের এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন ৷ রাহুল তাঁর ওই টুইটে দাবি জানিয়েছেন, কেন্দ্র করোনায় মৃতদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করুক এবং প্রতিটি পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করুক, যাঁরা তাঁদের প্রিয়জনকে করোনা অতিমারির কারণে হারিয়েছেন ৷
গুজরাতে করোনায় মৃতদের পরিবারের ভিডিয়ো প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, এই পরিবারগুলি সেই সময় সরকারের থেকে কোনওরকম সাহায্য পায়নি ৷ আর এই অভিযোগেই গুজরাত মডেলকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Gujrata Model) ৷ যে মডেলকে গোটা দেশে সেরা বলে দাবি করে বিজেপি ৷ রাহুল তাঁর করা টুইটে লিখেছেন, ‘‘কংগ্রেস পার্টির দু’টি দাবি রয়েছে ৷ যা হল, করোনা মৃত্যু নিয়ে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা এবং করোনায় মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা আর্থিক সাহায্য করতে হবে (Credible Data Needed on Covid 19 Deaths) ৷ সরকারকে ওই মানুষগুলির যন্ত্রণা কমাতে হবে এবং তাঁরা যেন অবশ্যই আর্থিক সাহায্য পান ৷ #4 লাখ দিতে হবে ৷’’
আরও পড়ুন : COVID Compensation : কোভিডে মৃতদের আর্থিক সাহায্যের গাইডলাইন তৈরিতে কেন্দ্রকে বাড়তি সময় সুপ্রিম কোর্টের
রাহুল গান্ধির বক্তব্য-সহ ওই সাড়ে চার মিনিটের ভিডিয়ো ‘কংগ্রেসের নতুন প্রচার’ এর অংশ ৷ যেখানে রাহুল বলেন, ‘‘গুজরাত মডেল নিয়ে অনেক কথা হয় ৷ কিন্তু, যে পরিবারগুলির সঙ্গে তারা কথা বলেছেন ৷ সেই পরিবারগুলি করোনার সময়ে না হাসপাতালে বেড পেয়েছিলেন না ভেন্টিলেটরের সুবিধা পেয়েছে ৷’’ গুজরাত সরকারের ভূমিকা নিয়ে ওই ভিডিয়োতে প্রশ্ন তুলেছেন রাহুল ৷ তিনি বলেন, ‘‘যখন হাসপাতালে পরিবারগুলিকে সাহায্য় করার প্রয়োজন ছিল, তখন আপনারা সেখানে ছিলেন না ৷ যখন পরিবারগুলি 10-15 লক্ষ টাকা হাসপাতালে খরচ করল এবং নিজেদের প্রিয়জনদের হারাল ৷ আপনারা সেই সময়ও সেখানে উপস্থিত ছিলেন না তাঁদের আর্থিক সাহায্য় করার জন্য (Rahul Gandhi on Covid Compensation) ৷ কী ধরনের সরকার এটা ?’’
আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
-
कांग्रेस पार्टी की दो माँग हैं-
— Rahul Gandhi (@RahulGandhi) November 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1. कोविड मृतकों के सही आँकड़े बताए जायें।
2. अपने प्रियजनों को कोविड में खो चुके परिवारों को चार लाख हरजाना दिया जाए।
सरकार हो तो जनता का दुख दूर करना होगा,
हरजाना मिलना चाहिए, #4LakhDenaHoga pic.twitter.com/aEPO7XVxyJ
">कांग्रेस पार्टी की दो माँग हैं-
— Rahul Gandhi (@RahulGandhi) November 24, 2021
1. कोविड मृतकों के सही आँकड़े बताए जायें।
2. अपने प्रियजनों को कोविड में खो चुके परिवारों को चार लाख हरजाना दिया जाए।
सरकार हो तो जनता का दुख दूर करना होगा,
हरजाना मिलना चाहिए, #4LakhDenaHoga pic.twitter.com/aEPO7XVxyJकांग्रेस पार्टी की दो माँग हैं-
— Rahul Gandhi (@RahulGandhi) November 24, 2021
1. कोविड मृतकों के सही आँकड़े बताए जायें।
2. अपने प्रियजनों को कोविड में खो चुके परिवारों को चार लाख हरजाना दिया जाए।
सरकार हो तो जनता का दुख दूर करना होगा,
हरजाना मिलना चाहिए, #4LakhDenaHoga pic.twitter.com/aEPO7XVxyJ
রাহুল এও অভিযোগ করেছেন, গুজরাত সরকার দাবি করেছে সে রাজ্যে করোনায় 10 হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ৷ কিন্তু, সত্যিটা হল অন্তত 3 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তিনি দাবি করেছেন, কংগ্রেস কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহ করেছেন ৷ এর পরেই কেন্দ্র তথা নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন (Rahul Gandhi Criticise Central Over Covid Compenstion) ৷ রাহুল বলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে 8 হাজার 500 কোটি টাকা রয়েছে বিমান কেনার জন্য ৷ কিন্তু, সরকারের কাছে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য টাকা নেই ৷’’
এর পরেই দেশের অর্থনীতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন রাহুল ৷ তাঁর অভিযোগ, গুটিকয়েক শিল্পপতির হাতে দেশকে তুলে দেওয়া হয়েছে এবং করোনার সময় লক্ষ কোটি টাকার আয়কর থেকে ছাড় দেওয়া হয়েছে ৷ কিন্তু, ভারতে করোনায় মৃতদের গরিব পরিবারগুলিকে সাহায্য় করা হচ্ছে না ৷