নয়াদিল্লি, 18 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর বিরোধিতায় উত্তাল গোটা দেশ ৷ তারই মধ্য়ে শনিবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর সরকারকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তিনি বলেন, যেভাবে নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেভাবেই অগ্নিপথ প্রকল্পও তাঁর বাতিল করা উচিত ৷ রাহুলের অভিযোগ, গত আট বছর ধরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার (BJP Government) 'জয় জওয়ান, জয় কিষান'-এর মূল্যবোধকে 'অপমানিত' করেছে ৷
প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় তেলাঙ্গানার (Telangana) সেকেন্দ্রাবাদেও (Secunderabad) অশান্তি ছড়ায় ৷ ট্রেনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা ৷ বহু সরকারি এবং ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয় ৷ শুক্রবার সেকেন্দ্রাবাদের হাইওয়ে এবং রেল স্টেশনগুলি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ৷ এরই প্রেক্ষিতে হিন্দিতে একটি টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, "আমি এর আগেও কৃষি আইন বাতিল করতে বলেছিলাম ৷ ঠিক একইভাবে দেশের যুব সমাজের দাবি মেনে তাঁকে (নরেন্দ্র মোদিকে) 'মাফিবীর' হতে হবে এবং 'অগ্নিপথ' প্রকল্প প্রত্যাহার করতে হবে ৷"
আরও পড়ুন: Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের
-
8 सालों से लगातार भाजपा सरकार ने ‘जय जवान, जय किसान' के मूल्यों का अपमान किया है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
मैंने पहले भी कहा था कि प्रधानमंत्री जी को काले कृषि कानून वापस लेने पड़ेंगे।
ठीक उसी तरह उन्हें ‘माफ़ीवीर' बनकर देश के युवाओं की बात माननी पड़ेगी और 'अग्निपथ' को वापस लेना ही पड़ेगा।
">8 सालों से लगातार भाजपा सरकार ने ‘जय जवान, जय किसान' के मूल्यों का अपमान किया है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2022
मैंने पहले भी कहा था कि प्रधानमंत्री जी को काले कृषि कानून वापस लेने पड़ेंगे।
ठीक उसी तरह उन्हें ‘माफ़ीवीर' बनकर देश के युवाओं की बात माननी पड़ेगी और 'अग्निपथ' को वापस लेना ही पड़ेगा।8 सालों से लगातार भाजपा सरकार ने ‘जय जवान, जय किसान' के मूल्यों का अपमान किया है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2022
मैंने पहले भी कहा था कि प्रधानमंत्री जी को काले कृषि कानून वापस लेने पड़ेंगे।
ठीक उसी तरह उन्हें ‘माफ़ीवीर' बनकर देश के युवाओं की बात माननी पड़ेगी और 'अग्निपथ' को वापस लेना ही पड़ेगा।
গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করা হয় ৷ তাতে বলা হয়, 17 থেকে 21 বছর বয়সি তরুণ-তরুণীদের চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীতে নিয়োগ করা হবে ৷ তাঁদের বলা হবে 'অগ্নিবীর' ৷ চার বছর পর যোগ্যতার বিচারে সর্বোচ্চ 25 শতাংশ অগ্নিবীর স্থায়ীভাবে বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন ৷ বাকিদের প্রায় 11-12 লক্ষ টাকা দিয়ে অবসরে পাঠানো হবে ৷
কেন্দ্রের দাবি, এই প্রকল্পের মাধ্যমে যুবসমাজ উপকৃত হবে ৷ কিন্তু, যে তরুণরা সেনায় ভর্তি হওয়ার জন্য এত বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করেন ৷ রাস্তায় নেমে শুরু হয় প্রতিবাদ ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে তা হিংসাত্মক হয়ে ওঠে ৷ প্রবল বিরোধিতার মুখে অগ্নিপথ প্রকল্পে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর থেকে বাড়িয়ে 23 বছর করা হয় ৷ কিন্তু, তারপরও অসন্তোষ প্রশমিত হয়নি ৷ সার্বিকভাবে এই প্রকল্প প্রত্যাহারের দাবি উঠেছে ৷