ETV Bharat / bharat

Rahul Gandhi on closing down MSME : করোনার গ্রাসে বন্ধ একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা, কেন্দ্রকে তোপ রাহুলের

কোভিড আবহে 2020 অগস্টে দেশের 32টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 5,774 ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থার উপর একটি সমীক্ষা চালানো হয় (National Small Industries Corporation Limited has conducted an survey in August 2020, covering around 5,774 MSMES in 32 States and UTs) ৷ সেখানে দেখা যায় 91 শতাংশ কার্যকর থাকলেও নয় শতাংশ এমএসএমই বন্ধ হয়ে গিয়েছে

Rahul Gandhi on closing down MSME
করোনার গ্রাসে বন্ধ একের পর এক ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা, কেন্দ্রকে তোপ রাহুলের
author img

By

Published : Dec 17, 2021, 4:10 PM IST

Updated : Dec 17, 2021, 5:40 PM IST

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : করোনা মহামারি আবহে বন্ধ একের পর এক ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা(MSME) ৷ ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi attacks Centre over closing down of MSMEs during pandemic) ৷ রাহুলের কথায়, ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়ে যাওয়ার অর্থ দেশের দুর্বল অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ কমছে ক্রমশ ৷ করোনা আবহে দেশের নয় শতাংশ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়েছে বলে সংসদে স্বীকারও করেছে কেন্দ্র ৷ টুইটারে তথ্য-সহ দাবি করেন রাহুল ৷

সোনিয়া-পুত্রের কথায়, "আমি কেন্দ্রের কাছে এমএসএমই (MSME) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম ৷ যার উত্তরে কেন্দ্র স্বীকার করে নিয়েছে যে, কোভিডের সময়ে দেশের নয় শতাংশ ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এর অর্থ বন্ধুদের সুবিধা, দুর্বল অর্থব্যবস্থা, কর্মসংস্থানের দফারফা ৷"

এমএসএমই ইস্যুতে রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে কেন্দ্র তাঁকে যে চিঠি লেখে সেটি টুইটে এদিন শেয়ার করেন সোনিয়া-পুত্র ৷ যাতে লেখা, "কোভিড আবহে 2020 অগস্টে দেশের 32টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 5,774 ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর একটি সমীক্ষা চালানো হয় (National Small Industries Corporation Limited survey in August 2020 on MSME units in the country) ৷ সেখানে দেখা যায় 91 শতাংশ কার্যকর থাকলেও নয় শতাংশ এমএসএমই বন্ধ হয়ে গিয়েছে (9 per cent of MSMEs have closed down during pandemic) ৷"

আরও পড়ুন : Rahul Gandhi on Lakhimpur kheri : লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে কেন্দ্রের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নারায়ণ রানেও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত একটি রিপোর্ট পাঠিয়েছিলেন তাঁকে ৷ রিপোর্ট অনুযায়ী 2019 সালে 9,052 জন ব্যবসায়িক ক্ষেত্রে স্ব-নির্ভর ব্যক্তি আত্মহত্যা করেছেন এবং 2020 সালে সংখ্যাটা বেড়ে হয় 11,716 জন ৷ সেই তথ্যও এদিন টুইটে শেয়ার করেন কংগ্রেস নেতা ৷

নয়াদিল্লি, 17 ডিসেম্বর : করোনা মহামারি আবহে বন্ধ একের পর এক ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা(MSME) ৷ ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi attacks Centre over closing down of MSMEs during pandemic) ৷ রাহুলের কথায়, ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়ে যাওয়ার অর্থ দেশের দুর্বল অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ কমছে ক্রমশ ৷ করোনা আবহে দেশের নয় শতাংশ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়েছে বলে সংসদে স্বীকারও করেছে কেন্দ্র ৷ টুইটারে তথ্য-সহ দাবি করেন রাহুল ৷

সোনিয়া-পুত্রের কথায়, "আমি কেন্দ্রের কাছে এমএসএমই (MSME) নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম ৷ যার উত্তরে কেন্দ্র স্বীকার করে নিয়েছে যে, কোভিডের সময়ে দেশের নয় শতাংশ ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। এর অর্থ বন্ধুদের সুবিধা, দুর্বল অর্থব্যবস্থা, কর্মসংস্থানের দফারফা ৷"

এমএসএমই ইস্যুতে রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে কেন্দ্র তাঁকে যে চিঠি লেখে সেটি টুইটে এদিন শেয়ার করেন সোনিয়া-পুত্র ৷ যাতে লেখা, "কোভিড আবহে 2020 অগস্টে দেশের 32টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 5,774 ক্ষুদ্র, অতিক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপর একটি সমীক্ষা চালানো হয় (National Small Industries Corporation Limited survey in August 2020 on MSME units in the country) ৷ সেখানে দেখা যায় 91 শতাংশ কার্যকর থাকলেও নয় শতাংশ এমএসএমই বন্ধ হয়ে গিয়েছে (9 per cent of MSMEs have closed down during pandemic) ৷"

আরও পড়ুন : Rahul Gandhi on Lakhimpur kheri : লখিমপুর খেরি নিয়ে আলোচনা চায় না সরকার, মুলতুবি প্রস্তাব খারিজে সরকারকে তোপ রাহুলের

রাহুল গান্ধির প্রশ্নের উত্তরে কেন্দ্রের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী নারায়ণ রানেও ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত একটি রিপোর্ট পাঠিয়েছিলেন তাঁকে ৷ রিপোর্ট অনুযায়ী 2019 সালে 9,052 জন ব্যবসায়িক ক্ষেত্রে স্ব-নির্ভর ব্যক্তি আত্মহত্যা করেছেন এবং 2020 সালে সংখ্যাটা বেড়ে হয় 11,716 জন ৷ সেই তথ্যও এদিন টুইটে শেয়ার করেন কংগ্রেস নেতা ৷

Last Updated : Dec 17, 2021, 5:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.