ETV Bharat / bharat

শেষ মুহূর্তের প্রচারে তেলেঙ্গানায় রাহুল-প্রিয়াঙ্কা, হায়দরাবাদে অটোয় সওয়ার কংগ্রেস সাংসদ - তেলেঙ্গানায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার

Rahul Gandhi in Telangana Poll Campaign: রাজ্যে ভোট 30 নভেম্বর ৷ তাই আজ শেষ বেলায় জোরদার প্রচারে তেলেঙ্গানায় এলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ আসতে পারেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷

ETV Bharat
রাহুল গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 1:42 PM IST

Updated : Nov 28, 2023, 5:07 PM IST

হায়দরাবাদে অটোয় সওয়ার রাহুল গান্ধি

হায়দরাবাদ, 28 নভেম্বর: নির্বাচন হতে আর 2 দিন বাকি ৷ আজ বিকেল 5টায় নির্বাচনী প্রচারের মেয়াদ শেষ ৷ তাই তেলেঙ্গানায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ মঙ্গলবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অটোচালকদের সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ এছাড়া নিকাশি কর্মীদের সঙ্গেও কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন ৷ সেখানে বেশ কিছুটা রাস্তা তিনি অটোয় চড়ে যান ৷ এর আগে তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে এসে তিনি নিজের হাতে ধোসা বানিয়েছিলেন ৷ কংগ্রেস সূত্রে খবর, তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে আসতে পারেন দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷

জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে একটি ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধি ৷ তাঁদের সমস্যার কথা শোনেন তিনি ৷ এদিন সকাল 11.30 মিনিট থেকে তেলেঙ্গানার জাহিরাবাদে একটি জনসভায় অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এরপর বেলা 2টোয় মালকাজগিরির অনন্দাবাগে একটি রোড শো করার কথা রয়েছে রাহুলের ৷ সেখানে তিনি বক্তৃতা দেবেন বলেও জানা গিয়েছে ৷ গ্রেটার হায়দরাবাদে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে একটি রোড শো হতে পারে বলেও জানা গিয়েছে ৷

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন ৷ তিনি হয়তো কুতবুল্লাপুর বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তৃতা দেবেন ৷ 119টি আসনের দক্ষিণের এই রাজ্যটিতে বিধানসভা নির্বাচন 30 নভেম্বর ৷ 2018 সালে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরে বিআরএস বা ভারতীয় রাষ্ট্র সমিতি ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন কেসি আর ৷

এবার কংগ্রেস, বিজেপি, অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন ও বিআরএস-এর মধ্যে জোরদার লড়াই হবে বলেই মনে করা হচ্ছে ৷ এদিকে কংগ্রেসকে ইতিমধ্যে সমর্থন করার কথা ঘোষণা করেছে রাজ্যের নোমাডিক অ্যাসোসিয়েশন ৷ তাদের সমর্থনের পক্ষে কংগ্রেসের শীর্ষ নেতার কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছে সংগঠন ৷

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানায় ভোট প্রচারে ধোসা বানালেন রাহুল, দেখুন ভিডিয়ো
  2. হায়দরাবাদের ভোটাররাই কি তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর !
  3. তেলেঙ্গানার ভোট প্রচারে ছোট ছোট জনগোষ্ঠীর কাছে পৌঁছনোর উপর জোর দিচ্ছে কংগ্রেস

হায়দরাবাদে অটোয় সওয়ার রাহুল গান্ধি

হায়দরাবাদ, 28 নভেম্বর: নির্বাচন হতে আর 2 দিন বাকি ৷ আজ বিকেল 5টায় নির্বাচনী প্রচারের মেয়াদ শেষ ৷ তাই তেলেঙ্গানায় শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে এসেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ মঙ্গলবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি অটোচালকদের সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ এছাড়া নিকাশি কর্মীদের সঙ্গেও কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন ৷ সেখানে বেশ কিছুটা রাস্তা তিনি অটোয় চড়ে যান ৷ এর আগে তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে এসে তিনি নিজের হাতে ধোসা বানিয়েছিলেন ৷ কংগ্রেস সূত্রে খবর, তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে আসতে পারেন দলের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷

জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে একটি ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধি ৷ তাঁদের সমস্যার কথা শোনেন তিনি ৷ এদিন সকাল 11.30 মিনিট থেকে তেলেঙ্গানার জাহিরাবাদে একটি জনসভায় অংশ নেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ এরপর বেলা 2টোয় মালকাজগিরির অনন্দাবাগে একটি রোড শো করার কথা রয়েছে রাহুলের ৷ সেখানে তিনি বক্তৃতা দেবেন বলেও জানা গিয়েছে ৷ গ্রেটার হায়দরাবাদে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে একটি রোড শো হতে পারে বলেও জানা গিয়েছে ৷

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন ৷ তিনি হয়তো কুতবুল্লাপুর বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তৃতা দেবেন ৷ 119টি আসনের দক্ষিণের এই রাজ্যটিতে বিধানসভা নির্বাচন 30 নভেম্বর ৷ 2018 সালে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরে বিআরএস বা ভারতীয় রাষ্ট্র সমিতি ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হন কেসি আর ৷

এবার কংগ্রেস, বিজেপি, অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন ও বিআরএস-এর মধ্যে জোরদার লড়াই হবে বলেই মনে করা হচ্ছে ৷ এদিকে কংগ্রেসকে ইতিমধ্যে সমর্থন করার কথা ঘোষণা করেছে রাজ্যের নোমাডিক অ্যাসোসিয়েশন ৷ তাদের সমর্থনের পক্ষে কংগ্রেসের শীর্ষ নেতার কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছে সংগঠন ৷

আরও পড়ুন:

  1. তেলেঙ্গানায় ভোট প্রচারে ধোসা বানালেন রাহুল, দেখুন ভিডিয়ো
  2. হায়দরাবাদের ভোটাররাই কি তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর !
  3. তেলেঙ্গানার ভোট প্রচারে ছোট ছোট জনগোষ্ঠীর কাছে পৌঁছনোর উপর জোর দিচ্ছে কংগ্রেস
Last Updated : Nov 28, 2023, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.