ETV Bharat / bharat

Rahul Gandhi : তুমুল বৃষ্টির মাঝে মাইসোরের সভায় বক্তব্য রাখলেন রাহুল

সভা থেকে রাহুল বলেন, "কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাত্রা চলবে । প্রবল ঝড় বা দারুণ শীত-কোনও কিছুই আমাদের থামাতে পারবে না (Rahul addressed rally in Mysuru amid heavy rain) ।"

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 3, 2022, 8:38 AM IST

বেঙ্গালুরু, 3 অক্টোবর : চারপাশ ভেসে যাচ্ছে প্রবল বৃষ্টিতে । সকলেই নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তিনি হাঁটলেন অন্য পথে । প্রবল বৃষ্টির মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ((Rahul addressed rally in Mysuru amid heavy rain) ) । মাইসোরের সভায় শনিবার এভাবেই ধরা দিলেন সোনিয়া-তনয়।

ভারত জড়ো যাত্রা নিয়ে এখন কর্নাটকে পৌঁছেছেন সাংসদ। সেখানে পদযাত্রা করার পাশাপাশি জনসভাও করেন তিনি । বৃষ্টিতে ভিজতে ভিজতে তাঁকে বলতে শোনা যায়, "কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যাত্রা চলবে । প্রবল ঝড় বা দারুণ শীত-কোনও কিছুই আমাদের থামাতে পারবে না । একটা নদীর মতো এই যাত্রা কন্যাকুমারী থেকে রওনা দিয়ে কাশ্মীর পর্যন্ত যাবে । এটা এমন একটা নদী যার মধ্যে কোনও ঘূণা নেই । আছে শুধু ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ ।"

আরও পড়ুন: উৎসবের মরশুমে সোশাল মিডিয়ায় লড়াইয়ের ‘সহজ পাঠ’ সিপিএমের

রাহুলের এই সভা থেকে দলীয় সংহতির বার্তা দিল কংগ্রেস । মঞ্চে একইসঙ্গে উপস্থিত ছিলেন কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা,ডিকে শিবকুমার থেকে সিদ্দারামাইয়া-সহ অনেকে । সামগ্রিকভাবে জাতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়া জামি ফিরে পেতে ভারত জড়ো যাত্রার আয়োজন করেছে কংগ্রেস । প্রায় 150 দিন ধরে চলবে এই যাত্রা । এবার এই যাত্রায় যোগ দিতে পারেন কংগ্রেস কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি । রাহুলের সঙ্গে তাঁরাও এই সপ্তাহের শেষদিকে পদযাত্রায় অংশ নিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর ।

অন্যদিকে প্রায় দু'দশক পর নির্বাচিত সভাপতি পেতে চলেছে কংগ্রেস । সভাপতি পদে বসার লড়াইটা মূলত কংগ্রেসের দুই প্রবীণ নেতার মধ্যে । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর আর দক্ষিণ ভারতে কংগ্রেসের অন্যতম বড় মুখ মল্লিকার্জুন খাড়গের মধ্যে লড়াই হচ্ছে । অতিনাটকীয় পরিস্থিতির জেরে সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত । যদিও একটা সময় তাঁর কংগ্রেস সভাপতি হওয়া প্রায় নিশ্চিত ছিল । তবে সেই লড়াই থেকে সরে গিয়েছন অশোক ।

বেঙ্গালুরু, 3 অক্টোবর : চারপাশ ভেসে যাচ্ছে প্রবল বৃষ্টিতে । সকলেই নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন । কিন্তু তিনি হাঁটলেন অন্য পথে । প্রবল বৃষ্টির মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ((Rahul addressed rally in Mysuru amid heavy rain) ) । মাইসোরের সভায় শনিবার এভাবেই ধরা দিলেন সোনিয়া-তনয়।

ভারত জড়ো যাত্রা নিয়ে এখন কর্নাটকে পৌঁছেছেন সাংসদ। সেখানে পদযাত্রা করার পাশাপাশি জনসভাও করেন তিনি । বৃষ্টিতে ভিজতে ভিজতে তাঁকে বলতে শোনা যায়, "কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যাত্রা চলবে । প্রবল ঝড় বা দারুণ শীত-কোনও কিছুই আমাদের থামাতে পারবে না । একটা নদীর মতো এই যাত্রা কন্যাকুমারী থেকে রওনা দিয়ে কাশ্মীর পর্যন্ত যাবে । এটা এমন একটা নদী যার মধ্যে কোনও ঘূণা নেই । আছে শুধু ভালোবাসা আর ভ্রাতৃত্ববোধ ।"

আরও পড়ুন: উৎসবের মরশুমে সোশাল মিডিয়ায় লড়াইয়ের ‘সহজ পাঠ’ সিপিএমের

রাহুলের এই সভা থেকে দলীয় সংহতির বার্তা দিল কংগ্রেস । মঞ্চে একইসঙ্গে উপস্থিত ছিলেন কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা,ডিকে শিবকুমার থেকে সিদ্দারামাইয়া-সহ অনেকে । সামগ্রিকভাবে জাতীয় রাজনীতিতে হারিয়ে যাওয়া জামি ফিরে পেতে ভারত জড়ো যাত্রার আয়োজন করেছে কংগ্রেস । প্রায় 150 দিন ধরে চলবে এই যাত্রা । এবার এই যাত্রায় যোগ দিতে পারেন কংগ্রেস কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি । রাহুলের সঙ্গে তাঁরাও এই সপ্তাহের শেষদিকে পদযাত্রায় অংশ নিতে পারেন বলে কংগ্রেস সূত্রে খবর ।

অন্যদিকে প্রায় দু'দশক পর নির্বাচিত সভাপতি পেতে চলেছে কংগ্রেস । সভাপতি পদে বসার লড়াইটা মূলত কংগ্রেসের দুই প্রবীণ নেতার মধ্যে । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর আর দক্ষিণ ভারতে কংগ্রেসের অন্যতম বড় মুখ মল্লিকার্জুন খাড়গের মধ্যে লড়াই হচ্ছে । অতিনাটকীয় পরিস্থিতির জেরে সভাপতি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত । যদিও একটা সময় তাঁর কংগ্রেস সভাপতি হওয়া প্রায় নিশ্চিত ছিল । তবে সেই লড়াই থেকে সরে গিয়েছন অশোক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.