ETV Bharat / bharat

ট্র্যাক্টর মিছিলের পর সাসপেন্ড 550-এর বেশি টুইটার অ্য়াকাউন্ট

author img

By

Published : Jan 27, 2021, 5:53 PM IST

দিল্লিতে মঙ্গলবারের অশান্তির পর সাসপেন্ড করা হল 550টিরও বেশি টুইটার অ্য়াকাউন্ট৷ হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগেই এই পদক্ষেপ বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ৷

Twitter suspends over 550 accounts after violence during farmers' Republic Day tractor rally
ট্রাক্টর মিছিলের পর ‘সাসপেন্ডেড’ 550টিরও বেশি টুইটার অ্য়াকাউন্ট

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লিতে ট্র্যাক্টর মিছিল চলাকালীন হিংসার পরই 550টিরও বেশি অ্য়াকাউন্ড সাসপেন্ড করল টুইটার কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, হিংসার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই ওই অ্য়াকাউন্টগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে ৷

টুইটারের এক মুখপাত্র জানান, প্ররোচনামূলক প্রচার বন্ধ করতেই ওই অ্য়াকাউন্টগুলিকে সাসপেন্ড করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘এই কাজে প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন মানুষের মূল্যায়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ যে 550টি অ্য়াকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, সেগুলি কোনও না কোনওভাবে টুইটারের নিয়ম, নীতি ভেঙেছে ৷ প্ররোচনা বা উস্কানি দেওয়া হয়েছে ওই অ্য়াকাউন্টগুলি থেকে ৷’’

আরও পড়ুন: কৃষক বিদ্রোহের জেরে বন্ধ মেট্রো, জ্যামজটে আটকে রাজধানী

টুইটার সূত্রে খবর, যে টুইটগুলি তাদের মিডিয়া পলিসি লঙ্ঘন করেছে, সেগুলিকে প্রথমে চিহ্নিত করা হয় ৷ তারপরই সেগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এখনও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ কোথাও অনিয়ম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে ৷

দিল্লি, 27 জানুয়ারি : দিল্লিতে ট্র্যাক্টর মিছিল চলাকালীন হিংসার পরই 550টিরও বেশি অ্য়াকাউন্ড সাসপেন্ড করল টুইটার কর্তৃপক্ষ ৷ সূত্রের খবর, হিংসার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই ওই অ্য়াকাউন্টগুলি আপাতত বন্ধ রাখা হয়েছে ৷

টুইটারের এক মুখপাত্র জানান, প্ররোচনামূলক প্রচার বন্ধ করতেই ওই অ্য়াকাউন্টগুলিকে সাসপেন্ড করা হয়েছে ৷ তিনি বলেন, ‘‘এই কাজে প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন মানুষের মূল্যায়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ যে 550টি অ্য়াকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, সেগুলি কোনও না কোনওভাবে টুইটারের নিয়ম, নীতি ভেঙেছে ৷ প্ররোচনা বা উস্কানি দেওয়া হয়েছে ওই অ্য়াকাউন্টগুলি থেকে ৷’’

আরও পড়ুন: কৃষক বিদ্রোহের জেরে বন্ধ মেট্রো, জ্যামজটে আটকে রাজধানী

টুইটার সূত্রে খবর, যে টুইটগুলি তাদের মিডিয়া পলিসি লঙ্ঘন করেছে, সেগুলিকে প্রথমে চিহ্নিত করা হয় ৷ তারপরই সেগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এখনও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ কোথাও অনিয়ম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.