ETV Bharat / bharat

Crackdown on Amritpal: অমৃতপালের পাঁচ অনুগামীর বিরুদ্ধে পুলিশের হাতিয়ার এনএসএ

অমৃতপাল সিংয়ের উপর চাপ বাড়াতে (Crackdown on Amritpal Singh) কঠোর পদক্ষেপ করল পঞ্জাব পুলিশ (Punjab Police) ৷ তাঁর কাকা-সহ পাঁচ অনুগামীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (National Security Act) বা এনএসএ (NSA) প্রয়োগ করা হল ৷

Punjab Police invokes National Security Act against Five to enhance Crackdown on Amritpal Singh
ফাইল ছবি
author img

By

Published : Mar 20, 2023, 4:56 PM IST

Updated : Mar 20, 2023, 5:05 PM IST

চণ্ডীগড়, 20 মার্চ: অমৃতপাল সিংয়ের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'র (Waris Punjab De) সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন পাঁচজনের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (National Security Act) বা এনএসএ (NSA) প্রয়োগ করল পঞ্জাব পুলিশ (Punjab Police) ৷ 'পলাতক' অমৃতপাল ও তাঁর অনুগামীদের উপর চাপ বাড়াতেই (Crackdown on Amritpal Singh) সোমবার পঞ্জাব পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয় ৷ এদিন চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্জাব পুলিশের আইজি সুখচ্যান সিং গিল ৷ সেখানেই পুলিশের এই সিদ্ধান্তের কথা জানান তিনি ৷ একইসঙ্গে, আরও একবার স্পষ্ট করে দেন, খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং পলাতক ! তবে শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে আইজি আরও জানিয়েছেন, গত কয়েকদিনে মোট 114 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দায়ের করা হয়েছে ছ'টি এফআইআর ৷ এই গোটা ঘটনার পিছনে আইএসআই যোগ বা বাইরের কোনও দেশের আর্থিক মদত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইজি ৷ সেই কারণেই অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে এনএসএ-র আওতায় মামলা রুজু করা হয়েছে ৷ এই পাঁচজনের মধ্যে রয়েছেন দলজিৎ সিং কালসি, ভগওয়ান্ত সিং, গুরমিত সিং এবং প্রধানমন্ত্রী ভাজেকে ৷ এই তিনজনকে ইতিমধ্যেই অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে ৷

এছাড়াও, হরজিৎ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে এনএসএ কার্যকর করা হয়েছে ৷ ওই ব্যক্তি গত শনিবার রাতে জলন্ধরে আত্মসমর্পণ করেন ৷ তিনি আদতে অমৃতপালের কাকা ৷ তাঁকেও পরবর্তীতে ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হবে ৷

আরও পড়ুন: অমৃতপালকে নিয়ে টুইট, বন্ধ হল অকালি সাংসদের অ্য়াকাউন্ট

পঞ্জাব পুলিশের আইজি আমজনতাকে সচেতন ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন ৷ তাঁর আবেদন, কেউ যেন কোনওরকমের উড়ো বা ভুয়ো খবরে বিশ্বাস করে কোনও পদক্ষেপ না-করেন ৷ না জেনেবুঝে কোনও খবর ছড়াতেও নিষেধ করেছেন আইজি ৷ তাঁর স্পষ্ট কথা, যদি কেউ এমনটা করেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করা হবে ৷

চণ্ডীগড়, 20 মার্চ: অমৃতপাল সিংয়ের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে'র (Waris Punjab De) সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন পাঁচজনের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (National Security Act) বা এনএসএ (NSA) প্রয়োগ করল পঞ্জাব পুলিশ (Punjab Police) ৷ 'পলাতক' অমৃতপাল ও তাঁর অনুগামীদের উপর চাপ বাড়াতেই (Crackdown on Amritpal Singh) সোমবার পঞ্জাব পুলিশের তরফ থেকে এই পদক্ষেপ করা হয় ৷ এদিন চণ্ডীগড়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পঞ্জাব পুলিশের আইজি সুখচ্যান সিং গিল ৷ সেখানেই পুলিশের এই সিদ্ধান্তের কথা জানান তিনি ৷ একইসঙ্গে, আরও একবার স্পষ্ট করে দেন, খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং পলাতক ! তবে শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে ৷

এদিনের সাংবাদিক সম্মেলনে আইজি আরও জানিয়েছেন, গত কয়েকদিনে মোট 114 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ দায়ের করা হয়েছে ছ'টি এফআইআর ৷ এই গোটা ঘটনার পিছনে আইএসআই যোগ বা বাইরের কোনও দেশের আর্থিক মদত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আইজি ৷ সেই কারণেই অভিযুক্তদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে এনএসএ-র আওতায় মামলা রুজু করা হয়েছে ৷ এই পাঁচজনের মধ্যে রয়েছেন দলজিৎ সিং কালসি, ভগওয়ান্ত সিং, গুরমিত সিং এবং প্রধানমন্ত্রী ভাজেকে ৷ এই তিনজনকে ইতিমধ্যেই অসমের ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে ৷

এছাড়াও, হরজিৎ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে এনএসএ কার্যকর করা হয়েছে ৷ ওই ব্যক্তি গত শনিবার রাতে জলন্ধরে আত্মসমর্পণ করেন ৷ তিনি আদতে অমৃতপালের কাকা ৷ তাঁকেও পরবর্তীতে ডিব্রুগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হবে ৷

আরও পড়ুন: অমৃতপালকে নিয়ে টুইট, বন্ধ হল অকালি সাংসদের অ্য়াকাউন্ট

পঞ্জাব পুলিশের আইজি আমজনতাকে সচেতন ও সতর্ক থাকার বার্তা দিয়েছেন ৷ তাঁর আবেদন, কেউ যেন কোনওরকমের উড়ো বা ভুয়ো খবরে বিশ্বাস করে কোনও পদক্ষেপ না-করেন ৷ না জেনেবুঝে কোনও খবর ছড়াতেও নিষেধ করেছেন আইজি ৷ তাঁর স্পষ্ট কথা, যদি কেউ এমনটা করেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে কঠোর পদক্ষেপ করা হবে ৷

Last Updated : Mar 20, 2023, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.