ETV Bharat / bharat

Punjab Police on Amritpal Singh: অমৃতপালকে গ্রেফতার বা আটক করা হয়নি, হলফনামায় জানাল পঞ্জাব পুলিশ

অমৃতপাল সিংকে এখনও পর্যন্ত গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি ৷ মঙ্গলবার আদালতে হলফনামা দিয়ে একথা জানিয়েছে পঞ্জাব পুলিশ (Punjab Police on Amritpal Singh) ৷

author img

By

Published : Mar 21, 2023, 7:24 PM IST

Punjab Police claims Amritpal Singh is neither Arrested nor Detained by them
ফাইল ছবি

চণ্ডীগড়, 21 মার্চ: অমৃতপাল সিংকে গ্রেফতার বা আটক, কোনওটাই করা হয়নি ৷ মঙ্গলবার পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে হলফনামা (Affidavit at Punjab and Haryana High Court) পেশ করে এই দাবি করেছে পঞ্জাব পুলিশ (Punjab Police on Amritpal Singh) ৷ পাশাপাশি, এদিনই অমৃতপালের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দি'র একটি নেশামুক্তি কেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা ৷ অন্যদিকে, এই ইস্যুতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও ৷ আন্তর্জাতিক সীমান্তগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

অমৃতপালের অনুগামীদের একাংশের দাবি ছিল, পঞ্জাব পুলিশ তাঁকে আগেই গ্রেফতার করে আটকে রেখেছে ! কিন্তু, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ! এই প্রেক্ষাপটে হাইকোর্টে একটি মামলা রুজু করা হয় ৷ তাতে অমৃতপালকে আদালতে হাজির করানোর জন্য নির্দেশ জারির আবেদন করা হয় ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই হলফনামা পেশ করে পঞ্জাব পুলিশ ৷

ওই হলফনামায় জানানো হয়েছে, গত শনিবার জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অমৃতপালকে পাকড়াও করার নির্দেশিকা জারি করা হয় ৷ এছাড়া, সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় ৷ কিন্তু, এখনও পর্যন্ত পুলিশ তাঁর নাগাল পায়নি ৷ কিন্তু, তাঁর চার অনুগামীকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই চারজন অমৃতপালকে পালাতে সাহায্য করেছিলেন ৷

পুলিশের তরফে থেকে জানানো হয়েছে, ধৃত চার ব্যক্তি অমৃতপালের পালানোর জন্য গাড়ির ব্যবস্থা করে দেন ৷ ওই গাড়িতে চড়ে জলন্ধরের নঙ্গল আম্বিয়ান গ্রামের একটি গুরুদ্বারে যান তিনি ৷ সেখানে নিজের পোশাক বদলান অমৃতপাল ৷ শার্ট-প্য়ান্ট পরে আরও তিন সঙ্গীর সঙ্গে মোটরবাইকে সওয়ার হয়ে পালিয়ে যান ৷ তাঁদের সঙ্গে দু'টি বাইক ছিল ৷

আরও পড়ুন: অমৃতপালের পাঁচ অনুগামীর বিরুদ্ধে পুলিশের হাতিয়ার এনএসএ

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে বিএসএফ এবং এসএসবিকে ৷ মন্ত্রকের আশঙ্কা, গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন অমৃতপাল ৷ তাই ভারত-নেপাল, ভারত-পাকিস্তান-সহ সংশ্লিষ্ট সমস্ত আন্তর্জাতিক সীমান্তে নিযুক্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ বাহিনীর জওয়ানরা যাতে বাড়তি সতর্করা অবলম্বন করেন, সেই বিষয়ে বিএসএফ এবং এসএসবির প্রধানদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাঁদের বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের এই বার্তা যেন দুই বাহিনীর প্রত্যেকটি স্তরে পৌঁছে দেন তাঁরা ৷

চণ্ডীগড়, 21 মার্চ: অমৃতপাল সিংকে গ্রেফতার বা আটক, কোনওটাই করা হয়নি ৷ মঙ্গলবার পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে হলফনামা (Affidavit at Punjab and Haryana High Court) পেশ করে এই দাবি করেছে পঞ্জাব পুলিশ (Punjab Police on Amritpal Singh) ৷ পাশাপাশি, এদিনই অমৃতপালের নেতৃত্বাধীন সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দি'র একটি নেশামুক্তি কেন্দ্র বন্ধ করে দিয়েছে তারা ৷ অন্যদিকে, এই ইস্যুতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও ৷ আন্তর্জাতিক সীমান্তগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

অমৃতপালের অনুগামীদের একাংশের দাবি ছিল, পঞ্জাব পুলিশ তাঁকে আগেই গ্রেফতার করে আটকে রেখেছে ! কিন্তু, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ! এই প্রেক্ষাপটে হাইকোর্টে একটি মামলা রুজু করা হয় ৷ তাতে অমৃতপালকে আদালতে হাজির করানোর জন্য নির্দেশ জারির আবেদন করা হয় ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই হলফনামা পেশ করে পঞ্জাব পুলিশ ৷

ওই হলফনামায় জানানো হয়েছে, গত শনিবার জাতীয় নিরাপত্তা আইনের আওতায় অমৃতপালকে পাকড়াও করার নির্দেশিকা জারি করা হয় ৷ এছাড়া, সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয় ৷ কিন্তু, এখনও পর্যন্ত পুলিশ তাঁর নাগাল পায়নি ৷ কিন্তু, তাঁর চার অনুগামীকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই চারজন অমৃতপালকে পালাতে সাহায্য করেছিলেন ৷

পুলিশের তরফে থেকে জানানো হয়েছে, ধৃত চার ব্যক্তি অমৃতপালের পালানোর জন্য গাড়ির ব্যবস্থা করে দেন ৷ ওই গাড়িতে চড়ে জলন্ধরের নঙ্গল আম্বিয়ান গ্রামের একটি গুরুদ্বারে যান তিনি ৷ সেখানে নিজের পোশাক বদলান অমৃতপাল ৷ শার্ট-প্য়ান্ট পরে আরও তিন সঙ্গীর সঙ্গে মোটরবাইকে সওয়ার হয়ে পালিয়ে যান ৷ তাঁদের সঙ্গে দু'টি বাইক ছিল ৷

আরও পড়ুন: অমৃতপালের পাঁচ অনুগামীর বিরুদ্ধে পুলিশের হাতিয়ার এনএসএ

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছে বিএসএফ এবং এসএসবিকে ৷ মন্ত্রকের আশঙ্কা, গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন অমৃতপাল ৷ তাই ভারত-নেপাল, ভারত-পাকিস্তান-সহ সংশ্লিষ্ট সমস্ত আন্তর্জাতিক সীমান্তে নিযুক্ত বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ বাহিনীর জওয়ানরা যাতে বাড়তি সতর্করা অবলম্বন করেন, সেই বিষয়ে বিএসএফ এবং এসএসবির প্রধানদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ তাঁদের বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের এই বার্তা যেন দুই বাহিনীর প্রত্যেকটি স্তরে পৌঁছে দেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.