ETV Bharat / bharat

Amritpal Singh Arrested: অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের গ্রেফতার করল পুলিশ, পঞ্জাবে বন্ধ ইন্টারনেট পরিষেবা - অমৃতপাল সিং

খালিস্তান সমর্থক অমৃতপাল সিংকে গ্রেফতার করল পুলিশ (Amritpal Singh Arrested) ৷ অজনালা পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালানোর ঘটনায় তাঁকে এবং তাঁর 6 সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে ৷

Amritpal Singh Arrests in Jalandhar ETV BHARAT
Amritpal Singh Arrests in Jalandhar
author img

By

Published : Mar 18, 2023, 4:04 PM IST

Updated : Mar 18, 2023, 5:13 PM IST

অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের গ্রেফতার করল পুলিশ

চণ্ডীগড়, 18 মার্চ: অমৃতপাল সিং'য়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল পঞ্জাব পুলিশ (Punjab Police Arrest Khalistan Supporter Amritpal Singh) ৷ জলন্ধরের নাকোদার এলাকা থেকে শনিবার খালিস্তানি সমর্থককে গ্রেফতার কর পুলিশ ৷ অমৃতপাল সিং ছাড়াও তাঁর আরও 6 সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে ৷ অজনালা পুলিশ স্টেশনে হামলা চালানোর অভিযোগে পুলিশ খালিস্তান সমর্থক অমৃতপাল সিং এবং তাঁর সহকারিদের গ্রেফতার করা হয় এদিন ৷ জলন্ধর জেলার মেহতপুর এলাকা থেকে এদিন গ্রেফতার করা হয়ে অমৃতপালের সহযোগীদের ৷ অমৃতপাল সিং-সহ গ্রেফতার হওয়া সকলেই মোগার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেইসময় মাঝরাস্তায় পুলিশ তাঁদের আটকায় এবং পরবর্তী সময়ে গ্রেফতার করে ৷

অমৃতপাল সিংকে গ্রেফতারির খবরের প্রতিবাদে সাম্প্রদায়িক হানাহানি রুখতে রবিবার পর্যন্ত পঞ্জাবের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অমৃতপাল সিং এবং তাঁর খালিস্তানি সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে' এর সদস্য়রা অজনালা পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় ৷ হামলাকারিদের কারও কারও কাছে আগ্নেয়াস্ত্র, তলোয়ার এবং ছুরির মতো অস্ত্র ছিল বলে অভিযোগ ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতরে হামলা চালায় অমৃতপাল সিং এবং তাঁর সংগঠনের সমর্থকরা ৷ এদিন অমৃতপাল সিং ভাটিন্ডা জেলায় জলন্ধর-মোগা জাতীয় সড়কের পাশে একটি জায়গায় একটি সমাবেশের আয়োজন করে ৷ সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর 6 সহকারি ৷

আরও পড়ুন: অ্যামেরিকায় গান্ধি মূর্তি ভাঙার অভিযোগ খলিস্তান সমর্থকদের বিরুদ্ধে

জলন্ধর ও মোগা পুলিশ যৌথ অভিযান চালায় এবং অমৃতপাল সিং-সহ তাঁর 6 সঙ্গীকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, গ্রেফতার করার জন্য প্রায় 100টি গাড়িতে পুলিশের বিশাল বাহিনী ধাওয়া করেছিল অমৃতপাল সিংকে ৷ মূলত সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছিল ৷ আর সেই কারণে পঞ্জাবের বিভিন্ন এলাকায়, বিশেষত যেখানে ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রভাব রয়েছে, সেই জায়গাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

অমৃতপাল সিং ও তাঁর সহযোগীদের গ্রেফতার করল পুলিশ

চণ্ডীগড়, 18 মার্চ: অমৃতপাল সিং'য়ের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করল পঞ্জাব পুলিশ (Punjab Police Arrest Khalistan Supporter Amritpal Singh) ৷ জলন্ধরের নাকোদার এলাকা থেকে শনিবার খালিস্তানি সমর্থককে গ্রেফতার কর পুলিশ ৷ অমৃতপাল সিং ছাড়াও তাঁর আরও 6 সহযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে ৷ অজনালা পুলিশ স্টেশনে হামলা চালানোর অভিযোগে পুলিশ খালিস্তান সমর্থক অমৃতপাল সিং এবং তাঁর সহকারিদের গ্রেফতার করা হয় এদিন ৷ জলন্ধর জেলার মেহতপুর এলাকা থেকে এদিন গ্রেফতার করা হয়ে অমৃতপালের সহযোগীদের ৷ অমৃতপাল সিং-সহ গ্রেফতার হওয়া সকলেই মোগার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ সেইসময় মাঝরাস্তায় পুলিশ তাঁদের আটকায় এবং পরবর্তী সময়ে গ্রেফতার করে ৷

অমৃতপাল সিংকে গ্রেফতারির খবরের প্রতিবাদে সাম্প্রদায়িক হানাহানি রুখতে রবিবার পর্যন্ত পঞ্জাবের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অমৃতপাল সিং এবং তাঁর খালিস্তানি সংগঠন 'ওয়ারিস পঞ্জাব দে' এর সদস্য়রা অজনালা পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় ৷ হামলাকারিদের কারও কারও কাছে আগ্নেয়াস্ত্র, তলোয়ার এবং ছুরির মতো অস্ত্র ছিল বলে অভিযোগ ৷ পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতরে হামলা চালায় অমৃতপাল সিং এবং তাঁর সংগঠনের সমর্থকরা ৷ এদিন অমৃতপাল সিং ভাটিন্ডা জেলায় জলন্ধর-মোগা জাতীয় সড়কের পাশে একটি জায়গায় একটি সমাবেশের আয়োজন করে ৷ সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর 6 সহকারি ৷

আরও পড়ুন: অ্যামেরিকায় গান্ধি মূর্তি ভাঙার অভিযোগ খলিস্তান সমর্থকদের বিরুদ্ধে

জলন্ধর ও মোগা পুলিশ যৌথ অভিযান চালায় এবং অমৃতপাল সিং-সহ তাঁর 6 সঙ্গীকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, গ্রেফতার করার জন্য প্রায় 100টি গাড়িতে পুলিশের বিশাল বাহিনী ধাওয়া করেছিল অমৃতপাল সিংকে ৷ মূলত সুরক্ষার বিষয়টিকে মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছিল ৷ আর সেই কারণে পঞ্জাবের বিভিন্ন এলাকায়, বিশেষত যেখানে ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রভাব রয়েছে, সেই জায়গাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

Last Updated : Mar 18, 2023, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.