ETV Bharat / bharat

PM Security Breach : সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ছিল পর্যাপ্ত পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রককে জানাল পঞ্জাব সরকার

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যে গাফিলতির অভিযোগ উঠেছে, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট দিল পঞ্জাব সরকার (Punjab Government has submitted report to the Ministry of Home Affairs) ৷ সেখানে তারা জানিয়েছে, ঘটনার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় ৷

punjab government claims that it had deployed enough security personnel for pm modi security
PM Security Breach : সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ছিল পর্যাপ্ত পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রককে জানাল পঞ্জাব সরকার
author img

By

Published : Jan 7, 2022, 1:31 PM IST

Updated : Jan 7, 2022, 2:56 PM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি : গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল (Punjab Government claims that it had deployed enough security personnel for PM Modi Security) ৷ স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্টে এমনই উল্লেখ করেছে পঞ্জাব সরকার (Punjab Government has submitted report to the Ministry of Home Affairs) ৷ পঞ্জাবের মুখ্যসচিব অনিরুদ্ধ তিওয়ারি এই রিপোর্ট জমা দিয়েছেন ৷ সেখানে তিনি এই কারণ উল্লেখ করা ছাড়াও সেদিনের ঘটনাক্রম তুলে ধরেছেন ৷

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও তরফেই প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্র পঞ্জাব সরকারের তরফে জমা দেওয়া রিপোর্ট ও তাতে কী উল্লেখ রয়েছে, তার কিছুটা প্রকাশ্যে এনেছে ৷ তবে ওই সূত্র বিস্তারিত রিপোর্ট নিয়ে কোনও তথ্য দেয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বুধবার পঞ্জাবে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ৷ প্রাথমিকভাবে ঠিক ছিল যে তিনি ভাটিন্ডা থেকে হেলিকপ্টারে ফিরোজপুরে যাবেন ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে রওনা হন ৷

ফিরোজপুরের কাছে একটি উড়ালপুলের উপর তাঁর কনভয় বিক্ষোভের জেরে আটকে যায় ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত (PM Security Breach) হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হয় ৷ কেন্দ্রীয় নিরাপত্তা সচিব সুধীরকুমার সাক্সেনার নেতৃত্বে কমিটি গঠন হয়েছে, এই ঘটনায় কার গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখার জন্য ৷

পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রিপোর্ট চাওয়া হয় পঞ্জাব সরকারের কাছ থেকে ৷ সেই রিপোর্ট পাঠানোর আগে ওই রাজ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া সংক্রান্ত কমিটির সঙ্গে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে ৷

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, পঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে চলেনি ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত এসপিজির (SPG for PMs Security) যে ব্লু বুক আছে, তাও মানা হয়নি ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের দাবি, প্রধানমন্ত্রীর কর্মসূচি পঞ্জাবের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপিকে জানানো হয়েছিল ৷ পঞ্জাবের মুখ্যসচিবকেও জানানো হয় ৷

আরও পড়ুন : PM Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ! রাজ্যপাল মারফত রাষ্ট্রপতিকে চিঠি রাজ্য বিজেপির

সেদিন কর্মসূচি বাতিল করে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে হইচই শুরু হয়েছে দেশজুড়ে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক পঞ্জাব সরকারের বিরুদ্ধে এই নিয়ে ব্যবস্থা নিতে পারে বলে খবর ৷ অন্যদিকে এই নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ দেশের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হয় আজ, শুক্রবার ৷

নয়াদিল্লি, 7 জানুয়ারি : গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাত্রাপথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল (Punjab Government claims that it had deployed enough security personnel for PM Modi Security) ৷ স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো রিপোর্টে এমনই উল্লেখ করেছে পঞ্জাব সরকার (Punjab Government has submitted report to the Ministry of Home Affairs) ৷ পঞ্জাবের মুখ্যসচিব অনিরুদ্ধ তিওয়ারি এই রিপোর্ট জমা দিয়েছেন ৷ সেখানে তিনি এই কারণ উল্লেখ করা ছাড়াও সেদিনের ঘটনাক্রম তুলে ধরেছেন ৷

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও তরফেই প্রকাশ্যে কিছু জানানো হয়নি ৷ তবে স্বরাষ্ট্র মন্ত্রকের এক সূত্র পঞ্জাব সরকারের তরফে জমা দেওয়া রিপোর্ট ও তাতে কী উল্লেখ রয়েছে, তার কিছুটা প্রকাশ্যে এনেছে ৷ তবে ওই সূত্র বিস্তারিত রিপোর্ট নিয়ে কোনও তথ্য দেয়নি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বুধবার পঞ্জাবে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ৷ প্রাথমিকভাবে ঠিক ছিল যে তিনি ভাটিন্ডা থেকে হেলিকপ্টারে ফিরোজপুরে যাবেন ৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তিনি সড়কপথে রওনা হন ৷

ফিরোজপুরের কাছে একটি উড়ালপুলের উপর তাঁর কনভয় বিক্ষোভের জেরে আটকে যায় ৷ এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত (PM Security Breach) হয়েছে বলে অভিযোগ ওঠে ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হয় ৷ কেন্দ্রীয় নিরাপত্তা সচিব সুধীরকুমার সাক্সেনার নেতৃত্বে কমিটি গঠন হয়েছে, এই ঘটনায় কার গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখার জন্য ৷

পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রিপোর্ট চাওয়া হয় পঞ্জাব সরকারের কাছ থেকে ৷ সেই রিপোর্ট পাঠানোর আগে ওই রাজ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া সংক্রান্ত কমিটির সঙ্গে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে ৷

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, পঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে চলেনি ৷ প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত এসপিজির (SPG for PMs Security) যে ব্লু বুক আছে, তাও মানা হয়নি ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের দাবি, প্রধানমন্ত্রীর কর্মসূচি পঞ্জাবের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপিকে জানানো হয়েছিল ৷ পঞ্জাবের মুখ্যসচিবকেও জানানো হয় ৷

আরও পড়ুন : PM Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ! রাজ্যপাল মারফত রাষ্ট্রপতিকে চিঠি রাজ্য বিজেপির

সেদিন কর্মসূচি বাতিল করে ফিরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে হইচই শুরু হয়েছে দেশজুড়ে ৷ স্বরাষ্ট্র মন্ত্রক পঞ্জাব সরকারের বিরুদ্ধে এই নিয়ে ব্যবস্থা নিতে পারে বলে খবর ৷ অন্যদিকে এই নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে ৷ দেশের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি হয় আজ, শুক্রবার ৷

Last Updated : Jan 7, 2022, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.