ETV Bharat / bharat

Punjab CM Bhagwant Mann: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

author img

By

Published : Jul 6, 2022, 3:28 PM IST

Updated : Jul 6, 2022, 4:00 PM IST

বৃহস্পতিবার চণ্ডীগড়ের বাসভবনে এক পারিবারিক অনুষ্ঠানে চার হাত এক হবে ভগবন্ত মান এবং ড: গুরপ্রীত করের (Bhagwant Mann will get married in a close private ceremony in Chandigarh tomorrow) ৷

Punjab CM Bhagwant Mann
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী

চণ্ডীগড়, 6 জুলাই: পঞ্জাবের মসনদে বসার চার মাসের মধ্যে ফের বিয়ের পিঁড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার চণ্ডীগড়ের বাসভবনে এক পারিবারিক অনুষ্ঠানে চার হাত এক হবে ভগবন্ত মান এবং ড: গুরপ্রীত করের (Bhagwant Mann will get married in a close private ceremony in Chandigarh tomorrow) ৷ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে চণ্ডীগড়ের বাসভবনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে ৷

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন প্রাক্তন এই কৌতুকাভিনেতা ৷ শোনা যায়, স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগদানের কারণে বছর ছ'য়েক আগে প্রথম পক্ষের স্ত্রী'য়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মানের ৷ দুই সন্তানকে নিয়ে আপাতত যুক্তরাজ্যে থাকেন পঞ্জাব মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত সিং ৷ অরবিন্দ কেজরিওয়াল-সহ জনাকয়েক উচ্চপদস্থ মন্ত্রী-আমলা এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আগামিকাল বিয়ে সারবেন মান ৷

আরও পড়ুন : অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করে আপের 'মান' বাঁচালেন ভগবন্ত

এদিকে বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগেরদিনই রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মান ৷ তার আগে গত 4 জুলাই পাঁচ আপ বিধায়কের অন্তর্ভুক্তি ঘটিয়া পঞ্জাবের মন্ত্রিসভার পরিধি বাড়িয়ে নিয়েছেন তিনি ৷ রাজ্যের নয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড: ইন্দরবীর সিং নিজ্জর, ফৌজা সিং সারারি, চেতন সিং জৌরামাজরা, আনমোল গগন মান ৷ এর আগে গত মাসে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়ে সরব হয়েছিল ভগবন্ত মান নেতৃত্বাধীন পঞ্জাবের আপ সরকার ৷

চণ্ডীগড়, 6 জুলাই: পঞ্জাবের মসনদে বসার চার মাসের মধ্যে ফের বিয়ের পিঁড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার চণ্ডীগড়ের বাসভবনে এক পারিবারিক অনুষ্ঠানে চার হাত এক হবে ভগবন্ত মান এবং ড: গুরপ্রীত করের (Bhagwant Mann will get married in a close private ceremony in Chandigarh tomorrow) ৷ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে চণ্ডীগড়ের বাসভবনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে ৷

এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন প্রাক্তন এই কৌতুকাভিনেতা ৷ শোনা যায়, স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগদানের কারণে বছর ছ'য়েক আগে প্রথম পক্ষের স্ত্রী'য়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মানের ৷ দুই সন্তানকে নিয়ে আপাতত যুক্তরাজ্যে থাকেন পঞ্জাব মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত সিং ৷ অরবিন্দ কেজরিওয়াল-সহ জনাকয়েক উচ্চপদস্থ মন্ত্রী-আমলা এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে আগামিকাল বিয়ে সারবেন মান ৷

আরও পড়ুন : অভিযুক্ত মন্ত্রীকে বরখাস্ত করে আপের 'মান' বাঁচালেন ভগবন্ত

এদিকে বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগেরদিনই রাজ্যের প্রতিটি ঘরে বিনামূল্যে 300 ইউনিট বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী মান ৷ তার আগে গত 4 জুলাই পাঁচ আপ বিধায়কের অন্তর্ভুক্তি ঘটিয়া পঞ্জাবের মন্ত্রিসভার পরিধি বাড়িয়ে নিয়েছেন তিনি ৷ রাজ্যের নয়া মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ড: ইন্দরবীর সিং নিজ্জর, ফৌজা সিং সারারি, চেতন সিং জৌরামাজরা, আনমোল গগন মান ৷ এর আগে গত মাসে কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়ে সরব হয়েছিল ভগবন্ত মান নেতৃত্বাধীন পঞ্জাবের আপ সরকার ৷

Last Updated : Jul 6, 2022, 4:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.