চণ্ডীগড়, 7 জুলাই: পঞ্জাবের মসনদে বসার চার মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে সারলেন সেখানকার মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান ৷ বৃহস্পতিবার চণ্ডীগড়ে পাত্রী গুরপ্রীত কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন মান (Punjab CM Bhagwant Mann marriage) ৷
খুব বেশি জাঁকজমকের আয়োজন না থাকলেও দলীয় মুখ্যমন্ত্রীর এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ ছিলেন দলের সাংসদ রাঘব চাড্ডা ৷ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভগবন্তের বিয়ের ছবি ও ভিডিয়ো ৷
এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন প্রাক্তন এই কৌতুকাভিনেতা ৷ শোনা যায়, স্ট্যান্ড আপ কমেডি ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগদানের কারণে প্রথম পক্ষের স্ত্রী'য়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মানের ৷ দুই সন্তানকে নিয়ে আপাতত যুক্তরাজ্যে থাকেন পঞ্জাব মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত সিং ৷
আরও পড়ুন : ব্যাকফুটে বরিস ! কেন এই অবস্থা, জানালেন লন্ডনের বাঙালি কাউন্সিলর
48 বছর বয়সি ভগবন্ত সিং মানের বর্তমান স্ত্রী গুরপ্রীত কৌরের বাড়ি হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোয়ায় ৷ তিনি পেশায় একজন চিকিৎসক ৷ 2019 লোকসভা ভোটের প্রচারের সময় ভগবন্ত মানের সঙ্গে পরিচয় হয় গুরপ্রীত কৌরের ৷ সেই সম্পর্ক এবার বাঁধা পড়ল বৈবাহিক বন্ধনে ৷