ETV Bharat / bharat

Ludhiana court blast update : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর - Punjab Chief Minister Charanjit Singh Channi

গতকাল, বৃহস্পতিবার পঞ্জাবের লুধিয়ানা আদালতের বিস্ফোরণ হয় ৷ সেই ঘটনার নেপথ্যে ড্রাগ মাফিয়ারা থাকতে পারে বলে মনে করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ৷ এই নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান (punjab chief minister says there may be link between drug mafia and ludhiana court blast) ৷

punjab chief minister says there may be link between drug mafia and ludhiana court blast
Ludhiana court blast update : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের নেপথ্যে ড্রাগ মাফিয়া, দাবি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Dec 24, 2021, 5:07 PM IST

লুধিয়ানা (পঞ্জাব), 24 ডিসেম্বর : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় ড্রাগ মাফিয়াদের হাত থাকতে পারে ৷ তাই বৃহস্পতিবারের ওই ঘটনার সঙ্গে ড্রাগ মাফিয়াদের সংযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (punjab chief minister says there may be link between drug mafia and ludhiana court blast) ৷

তিনি জানিয়েছেন, ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ৷ মোহালি আদালতে একটি মামলাও চলছে ৷ তার মধ্যে লুধিয়ানা আদালতে বিস্ফোরণ হল ৷ দু’টো ঘটনার মধ্যে সংযোগ থাকলেও থাকতে পারে ৷ এটাও তদন্ত করে দেখা হবে ৷

প্রসঙ্গত, লুধিয়ানা আদালতের ওই ঘটনায় একজন নিহত হয়েছেন (Ludhiana court blast update) ৷ জখম হয়েছেন ছ’জন ৷ নিহত ব্যক্তি একটি মামলার মূল অভিযুক্ত ছিলেন ৷

শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু অমৃতসর বিমানবন্দর হয়ে লুধিয়ানা পৌঁছান ৷ সেখান থেকে লুধিয়ানা আদালতে ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ কেন্দ্রের তরফে এই নিয়ে তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Explosion in Ludhiana Court Complex : লুধিয়ানায় জেলা আদালতে বিস্ফোরণে মৃত এক, জখম কমপক্ষে 3

তাছাড়া আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবীদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন কিরেন রিজিজু ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পঞ্জাব সরকারের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ৷

লুধিয়ানা (পঞ্জাব), 24 ডিসেম্বর : লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় ড্রাগ মাফিয়াদের হাত থাকতে পারে ৷ তাই বৃহস্পতিবারের ওই ঘটনার সঙ্গে ড্রাগ মাফিয়াদের সংযোগ খতিয়ে দেখছে পুলিশ ৷ শুক্রবার এই কথা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি (punjab chief minister says there may be link between drug mafia and ludhiana court blast) ৷

তিনি জানিয়েছেন, ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ৷ মোহালি আদালতে একটি মামলাও চলছে ৷ তার মধ্যে লুধিয়ানা আদালতে বিস্ফোরণ হল ৷ দু’টো ঘটনার মধ্যে সংযোগ থাকলেও থাকতে পারে ৷ এটাও তদন্ত করে দেখা হবে ৷

প্রসঙ্গত, লুধিয়ানা আদালতের ওই ঘটনায় একজন নিহত হয়েছেন (Ludhiana court blast update) ৷ জখম হয়েছেন ছ’জন ৷ নিহত ব্যক্তি একটি মামলার মূল অভিযুক্ত ছিলেন ৷

শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু অমৃতসর বিমানবন্দর হয়ে লুধিয়ানা পৌঁছান ৷ সেখান থেকে লুধিয়ানা আদালতে ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ কেন্দ্রের তরফে এই নিয়ে তদন্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Explosion in Ludhiana Court Complex : লুধিয়ানায় জেলা আদালতে বিস্ফোরণে মৃত এক, জখম কমপক্ষে 3

তাছাড়া আদালতের বিচারক, কর্মচারী, আইনজীবীদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন কিরেন রিজিজু ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পঞ্জাব সরকারের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.