কলকাতা, 21 জানুয়ারি: পাঁজির বিচারে ভারতে বসন্তের আগমন ঘটে বসন্ত পঞ্চমীর (Basant Panchami 2023) মধ্য দিয়ে ৷ বাংলা ক্য়ালেন্ডার অনুসারে, মাঘ মাসের পঞ্চম দিনটিকেই বসন্ত পঞ্চমী হিসাবে চিহ্নিত করা হয় ৷ এই তিথিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গৃহস্থের বাড়িতে পূজিতা হন দেবী সরস্বতী (Saraswati Puja) ৷ হিন্দু শাস্ত্রে যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী ৷ ভক্তদের বিশ্বাস, এই বিশেষ তিথিতে দেবী সরস্বতীর উপাসনা করলে তিনি সন্তুষ্ট হন ৷ পুজোয় তুষ্ট হলে দেবীও তাঁর ভক্তদের আশীর্বাদ করেন ৷ তাঁদের বিদ্যা, বুদ্ধি বৃদ্ধি পায় ৷
চলতি বছর বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী 25 জানুয়ারি দুপুর 12টা 34 মিনিটে ৷ শেষ হবে পরদিন, অর্থাৎ 26 জানুয়ারি সকাল 10টা 28 মিনিটে ৷ অর্থাৎ, 25 জানুয়ারি দুপুর 12টা 34 মিনিট থেকেই দেবীর পুজোয় বসা যাবে ৷ সরস্বতী পুজো নিয়ে ভারতের নানা প্রান্তে নানা বিশ্বাস রয়েছে ৷ কোথাও তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার স্ত্রী হিসাবে গণ্য হন ৷ আবার কোথাও তিনি পূজিতা হন দেবী পার্বতীর কন্যা হিসাবে ৷ অনেকের বিশ্বাস, বসন্ত পঞ্চমীর দিনেই দেবী সরস্বতীকে জন্ম দিয়েছিলেন মহামায়া ৷ ভারতীয় হিন্দু সমাজে এই দিনটিতে নানা ধরনের শুভ কাজ করা হয় ৷ অনেকেই এই দিনে নতুন কাজ শুরু করেন ৷ বসন্ত পঞ্চমীতে বিয়ের পিঁড়িতে বসাও খুবই শুভ বলে ধরা হয় ৷ অনেকে এই দিনটিকেই বেছে নেন গৃহপ্রবেশের পুজো করার জন্য ৷
আরও পড়ুন: সরস্বতী পুজোয় 27 জানুয়ারি বাড়তি ছুটি ঘোষণা রাজ্য সরকারের
পূর্ব ভারতের কথা যদি আলাদা করে বলা হয়, তাহলে বলতে হবে, দেশের এই অংশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে সরস্বতীপুজো হিসাবেই পালিত হয় বসন্ত পঞ্চমী ৷ পাশাপাশি, বিহার, ত্রিপুরা এবং অসমের বাঙালিপ্রধান এলাকাগুলিতেও একইভাবে বসন্ত পঞ্চমী পালন করা হয় ৷ তাতে যোগ দেন অবাঙালিরাও ৷ দেবী সরস্বতীকে মূলত হলুদ রঙের (কোথাও কোথাও সাদা) বসন ও ভূষণ পরানো হয় ৷ তাঁর পুজোতেও হলুদ রঙের ফুল সবথেকে বেশি ব্যবহার করা হয় ৷ ভোগের উপকরণ হিসাবে থাকে নানা ধরনের ফল এবং মিষ্টি ৷ কোথাও কোথাও খিচুড়ি ভোগেরও বন্দোবস্ত করা হয় ৷
এই হলুদ রঙের একটি বিশেষ গুরুত্ব রয়েছে ৷ এই সময় ভারতে সরষের পাকা ফসল কাটা হয় ৷ তার রং হলুদ ৷ দেবীর বসনেও তারই প্রতিফলন দেখা যায় ৷ যদিও পুরাণ বিশেষজ্ঞরা বলেন, হলুদ রং দেবীর নিজের ভীষণ প্রিয় ৷ সেই কারণেই তাঁকে হলুদ রঙের পোশাক পরানো হয় ৷ অন্যদিকে, পঞ্জাব, হরিয়ানা-সহ বেশ কিছু রাজ্যে বসন্ত পঞ্চমীর দিন ঘুড়ি উৎসব পালন করা হয় ৷ আবার দক্ষিণ ভারতে এই একই দিনে পালিত হয় শ্রী পঞ্চমী ৷