পুদুচেরি, 17 ফেব্রুয়ারি: লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে কিরণ বেদীর অপসারণে সন্তোষ প্রকাশ করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী । তাঁর মতে, এই ঘটনা ''জনগণের জয়''। কংগ্রেস ক্রমাগত চাপ দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কেন্দ্রকে ।
নারায়ণস্বামীর অভিযোগ, পুদুচেরির বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিরণ বেদী । মুখ্যমন্ত্রীর কথায়, ''গত দু বছর ধরে আমরা কিরণ বেদীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলাম । অসাংবিধানিক ব্যবহার, প্রতিনিয়ত প্রশাসনের কাজে হস্তক্ষেপ, নির্বাচিত সরকারকে অবজ্ঞা করা ও নিয়ম মেনে না-চলার জন্য আমরা তাঁর অপসারণ দাবি করেছিলাম। তাঁর বিরুদ্ধে আমরা বহু বিক্ষোভ দেখিয়েছি । তাঁর অপসারণের দাবিতে আমরা স্বাক্ষর সংগ্রহও করেছি ।''
কেন্দ্রশাসিত অঞ্চলের নানা কল্যাণমূলক প্রকল্প কিরণ আটকে রেখেছিলেন বলে অভিযোগ করে পুদুচেরির মুখ্যমন্ত্রী বলেছেন, ''আমাদের চাপের কারণেই কেন্দ্রীয় সরকার তাঁকে সরাতে বাধ্য হয়েছে । এটা পুদুচেরির জনগণের জন্য বিরাট জয় । তিনি কল্যাণমূলক প্রকল্পগুলি আটকে রেখেছিলেন। তবে আজ পুদুচেরির মানুষের অধিকার স্বীকৃত হল। এ বার বিজেপিকে শিক্ষা দেবে পুদুচেরি ।'' কিরণ বেদীর অপসারণের আনন্দে বাজি ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে সেলিব্রেশন করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ।
মঙ্গলবার রাতে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর কিরণ বেদীকে সরিয়ে দেওয়া হয় ৷ এ দিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয় ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিস থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে, আপাতত পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছে তামিলিসাই সৌন্দর্যারাজনকে ৷ তিনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল ৷ সেই দায়িত্বের সঙ্গেই তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনরের দায়িত্ব পালন করবেন ৷ যতদিন না পুদুচেরির নতুন লেফটেন্যান্ট গর্ভনর নিয়োগ করা হচ্ছে, ততদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হবে ৷
আরও পড়ুন: পুদুচেরির লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে সরানো হল কিরণ বেদীকে
গতকালই কংগ্রেসের চারজন বিধায়ক ইস্তফা দেন ৷ তার ফলে সংখ্যালঘু হয়ে পড়ে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ৷ তার পরই কিরণ বেদীকে সরিয়ে দেওয়ার মধ্যে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে ! আপাতত এই প্রশ্নই উঠছে ৷
রাজনৈতিক মহলের খবর, অবশ্যই যোগাযোগ আছে৷ গত মাসে একজন কংগ্রেস বিধায়ক এ নমস্সিভ্যাম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ তিনি নাকি কিরণ বেদীকে সরিয়ে দেওয়ার বিষয়টিকে শর্ত হিসেবে রেখেছিলেন ৷ তাঁর সঙ্গে আরও একজন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ মঙ্গলবার চারজন ইস্তফা দিলেন ৷ আর একজনকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে কংগ্রেস ৷
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, কিরণ বেদীর বিরুদ্ধে কংগ্রেস বারবার বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছে ৷ সামনেই পুদুচেরি বিধানসভার নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের এই অভিযোগ বন্ধ করে দিতেই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার ৷