ডীগ (ভরতপুর), 8 নভেম্বর: ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক ৷ এ আর নতুন কী ! এমন ঘটনা তো আগেও ঘটেছে ৷ কিন্তু এই বিয়ের জন্য ওই শিক্ষক লিঙ্গ পরিবর্তন করেছেন (PT teacher Changed gender in Bharatpur) ৷ এই ঘটনায় চমক এখানেই ৷
ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে ৷ সেখানকার একটি স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা কুন্তল ৷ গত 4 নভেম্বর তিনি বিয়ে করেন ছাত্রী কল্পনাকে ৷ পরিবারের সম্মতিতেই এই বিয়ে হয় ৷ আর বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন করে মীরা হয়েছেন আরব (Meera became Aarav in Bharatpur) ৷
কল্পনা কবাডি খেলোয়াড় ৷ মীরাও তাই ৷ তিনি জাতীয় স্তরে চ্যাম্পিয়নও হয়েছেন ৷ হকি ও ক্রিকেটেও জাতীয়স্তরে খেলেছেন মীরা ৷ তাঁর কাছেই কবাডির প্রশিক্ষণ নেওয়া শুরু করেন কল্পনা ৷ তার পর রাজ্য থেকে জাতীয়স্তর পর্যন্ত কবাডিতে ভালো পারফর্ম করেছেন ৷ 2023 সালে তিনি আন্তর্জাতিক প্রো কবাডিতে অংশগ্রহণ করবেন ৷
কবাডির প্রশিক্ষণ চলাকালীন দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ সেই সম্পর্ক টিকিয়ে রাখতে মীরা লিঙ্গ পরিবর্তন করেন ৷ মহিলা থেকে হয়ে ওঠেন পুরুষ ৷ এখন তিনি সর্বত্র আরব নামেই পরিচিত ৷ কিন্তু এই সফর একেবারেই সুখকর ছিল না ৷ পরিবারকে তো পাশে পেয়েছিলেন ৷ কিন্তু আত্মীয়, পরিজন, প্রতিবেশীরা নানা কথা বলতেন ৷ কটূক্তি করতেন ৷
কিন্তু ছোট থেকেই মীরার চালচলন ছেলেদের মতো ছিল ৷ অনেকে তো একে মানসিক রোগ বলতেন ৷ কিন্তু মীরা নিজেকে বদলাননি ৷ নিজের যোগ্যতায় তিনি চাকরিও পান ৷ তার পর এক সময় কল্পনার সঙ্গে পরিচয়, প্রেম ৷ যে সম্পর্ক তাঁকে মহিলা থেকে পুরুষ হওয়ার জন্য মানসিক শক্তি দিয়েছে বলে জানা যাচ্ছে (Meera changed gender for Love) ৷
2019 সাল থেকে 2022 সাল, টানা তিন বছর ধরে দিল্লির এক হাসপাতালে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করানো হয় মীরার ৷ তার পরই তিনি আরব হিসেবে পরিচিত হয়েছেন ৷ এই কঠিন সময়ে কল্পনা বরাবর তাঁর পাশে ছিলেন ৷ এবার তাঁদের সম্পর্ক পরিণতিও পেল ৷
আরও পড়ুন: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন মিস আর্জেন্টিনা এবং মিস পুয়ের্তো রিকো