ETV Bharat / bharat

Priyanka takes U Turn on UP CM Face Issue : উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল প্রিয়ঙ্কার - উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ

শুক্রবার প্রিয়ঙ্কা গান্ধি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন ৷ কিন্তু শনিবার প্রিয়ঙ্কা জানালেন, তিনি উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নন (priyanka gandhi vadra takes u turn on up cm face issue) ৷

priyanka gandhi vadra takes u turn on up cm face issue
Priyanka takes U Turn on UP CM Face Issue : উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী মুখ হওয়া নিয়ে 24 ঘণ্টার মধ্যেই ভোলবদল প্রিয়াঙ্কার
author img

By

Published : Jan 22, 2022, 2:35 PM IST

নয়াদিল্লি, 22 জানুয়ারি : চব্বিশ ঘণ্টার মধ্যেই ভোলবদল করলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা (Priyanka takes U Turn on UP CM Face Issue) ৷ শুক্রবার বলেছিলেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ তিনিই ৷ কিন্তু শনিবার কংগ্রেসের এই সাধারণ সম্পাদকের গলায় উল্টো সুর (Congress Leader Priyanka Gandhi) ৷ এবার তাঁর দাবি, বিরক্ত হয়ে তিনি ওই দাবি করে ফেলেছিলেন ৷

কেন বিরক্ত হয়েছিলেন ? সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রিয়ঙ্কা ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ কি তিনি, এই প্রশ্ন তাঁকে বারবার করা হয় ৷ তাই একই প্রশ্ন শুক্রবার শুনে তিনি ওই উত্তর দিয়েছিলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধি উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ ? সরাসরি কোনও উত্তর না দিয়ে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা ৷ জানতে চেয়েছিলেন, ‘‘আর কারও মুখ কি দেখা যাচ্ছে ?’’ (Priyanka gandhi Congress UP CM Face)

সেখান থেকেই জল্পনা ছড়ায় যে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ময়দানে নামতে চলেছেন রাজীব-সোনিয়ার কন্যা ৷ তিনি ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়ায় ৷

প্রসঙ্গত, এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election 2022) মুখোমুখি লড়াই হচ্ছে তিনপক্ষের - বিজেপি ও সমাজবাদী পার্টি ও কংগ্রেস ৷ বিজেপি তাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গোরক্ষপুর থেকে প্রার্থী করেছে ৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও ভোটের ময়দানে নামতে চলেছেন ৷ প্রিয়ঙ্কাও ভোটের ময়দানে নামলে লড়াই আরও জোরদার হবে বলেই মত রাজনৈতিক মহলের ৷

  • #WATCH | I am not saying that I am the (CM) face (of Congress in the Uttar Pradesh elections)... I said that (you can see my face everywhere) in irritation because you all were asking the same question again & again: Congress General Secretary Priyanka Gandhi Vadra on her pic.twitter.com/mDIWc9iG8g

    — ANI (@ANI) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু শনিবার সেই অঙ্কে কার্যত জল ঢেলে দিলেন প্রিয়ঙ্কা ৷ তিনি বলেন, ‘‘কোথাও কোথাও আমাদের দল ঠিক করে যে কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে ৷ আবার কোথাও কোথাও এই নিয়ে সিদ্ধান্ত নেয় না ৷ এটা আমাদের দলের নীতি ৷’’

এর পর তাঁর মুখ্যমন্ত্রী মুখ হওয়া প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমি বলছি না যে আমিই মুখ ৷ ওটাতো আমি বিরক্ত হয়ে বলে দিয়েছিলাম ৷ কারণ, আপনারা বারবার একই প্রশ্ন করেন ৷’’

নয়াদিল্লি, 22 জানুয়ারি : চব্বিশ ঘণ্টার মধ্যেই ভোলবদল করলেন প্রিয়ঙ্কা গান্ধি বঢরা (Priyanka takes U Turn on UP CM Face Issue) ৷ শুক্রবার বলেছিলেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ তিনিই ৷ কিন্তু শনিবার কংগ্রেসের এই সাধারণ সম্পাদকের গলায় উল্টো সুর (Congress Leader Priyanka Gandhi) ৷ এবার তাঁর দাবি, বিরক্ত হয়ে তিনি ওই দাবি করে ফেলেছিলেন ৷

কেন বিরক্ত হয়েছিলেন ? সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রিয়ঙ্কা ৷ তাঁর দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ কি তিনি, এই প্রশ্ন তাঁকে বারবার করা হয় ৷ তাই একই প্রশ্ন শুক্রবার শুনে তিনি ওই উত্তর দিয়েছিলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুক্রবার প্রিয়ঙ্কা ও রাহুল গান্ধি উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ ? সরাসরি কোনও উত্তর না দিয়ে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা ৷ জানতে চেয়েছিলেন, ‘‘আর কারও মুখ কি দেখা যাচ্ছে ?’’ (Priyanka gandhi Congress UP CM Face)

সেখান থেকেই জল্পনা ছড়ায় যে, উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ময়দানে নামতে চলেছেন রাজীব-সোনিয়ার কন্যা ৷ তিনি ভোটে লড়তে পারেন বলেও জল্পনা ছড়ায় ৷

প্রসঙ্গত, এবারের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election 2022) মুখোমুখি লড়াই হচ্ছে তিনপক্ষের - বিজেপি ও সমাজবাদী পার্টি ও কংগ্রেস ৷ বিজেপি তাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গোরক্ষপুর থেকে প্রার্থী করেছে ৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও ভোটের ময়দানে নামতে চলেছেন ৷ প্রিয়ঙ্কাও ভোটের ময়দানে নামলে লড়াই আরও জোরদার হবে বলেই মত রাজনৈতিক মহলের ৷

  • #WATCH | I am not saying that I am the (CM) face (of Congress in the Uttar Pradesh elections)... I said that (you can see my face everywhere) in irritation because you all were asking the same question again & again: Congress General Secretary Priyanka Gandhi Vadra on her pic.twitter.com/mDIWc9iG8g

    — ANI (@ANI) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু শনিবার সেই অঙ্কে কার্যত জল ঢেলে দিলেন প্রিয়ঙ্কা ৷ তিনি বলেন, ‘‘কোথাও কোথাও আমাদের দল ঠিক করে যে কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে ৷ আবার কোথাও কোথাও এই নিয়ে সিদ্ধান্ত নেয় না ৷ এটা আমাদের দলের নীতি ৷’’

এর পর তাঁর মুখ্যমন্ত্রী মুখ হওয়া প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমি বলছি না যে আমিই মুখ ৷ ওটাতো আমি বিরক্ত হয়ে বলে দিয়েছিলাম ৷ কারণ, আপনারা বারবার একই প্রশ্ন করেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.