ETV Bharat / bharat

Revadi Culture: দরিদ্র, মধ্যবিত্তকে অপমান করেছেন মোদি ! টুইটে খোঁচা প্রিয়াঙ্কার

সংশোধিত জিএসটি (GST) কার্যকর হতেই বেড়েছে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ৷ এই প্রসঙ্গে একটি টুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ একইসঙ্গে, সম্প্রতি 'রেওয়াড়ী ঐতিহ্য' (Revadi Culture) নিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) যে মন্তব্য করেছেন, তারও বিরোধিতা করেছেন তিনি ৷

Priyanka Gandhi Vadra says Narendra Modi malign Poor and middle class people by talk of Revadi culture
Revadi Culture: দরিদ্র, মধ্যবিত্তকে অপমান করেছেন মোদি ! টুইটে খোঁচা প্রিয়াঙ্কার
author img

By

Published : Jul 18, 2022, 6:46 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই: উত্তরপ্রদেশে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করে 'রেওয়াড়ী ঐতিহ্য' (Revadi Culture)-এর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই ঘটনার দু'দিন পরই সংশোধিত জিএসটি (GST) কার্যকর হয়েছে ৷ ফলে সোমবার থেকেই দাম বেড়েছে বহু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ৷ আর তারপরই মোদিকে তাঁর 'রেওয়াড়ী ঐতিহ্য' সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তাঁর অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির উপার্জন বৃদ্ধির পথ প্রশস্ত করছে ৷ একইসঙ্গে, 'রেওয়াড়ী ঐতিহ্য'-এর কথা বলে দরিদ্র ও মধ্যবিত্তদের অপমান করা হয়েছে বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷

প্রসঙ্গত, রেওয়াড়ী একটি সুস্বাদু মিষ্টি ৷ উৎসবের মরশুমে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের মিষ্টিমুখ করানোর জন্য এটি বিতরণ করা হয় ৷ তবে, একইসঙ্গে রেওয়াড়ী বিতরণের এই প্রথাকে বেশ কিছু ক্ষেত্রে 'ঘুষ' প্রদানের সঙ্গেও তুলনা করা হয় ৷ অনেক সময়েই ভোট আদায়ের জন্য জনমোহিনী বিভিন্ন প্রকল্প চালু করে সরকার পক্ষ ৷ যাকে সাধারণভাবে 'পাইয়ে দেওয়ার রাজনীতি' বলা হয় ! এই বিষয়টিই 'রেওয়াড়ী ঐতিহ্য' হিসাবে পরিচিত ৷ শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় মোদি এই অভ্যাসের বিরোধিতা করেন ৷ বলেন, এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক ৷ তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পাইয়ে দেওয়ার রাজনীতিকে প্রশ্রয় দিলে চলবে না ৷ বদলে মানুষের জন্য প্রকৃত উন্নয়ন করতে হবে ৷ বলা বাহুল্য, বিরোধীদের আক্রমণ করতেই 'রেওয়াড়ী ঐতিহ্য'-এর প্রসঙ্গ তুলেছিলেন মোদি ৷

আরও পড়ুন: Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর

সোমবার হিন্দিতে একটি টুইট করেন প্রিয়াঙ্কা ৷ সেখানে তিনি লেখেন, "পেট্রল-ডিজেল, রান্নার গ্য়াসের দাম আগেই বাড়ানো হয়েছিল ৷ আজ থেকে আটা, শস্য দানা এবং দইও মহার্ঘ্য হল ৷ আগামী দিনে তাঁর ধনকুবের বন্ধুদের জন্য মোদিজি বিদ্যুতের দামও বাড়াবেন ৷ কিছু মানুষের উপার্জন বাড়ানোর জন্য নির্বিচারে ব্যবস্থা করা হচ্ছে ৷ অন্যদিকে, রেওয়াড়ী ঐতিহ্যের কথা বলে দরিদ্র এবং মধ্যবিত্তদের অপমান করা হচ্ছে ৷"

এদিন তাঁর টুইটের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন প্রিয়াঙ্কা ৷ তাতে গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন পণ্য়ের দামবৃদ্ধির খতিয়ান তুলে ধরা হয় ৷ জিএসটি প্রয়োগের ফলে আদতে যে দেশের আমজনতার উপর করের বোঝা বেড়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷

নয়াদিল্লি, 18 জুলাই: উত্তরপ্রদেশে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করে 'রেওয়াড়ী ঐতিহ্য' (Revadi Culture)-এর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সেই ঘটনার দু'দিন পরই সংশোধিত জিএসটি (GST) কার্যকর হয়েছে ৷ ফলে সোমবার থেকেই দাম বেড়েছে বহু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ৷ আর তারপরই মোদিকে তাঁর 'রেওয়াড়ী ঐতিহ্য' সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ তাঁর অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির উপার্জন বৃদ্ধির পথ প্রশস্ত করছে ৷ একইসঙ্গে, 'রেওয়াড়ী ঐতিহ্য'-এর কথা বলে দরিদ্র ও মধ্যবিত্তদের অপমান করা হয়েছে বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷

প্রসঙ্গত, রেওয়াড়ী একটি সুস্বাদু মিষ্টি ৷ উৎসবের মরশুমে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের মিষ্টিমুখ করানোর জন্য এটি বিতরণ করা হয় ৷ তবে, একইসঙ্গে রেওয়াড়ী বিতরণের এই প্রথাকে বেশ কিছু ক্ষেত্রে 'ঘুষ' প্রদানের সঙ্গেও তুলনা করা হয় ৷ অনেক সময়েই ভোট আদায়ের জন্য জনমোহিনী বিভিন্ন প্রকল্প চালু করে সরকার পক্ষ ৷ যাকে সাধারণভাবে 'পাইয়ে দেওয়ার রাজনীতি' বলা হয় ! এই বিষয়টিই 'রেওয়াড়ী ঐতিহ্য' হিসাবে পরিচিত ৷ শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় মোদি এই অভ্যাসের বিরোধিতা করেন ৷ বলেন, এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক ৷ তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পাইয়ে দেওয়ার রাজনীতিকে প্রশ্রয় দিলে চলবে না ৷ বদলে মানুষের জন্য প্রকৃত উন্নয়ন করতে হবে ৷ বলা বাহুল্য, বিরোধীদের আক্রমণ করতেই 'রেওয়াড়ী ঐতিহ্য'-এর প্রসঙ্গ তুলেছিলেন মোদি ৷

আরও পড়ুন: Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর

সোমবার হিন্দিতে একটি টুইট করেন প্রিয়াঙ্কা ৷ সেখানে তিনি লেখেন, "পেট্রল-ডিজেল, রান্নার গ্য়াসের দাম আগেই বাড়ানো হয়েছিল ৷ আজ থেকে আটা, শস্য দানা এবং দইও মহার্ঘ্য হল ৷ আগামী দিনে তাঁর ধনকুবের বন্ধুদের জন্য মোদিজি বিদ্যুতের দামও বাড়াবেন ৷ কিছু মানুষের উপার্জন বাড়ানোর জন্য নির্বিচারে ব্যবস্থা করা হচ্ছে ৷ অন্যদিকে, রেওয়াড়ী ঐতিহ্যের কথা বলে দরিদ্র এবং মধ্যবিত্তদের অপমান করা হচ্ছে ৷"

এদিন তাঁর টুইটের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন প্রিয়াঙ্কা ৷ তাতে গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন পণ্য়ের দামবৃদ্ধির খতিয়ান তুলে ধরা হয় ৷ জিএসটি প্রয়োগের ফলে আদতে যে দেশের আমজনতার উপর করের বোঝা বেড়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.