ETV Bharat / bharat

UP Assembly Poll 2022 : আমেঠিতে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা ? তুঙ্গে জল্পনা - প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে (UP Assembly Poll 2022) কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের ৷ সেক্ষেত্রে আমেঠি থেকে প্রিয়াঙ্কার লড়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷

priyanka gandhi vadra likely to contest in up assembly poll 2022
UP Assembly Poll 2022 : আমেঠিতে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা ? তুঙ্গে জল্পনা
author img

By

Published : Jan 5, 2022, 7:35 PM IST

লখনউ, 5 জানুয়ারি : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে (UP Assembly Poll 2022) কি দলের টিকিটে লড়তে দেখা যাবে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে (Priyanka Gandhi Vadra) ? আপাতত এই নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা ৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ভোটের ময়দানের নামার তোড়জোড় শুরু করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ খুব সম্ভবত, উত্তরপ্রদেশের আমেঠি বিধানসভা কেন্দ্র থেকে লড়তে পারেন তিনি ৷ উল্লেখ্য, এর আগেই বাইশের বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং তাঁর পূর্বসূরি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভোটে লড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ সূত্রের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরাও প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ভোটে লড়ার জল্পনা উড়িয়ে দেননি ৷ বরং তাঁরা মনে করছেন, ইন্দিরা গান্ধির নাতনি সরাসরি নির্বাচনী ময়দানে নামলে দলের সব সদস্যই চাঙ্গা হবেন ৷ সর্বশক্তি দিয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা ৷

আরও পড়ুন : Amit Shah praises Yogi Adityanath : ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

অন্যদিকে, বিজেপিও হাত গুটিয়ে বসে নেই ৷ ভোটের নির্ঘণ্ট স্থির না হলেও উত্তরপ্রদেশকে ঘিরে যেভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা এবং তা রূপায়নের বান ডেকেছে, তা থেকেই স্পষ্ট যোগীরাজ্য হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির ৷ যোগী আদিত্যনাথ নিজে এখনও উত্তরপ্রদেশে বিজেপির পোস্টার বয় ৷ তাই তাঁকে সামনে রেখেই লড়াইয়ের ছক কষা হচ্ছে ৷ শোনা যাচ্ছে, এবারের ভোটে অযোধ্য়া, মথুরা কিংবা গোরক্ষপুর থেকে লড়তে পারেন তিনি ৷

এদিকে, আবার বাংলায় বিজেপি পর্যুদস্ত হওয়ার পর নতুন করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন অখিলেশ যাদবও ৷ দলের টিকিটে তিনি যে ভোটে লড়তে চলেছেন, এ নিয়ে জল্পনা ছিলই ৷ সম্প্রতি অখিলেশ নিজেই তাতে সিলমোহর দিয়ে জানিয়েছেন সমাজবাদী পার্টির টিকিটে প্রার্থী তিনি হচ্ছেনই ৷ তবে কোন আসনে তিনি দাঁড়াবেন, সেটা এখনও স্থির হয়নি ৷ দল যেখানে জায়গা দেবে, সেখান থেকেই তিনি লড়বেন বলে জানিয়েছেন ৷

এবার ফেরা যাক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার কথায় ৷ দলেরই একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কা যদি উত্তরপ্রদেশের ভোটে লড়েন, তাহলে আমেঠিই হবে তাঁর প্রথম পছন্দ ৷ কারণ, এই কেন্দ্র দীর্ঘদিন ধরেই গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত ৷ তাই সেখানে লড়ে জেতাটা ইন্দিরা গান্ধির নাতনির পক্ষে তুলনামূলকভাবে অনেকটাই সহজ ৷ তাঁর ঠাকুমা, বাবা, দাদা, সকলেই এই আসন থেকে লড়েছেন ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, আমেঠি থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই ইদানীংকালে প্রিয়াঙ্কা সেখানে একের পর এক কর্মসূচিতে সামিল হয়েছেন ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে নারীর ক্ষমতায়ন কংগ্রেসের প্রধান এজেন্ডা ৷ প্রিয়াঙ্কা আগেই ঘোষণা করেছেন, এবার গোবলয়ের এই রাজ্যে দলের 40 শতাংশ টিকিটই দেওয়া হবে মহিলা প্রার্থীদের ৷ এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা নিজেই যদি প্রার্থী হন, তাহলে নারীর ক্ষমতায়নের বার্তা আরও জোরাল হবে ৷ তবে শেষমেশ প্রিয়াঙ্কা আদৌ ভোটে লড়বেন কি না, বা লড়লেও কোন আসনে লড়বেন, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশে দলের মুখপাত্র প্রকাশ তিওয়ারি ৷

লখনউ, 5 জানুয়ারি : উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে (UP Assembly Poll 2022) কি দলের টিকিটে লড়তে দেখা যাবে প্রিয়াঙ্কা গান্ধি বঢরাকে (Priyanka Gandhi Vadra) ? আপাতত এই নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা ৷ শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ভোটের ময়দানের নামার তোড়জোড় শুরু করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ খুব সম্ভবত, উত্তরপ্রদেশের আমেঠি বিধানসভা কেন্দ্র থেকে লড়তে পারেন তিনি ৷ উল্লেখ্য, এর আগেই বাইশের বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং তাঁর পূর্বসূরি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ভোটে লড়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ৷ সূত্রের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরাও প্রিয়াঙ্কা গান্ধি বঢরার ভোটে লড়ার জল্পনা উড়িয়ে দেননি ৷ বরং তাঁরা মনে করছেন, ইন্দিরা গান্ধির নাতনি সরাসরি নির্বাচনী ময়দানে নামলে দলের সব সদস্যই চাঙ্গা হবেন ৷ সর্বশক্তি দিয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়বেন তাঁরা ৷

আরও পড়ুন : Amit Shah praises Yogi Adityanath : ভোটমুখী উত্তরপ্রদেশে যোগীর প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

অন্যদিকে, বিজেপিও হাত গুটিয়ে বসে নেই ৷ ভোটের নির্ঘণ্ট স্থির না হলেও উত্তরপ্রদেশকে ঘিরে যেভাবে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা এবং তা রূপায়নের বান ডেকেছে, তা থেকেই স্পষ্ট যোগীরাজ্য হাতছাড়া করতে নারাজ গেরুয়া শিবির ৷ যোগী আদিত্যনাথ নিজে এখনও উত্তরপ্রদেশে বিজেপির পোস্টার বয় ৷ তাই তাঁকে সামনে রেখেই লড়াইয়ের ছক কষা হচ্ছে ৷ শোনা যাচ্ছে, এবারের ভোটে অযোধ্য়া, মথুরা কিংবা গোরক্ষপুর থেকে লড়তে পারেন তিনি ৷

এদিকে, আবার বাংলায় বিজেপি পর্যুদস্ত হওয়ার পর নতুন করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছেন অখিলেশ যাদবও ৷ দলের টিকিটে তিনি যে ভোটে লড়তে চলেছেন, এ নিয়ে জল্পনা ছিলই ৷ সম্প্রতি অখিলেশ নিজেই তাতে সিলমোহর দিয়ে জানিয়েছেন সমাজবাদী পার্টির টিকিটে প্রার্থী তিনি হচ্ছেনই ৷ তবে কোন আসনে তিনি দাঁড়াবেন, সেটা এখনও স্থির হয়নি ৷ দল যেখানে জায়গা দেবে, সেখান থেকেই তিনি লড়বেন বলে জানিয়েছেন ৷

এবার ফেরা যাক প্রিয়াঙ্কা গান্ধি বঢরার কথায় ৷ দলেরই একটি সূত্রের দাবি, প্রিয়াঙ্কা যদি উত্তরপ্রদেশের ভোটে লড়েন, তাহলে আমেঠিই হবে তাঁর প্রথম পছন্দ ৷ কারণ, এই কেন্দ্র দীর্ঘদিন ধরেই গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত ৷ তাই সেখানে লড়ে জেতাটা ইন্দিরা গান্ধির নাতনির পক্ষে তুলনামূলকভাবে অনেকটাই সহজ ৷ তাঁর ঠাকুমা, বাবা, দাদা, সকলেই এই আসন থেকে লড়েছেন ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, আমেঠি থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই ইদানীংকালে প্রিয়াঙ্কা সেখানে একের পর এক কর্মসূচিতে সামিল হয়েছেন ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : অখিলেশের সমর্থনে জানুয়ারিতেই যোগী-ভূমে তৃণমূল সুপ্রিমো ?

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে নারীর ক্ষমতায়ন কংগ্রেসের প্রধান এজেন্ডা ৷ প্রিয়াঙ্কা আগেই ঘোষণা করেছেন, এবার গোবলয়ের এই রাজ্যে দলের 40 শতাংশ টিকিটই দেওয়া হবে মহিলা প্রার্থীদের ৷ এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা নিজেই যদি প্রার্থী হন, তাহলে নারীর ক্ষমতায়নের বার্তা আরও জোরাল হবে ৷ তবে শেষমেশ প্রিয়াঙ্কা আদৌ ভোটে লড়বেন কি না, বা লড়লেও কোন আসনে লড়বেন, সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে জানিয়েছেন উত্তরপ্রদেশে দলের মুখপাত্র প্রকাশ তিওয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.