ETV Bharat / bharat

Priyanka Gandhi: নারীরা এখনও সমান মর্যাদা পায়নি, আক্ষেপ প্রিয়াঙ্কার - কংগ্রেসের প্রাক্তন সভাপতি

চেন্নাইয়ের নন্দনম ওয়াইএমসিএ গ্রাউন্ডে ডিএমকে মহিলা দলের পক্ষ থেকে একটি "নারী অধিকার সম্মেলন" অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই সম্মেলনের মঞ্চ থেকেই কার্যত আরও একবার নারীদের অধিকারের পক্ষে জোরাল সওয়াল শোনা গেল প্রিয়াঙ্কার গলায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 10:58 PM IST

চেন্নাই, 14 অক্টোবর: চেন্নাই থেকে ফের একবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ চেন্নাইয়ের নন্দনম ওয়াইএমসিএ গ্রাউন্ডে ডিএমকে মহিলা দলের পক্ষ থেকে একটি "নারী অধিকার সম্মেলন" অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই সম্মেলনের মঞ্চ থেকেই কার্যত আরও একবার নারীদের অধিকারের পক্ষে জোরাল সওয়াল শোনা গেল প্রিয়াঙ্কার গলায় ৷

শনিবার প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "32 বছর আগে, এটি আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন ছিল। এমন একটি দিনে আমি প্রথম তামিলনাড়ুতে পা রেখেছিলাম আমার বাবার বিকৃত লাশ বহন করতে ৷ তখন আমার বয়স 19 বছর। আমার মা তখন যুবতী ছিলেন।" রাজীব গান্ধির মৃত্যু দিনে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, "সেই রাতে আমার খুব কষ্ট হচ্ছিল। মীনামবাক্কাম পৌঁছলে নিরাপত্তা বাহিনী এসে পৌঁছয়। তখন বিমানবন্দরে কর্মরত সব মহিলা আমার মায়ের কাছে এসে কেঁদে ফেলেন। তারা আমার বাবার জন্য চোখের জল ফেলছে সেই ছবি এখনও আমার মনে তাজা।"

একই সঙ্গে সোনিয়াকে পাশে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "তুমি আমার মা, আমার বোন। আমি এখানে তোমার সঙ্গে সম্মানিত বোধ করছি ৷ আমি আমাদের অর্থাৎ ভারতের মহিলাদের কথা বলছি। আমাদের দেশে প্রথম এখানেই ঘটেছিল সামাজিক পরিবর্তন। বিশেষ করে তামিলনাড়ুতে আন্নাদুরাই এবং করুণানিধি পেরিয়ার পথে রাজত্ব করেছেন। কিন্তু তারপরও এখনও নারীরা সমান মর্যাদা পেতে পারে না।"

আরও পড়ুন: 2036 অলিম্পিকস আয়োজনে উদ্যোগী ভারত, বিড পেতে আত্মবিশ্বাসী মোদি

তাঁর কথায়, "সম্পূর্ণ মর্য়াদা অর্জনের জন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। 100 বছর আগে ফাদার পেরিয়ার বইয়ে লিখেছিলেন, কেন মহিলারা ক্রীতদাস হন। কিন্তু 100 বছর পরেও আমরা প্রশ্ন করি, কেন নারীরা দাস হয়ে থাকবে ?" তিনি আরও বলেন, "আমরা এখন পরিবর্তনের জন্য সঠিক অবস্থানে আছি। নারীরা প্রজন্মের পর প্রজন্মের নিপীড়ন থেকে মুক্তি পেতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভারতে নারীর মর্যাদা যাই থাকুক না কেন, সেখানে নারীদের প্রতি নিগ্রহ চলছে। তামিলনাড়ুতে সামাজিক পরিবর্তনের বিপ্লবের সূত্রপাত। ভারতীয় রাজনীতিতে নারীদের গুরুত্ব বৃদ্ধি করা অপরিহার্য।"

চেন্নাই, 14 অক্টোবর: চেন্নাই থেকে ফের একবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ চেন্নাইয়ের নন্দনম ওয়াইএমসিএ গ্রাউন্ডে ডিএমকে মহিলা দলের পক্ষ থেকে একটি "নারী অধিকার সম্মেলন" অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে যোগ দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই সম্মেলনের মঞ্চ থেকেই কার্যত আরও একবার নারীদের অধিকারের পক্ষে জোরাল সওয়াল শোনা গেল প্রিয়াঙ্কার গলায় ৷

শনিবার প্রিয়াঙ্কা গান্ধি বলেন, "32 বছর আগে, এটি আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন ছিল। এমন একটি দিনে আমি প্রথম তামিলনাড়ুতে পা রেখেছিলাম আমার বাবার বিকৃত লাশ বহন করতে ৷ তখন আমার বয়স 19 বছর। আমার মা তখন যুবতী ছিলেন।" রাজীব গান্ধির মৃত্যু দিনে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, "সেই রাতে আমার খুব কষ্ট হচ্ছিল। মীনামবাক্কাম পৌঁছলে নিরাপত্তা বাহিনী এসে পৌঁছয়। তখন বিমানবন্দরে কর্মরত সব মহিলা আমার মায়ের কাছে এসে কেঁদে ফেলেন। তারা আমার বাবার জন্য চোখের জল ফেলছে সেই ছবি এখনও আমার মনে তাজা।"

একই সঙ্গে সোনিয়াকে পাশে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "তুমি আমার মা, আমার বোন। আমি এখানে তোমার সঙ্গে সম্মানিত বোধ করছি ৷ আমি আমাদের অর্থাৎ ভারতের মহিলাদের কথা বলছি। আমাদের দেশে প্রথম এখানেই ঘটেছিল সামাজিক পরিবর্তন। বিশেষ করে তামিলনাড়ুতে আন্নাদুরাই এবং করুণানিধি পেরিয়ার পথে রাজত্ব করেছেন। কিন্তু তারপরও এখনও নারীরা সমান মর্যাদা পেতে পারে না।"

আরও পড়ুন: 2036 অলিম্পিকস আয়োজনে উদ্যোগী ভারত, বিড পেতে আত্মবিশ্বাসী মোদি

তাঁর কথায়, "সম্পূর্ণ মর্য়াদা অর্জনের জন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। 100 বছর আগে ফাদার পেরিয়ার বইয়ে লিখেছিলেন, কেন মহিলারা ক্রীতদাস হন। কিন্তু 100 বছর পরেও আমরা প্রশ্ন করি, কেন নারীরা দাস হয়ে থাকবে ?" তিনি আরও বলেন, "আমরা এখন পরিবর্তনের জন্য সঠিক অবস্থানে আছি। নারীরা প্রজন্মের পর প্রজন্মের নিপীড়ন থেকে মুক্তি পেতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভারতে নারীর মর্যাদা যাই থাকুক না কেন, সেখানে নারীদের প্রতি নিগ্রহ চলছে। তামিলনাড়ুতে সামাজিক পরিবর্তনের বিপ্লবের সূত্রপাত। ভারতীয় রাজনীতিতে নারীদের গুরুত্ব বৃদ্ধি করা অপরিহার্য।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.