বারাণসী, 10 অক্টোবর : কাশীর বিশ্বনাথ (Vishwanath Temple) মন্দিরে পুজো দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ রবিবার বারাণসীর রোহানিয়া এলাকায় আয়োজিত একটি কৃষক সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷ সেই কর্মসূচির আগেই ঈশ্বরের দরবারে হাজির প্রিয়াঙ্কা ৷ প্রসঙ্গত, রোহিনিয়া এলাকাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : আমরা মৃতদের ন্যায়বিচার আদায় করতে এসেছি, লখিমপুরে পৌঁছে জানালেন রাহুল
এদিন মন্দিরে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে ভূপেশের উপরেই দলের দায়িত্ব দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ এছাড়াও, এদিন মন্দিরে উপস্থিত ছিলেন দলের রাজ্যসভার সাংসদ দীপেন্দর সিং হুডা (Deepender Singh Hooda) ৷ বিশ্বনাথের মন্দির ছাড়াও এদিন শহরের দুর্গা মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে প্রিয়াঙ্কার ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার
কংগ্রেস সূত্রে খবর, এবার থেকে প্রতি মাসেই অন্তত পাঁচদিন করে উত্তরপ্রদেশে থাকবে প্রিয়াঙ্কা ৷ আগামী বছর নির্বাচন হবে উত্তরপ্রদেশে ৷ তার আগে যোগী রাজ্যে কংগ্রেসের ভিত পোক্ত করতেই প্রিয়াঙ্কার এই তৎপরতা ৷