ETV Bharat / bharat

Priyanka joins Bharat Jodo Yatra: কাশ্মীরে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে প্রিয়াঙ্কা

ভারত জোড়ো যাত্রা নিয়ে এখন জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) রয়েছেন রাহুল গান্ধি ৷ শনিবার তাঁর সঙ্গে এই যাত্রায় আরও একবার সামিল হন প্রিয়াঙ্কা গান্ধি ৷ এছাড়াও ছিলেন মেহবুবা মুফতিও ৷

Priyanka joins Bharat Jodo Yatra
Priyanka joins Bharat Jodo Yatra
author img

By

Published : Jan 28, 2023, 5:29 PM IST

লেথপোরা (পুলওয়ামা), 28 জানুয়ারি: শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এখন এই কর্মসূচি নিয়ে জম্মু ও কাশ্মীরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শনিবার তাঁর সঙ্গে পা মেলালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এদিন জম্মু ও কাশ্মীরের লেথপোরায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেন তিনি ৷ এদিন রাহুল ও প্রিয়াঙ্কার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর একাধিক রাজ্য ঘুরে গত বছরের শেষের দিকে নয়াদিল্লি পৌঁছান ৷ সেখানেই শেষ হয় এই যাত্রার প্রথম পর্যায় ৷ ওই পর্বেই রাহুলের সঙ্গে একাধিকবার হাঁটতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে ৷ চলতি মাসের 3 তারিখ এই যাত্রা আবার শুরু হয় ৷ তার পর বেশ কয়েকটি রাজ্য ঘুরে জম্মু ও কাশ্মীরে এসে পৌঁছেছে যাত্রা ৷ শ্রীনগরে এই কর্মসূচি শেষ হবে ৷

এদিন অবন্তিপোরা থেকে যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ সেখানে তাঁর সঙ্গে এই কর্মসূচিতে সামিল হন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (PDP president Mehbooba Mufti) ও তাঁর মেয়ে ইলতিজা মুফতি ৷ টুইটারে পিডিপি নেত্রী এই ভারত জোড়ো যাত্রা নিয়ে লিখেছেন, "রাহুল গান্ধির যাত্রা কাশ্মীরে তাজা বাতাসের মতো এসেছে । 2019 সালের পর এই প্রথম কাশ্মীরিরা এত বিপুল সংখ্যায় তাঁদের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন । তাঁর সঙ্গে হাঁটা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল ৷"

এগিয়ে যাওয়ার সময় যে এলাকায় 2019 সালে জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানরা শহিদ হন, সেখানে থামেন রাহুল ৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার এগিয়ে যান তিনি ৷ এদিন রাহুলের এই যাত্রা শেষ হওয়ার কথা শ্রীনগরের কাছে পন্থচকে ৷ আগামী সোমবার এই ভারত জোড়ো যাত্রার শেষ দিন ৷ সেদিন রাহুল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এম এ রোডে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ তার পর স্থানীয় এস কে স্টেডিয়ামে একটি জনসভায় বক্তৃতা করবেন ৷ সেখানে 23টি বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: উপত্যকায় রাহুলের নিরাপত্তা 'গাফিলতি', অভিযোগ খারিজ প্রশাসনের

লেথপোরা (পুলওয়ামা), 28 জানুয়ারি: শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ এখন এই কর্মসূচি নিয়ে জম্মু ও কাশ্মীরে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ শনিবার তাঁর সঙ্গে পা মেলালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra) ৷ এদিন জম্মু ও কাশ্মীরের লেথপোরায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেন তিনি ৷ এদিন রাহুল ও প্রিয়াঙ্কার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

গত 7 সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তার পর একাধিক রাজ্য ঘুরে গত বছরের শেষের দিকে নয়াদিল্লি পৌঁছান ৷ সেখানেই শেষ হয় এই যাত্রার প্রথম পর্যায় ৷ ওই পর্বেই রাহুলের সঙ্গে একাধিকবার হাঁটতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে ৷ চলতি মাসের 3 তারিখ এই যাত্রা আবার শুরু হয় ৷ তার পর বেশ কয়েকটি রাজ্য ঘুরে জম্মু ও কাশ্মীরে এসে পৌঁছেছে যাত্রা ৷ শ্রীনগরে এই কর্মসূচি শেষ হবে ৷

এদিন অবন্তিপোরা থেকে যাত্রা শুরু করেন রাহুল গান্ধি ৷ সেখানে তাঁর সঙ্গে এই কর্মসূচিতে সামিল হন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি (PDP president Mehbooba Mufti) ও তাঁর মেয়ে ইলতিজা মুফতি ৷ টুইটারে পিডিপি নেত্রী এই ভারত জোড়ো যাত্রা নিয়ে লিখেছেন, "রাহুল গান্ধির যাত্রা কাশ্মীরে তাজা বাতাসের মতো এসেছে । 2019 সালের পর এই প্রথম কাশ্মীরিরা এত বিপুল সংখ্যায় তাঁদের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন । তাঁর সঙ্গে হাঁটা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল ৷"

এগিয়ে যাওয়ার সময় যে এলাকায় 2019 সালে জঙ্গি হামলায় সিআরপিএফ জওয়ানরা শহিদ হন, সেখানে থামেন রাহুল ৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবার এগিয়ে যান তিনি ৷ এদিন রাহুলের এই যাত্রা শেষ হওয়ার কথা শ্রীনগরের কাছে পন্থচকে ৷ আগামী সোমবার এই ভারত জোড়ো যাত্রার শেষ দিন ৷ সেদিন রাহুল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এম এ রোডে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ তার পর স্থানীয় এস কে স্টেডিয়ামে একটি জনসভায় বক্তৃতা করবেন ৷ সেখানে 23টি বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

আরও পড়ুন: উপত্যকায় রাহুলের নিরাপত্তা 'গাফিলতি', অভিযোগ খারিজ প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.