ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে সাংবাদিকের মৃত্য়ুতে সিবিআই তদন্তের দাবি, যোগীকে চিঠি প্রিয়াঙ্কার - সাংবাদিকের রহস্যমৃত্য়ু

সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃত্য়ুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ এই মর্মে মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একটি চিঠি লেখেন তিনি ৷ গত 13 জুন খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ‘পথ দুর্ঘটনা’য় মৃত্য়ু হয় সুলভের ৷ ঘটনায় ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ নাম জড়িয়েছে মদ মাফিয়াদের ৷

Priyanka Gandhi demands CBI enquiry into UP journalist's death, writes letter to yogi adityanath
উত্তরপ্রদেশে সাংবাদিকের মৃত্য়ুতে সিবিআই তদন্তের দাবি, যোগীকে চিঠি প্রিয়াঙ্কার
author img

By

Published : Jun 15, 2021, 3:40 PM IST

নয়াদিল্লি, 15 জুন : উত্তরপ্রদেশের এক সাংবাদিকের রহস্যমৃত্য়ুর ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ এই দাবি জানিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি লিখলেন প্রিয়াঙ্কা ৷ সূত্রের খবর, সম্প্রতি রাজ্য়ের মদ মাফিয়াদের নিয়ে লেখালিখি শুরু করেছিলেন ওই সাংবাদিক ৷ তারপরই তাঁর মৃত্য়ু হয় ৷

প্রিয়াঙ্কার অভিযোগ, উত্তরপ্রদেশের বেআইনি মদের কারবারই এই ঘটনার জন্য দায়ী ৷ সাংবাদিকের মৃত্য়ুতে দোষী মাফিয়াদের কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ এমনকী, এর জন্য প্রশাসনের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা তাঁর চিঠিতে লিখেছেন, গত 13 জুন খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের (Sulabh Srivastava) ৷ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় ৷ তাঁর মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে হয়েছে বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷

প্রিয়াঙ্কা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সুলভ ৷ এমনকী, 12 জুন এই বিষয়ে প্রয়াগরাজ জোনের এডিজিকে চিঠিও লিখেছিলেন তিনি ৷ তাতে সুলভ জানিয়েছিলেন, মদের অবৈধ কারবার নিয়ে খবর করায় স্থানীয় মদ মাফিয়ারা তাঁর উপর ক্ষেপে রয়েছে ৷ এতে তাঁর পরিবারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন সুলভ ৷

হিন্দিতে লেখা চিঠিতে যোগী আদিত্যনাথের কাছে পুরো ঘটনাটাই তুলে ধরতে চেয়েছেন প্রিয়াঙ্কা ৷ একইসঙ্গে সুলভের পরিবারকে যাতে অবিলম্বে আর্থিক সাহায্য করা হয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিও জানিয়েছেন কংগ্রেস নেত্রী ৷

এদিকে, গত সোমবার (14 জুন) সুলভের মৃত্য়ুর ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাজ সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় ওই সাংবাদিকের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 13 জুন একটি ইটভাটার কাছে সুলভের দেহ উদ্ধার করা হয় ৷ তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল ৷

আরও পড়ুন : মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

প্রসঙ্গত, একটি বেসরকারি খবরের চ্যানেলে সাংবাদিকের কাজ করতেন সুলভ ৷ সেই সূত্রেই মদের বেআইনি কারবার নিয়ে খবর করেছিলেন তিনি ৷ প্রিয়াঙ্কার দাবি, এই ঘটনাই প্রমাণ করে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার অবস্থা কতটা বেহাল ৷ তা না হলে নিজের দায়িত্ব পালনের জন্য একজন সাংবাদিককে এভাবে বেআইনি মদের কারবারিদের ভয় পেতে হত না ৷

নয়াদিল্লি, 15 জুন : উত্তরপ্রদেশের এক সাংবাদিকের রহস্যমৃত্য়ুর ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ এই দাবি জানিয়ে মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চিঠি লিখলেন প্রিয়াঙ্কা ৷ সূত্রের খবর, সম্প্রতি রাজ্য়ের মদ মাফিয়াদের নিয়ে লেখালিখি শুরু করেছিলেন ওই সাংবাদিক ৷ তারপরই তাঁর মৃত্য়ু হয় ৷

প্রিয়াঙ্কার অভিযোগ, উত্তরপ্রদেশের বেআইনি মদের কারবারই এই ঘটনার জন্য দায়ী ৷ সাংবাদিকের মৃত্য়ুতে দোষী মাফিয়াদের কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷ এমনকী, এর জন্য প্রশাসনের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে যোগীকে চিঠি প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা তাঁর চিঠিতে লিখেছেন, গত 13 জুন খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের (Sulabh Srivastava) ৷ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় ৷ তাঁর মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে হয়েছে বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷

প্রিয়াঙ্কা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সুলভ ৷ এমনকী, 12 জুন এই বিষয়ে প্রয়াগরাজ জোনের এডিজিকে চিঠিও লিখেছিলেন তিনি ৷ তাতে সুলভ জানিয়েছিলেন, মদের অবৈধ কারবার নিয়ে খবর করায় স্থানীয় মদ মাফিয়ারা তাঁর উপর ক্ষেপে রয়েছে ৷ এতে তাঁর পরিবারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন সুলভ ৷

হিন্দিতে লেখা চিঠিতে যোগী আদিত্যনাথের কাছে পুরো ঘটনাটাই তুলে ধরতে চেয়েছেন প্রিয়াঙ্কা ৷ একইসঙ্গে সুলভের পরিবারকে যাতে অবিলম্বে আর্থিক সাহায্য করা হয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবিও জানিয়েছেন কংগ্রেস নেত্রী ৷

এদিকে, গত সোমবার (14 জুন) সুলভের মৃত্য়ুর ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, কাজ সেরে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্য়ু হয় ওই সাংবাদিকের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 13 জুন একটি ইটভাটার কাছে সুলভের দেহ উদ্ধার করা হয় ৷ তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল ৷

আরও পড়ুন : মেয়েদের ছেঁড়া জিনসে আপত্তি রাওয়াতের, তীব্র কটাক্ষ জয়া-প্রিয়াঙ্কা-মহুয়ার

প্রসঙ্গত, একটি বেসরকারি খবরের চ্যানেলে সাংবাদিকের কাজ করতেন সুলভ ৷ সেই সূত্রেই মদের বেআইনি কারবার নিয়ে খবর করেছিলেন তিনি ৷ প্রিয়াঙ্কার দাবি, এই ঘটনাই প্রমাণ করে উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার অবস্থা কতটা বেহাল ৷ তা না হলে নিজের দায়িত্ব পালনের জন্য একজন সাংবাদিককে এভাবে বেআইনি মদের কারবারিদের ভয় পেতে হত না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.