নয়াদিল্লি, 8 ডিসেম্বর: গুজরাত ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের প্রচার থেকে এবার নিজেকে কার্যত সরিয়ে রেখেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ 'ভারত জোড়ো যাত্রা' নিয়েই ব্যস্ত তিনি ৷ দাদার এই অনুপস্থিতিতে হিমাচলে ভোট প্রচারের ময়দানে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ 5 বছর পর উত্তর ভারতের এই পাহাড়ি রাজ্যে ক্ষমতায় ফিরতে দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কাকে সামনে রেখেই এবার এগিয়েছে 'হাত' শিবির ৷ বৃহস্পতিবার ভোটের ফল বলছে হিমাচলে সফল প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi Vadra) ৷ এখানে 68টি আসনের মধ্যে 40টি আসনে জিতেছে কংগ্রেস ৷ মাত্র 25টি আসনে জয়ী বিজেপি ৷
প্রতি 5 বছর অন্তর সরকার ও ক্ষমতাশালী দল পালটে যায় হিমাচলে ৷ এই ট্রেন্ড ধরলে এবার এই রাজ্যে বিজেপিকে সরিয়ে সরকার গড়ার কথা ছিল কংগ্রেসেরই এবং সেটাই হল ৷ সোনিয়া-রাজীব তনয়ার নেতৃত্বে গতবারের তুলনায় হিমাচলে এবার আসন সংখ্যা অনেক বেড়েছে কংগ্রেসের (Congress in Himachal Pradesh) ৷ এমনকী গতবারের তুলনায় ভোট শেয়ারও বেড়েছে কংগ্রেসের ৷ প্রায় 44 শতাংশ ভোট তাদের দখলে (Himachal Election 2022) ৷ বিজেপি'কে এই রাজ্যের ক্ষমতা থেকে সরানোর ক্রেডিট তাই প্রিয়াঙ্কাকেই দিচ্ছেন দলীয় কর্মীরা ৷
আরও পড়ুন: সিরাজ বিধানসভাকেন্দ্রে জিতলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে দায়িত্ব নিয়েও দলকে সাফল্যের রাস্তায় পৌঁছে দিতে ব্যর্থ হয়েছিলেন ইন্দিরা গান্ধি পৌত্রী প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের দাবি, উত্তরপ্রদেশের তুলনায় ছোট রাজ্য হলেও এখানে কংগ্রেসের এই ফলের কৃতিত্ব অনেকাংশেই যায় প্রিয়াঙ্কা গান্ধির ঝুলিতে ৷ তাঁর নেতৃত্বেই এই রাজ্যে দল ফের সাফল্যের পথে বলে দাবি হাত শিবিরের ৷
হিমাচলে ভোট প্রচারে (himachal pradesh assembly polls) একাধিক জনসভা ও রোড-শো করেছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ হিমাচল কংগ্রেসের দায়িত্বে রাজীব শুক্লাকে আনা হয়েছিল প্রিয়াঙ্কার সিদ্ধান্তেই ৷ তাঁর দেখানো পথে হেঁটেই এই পাহাড়ি রাজ্যে বাজিমাত করল কংগ্রেস ৷