ETV Bharat / bharat

Tihar prisoners attempt suicide : তিহার জেলে আত্মহত্যার চেষ্টা 5 বন্দির

একসঙ্গে 5 জন বন্দি নিজেদের জীবন শেষ করার চেষ্টা করল ৷ ঘটনাটি নয়াদিল্লির তিহার জেলের ৷ আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন (Prisoners attempt suicide in Tihar Jail) ৷

Tihar prisoners attempt suicide
তিহার জেলে বন্দির আত্মহত্যার চেষ্টা
author img

By

Published : Jan 6, 2022, 10:05 AM IST

Updated : Jan 6, 2022, 10:39 AM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি : তিহার জেলে আত্মহত্যার চেষ্টা করল 5 বন্দি ৷ 3 নম্বর সেলে বন্দি ছিল তারা ৷ ধারালো অস্ত্র দিয়ে নিজেদের আঘাত করে জীবনহানির চেষ্টা করে বন্দিরা ৷ কিন্তু জেল কর্মচারীরা তাদের বাঁচিয়ে ফেলে ৷ আপাতত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিহার জেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে (Prisoners attempt suicide in Tihar Jail) ৷

সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 3 জানুয়ারি ৷ 3 নম্বর জেলের 1 নম্বর ওয়ার্ডের 5 জন বন্দি প্রথমে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে ৷ এরপর নিজেদের ওয়ার্ডের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ এমন সময় জেলে কর্তব্যরত কর্মচারীরা তা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের বের করে আনেন ৷ 5 জনকে হাসপাতালে পাঠানো হয় ৷ এক বন্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন : জেলে বসেই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ছক আইএম জঙ্গির ?

একসঙ্গে 5 জন বন্দির প্রাণহানির চেষ্টায় অস্বস্তিতে তিহার জেল কর্তৃপক্ষ ৷ তারা শুধুমাত্র বন্দিদের আত্মহত্যার চেষ্টার কথা জানিয়েছেন ৷ এর বেশি কিছু বলতে নারাজ ৷ বন্দিদের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে ৷

নয়াদিল্লি, 6 জানুয়ারি : তিহার জেলে আত্মহত্যার চেষ্টা করল 5 বন্দি ৷ 3 নম্বর সেলে বন্দি ছিল তারা ৷ ধারালো অস্ত্র দিয়ে নিজেদের আঘাত করে জীবনহানির চেষ্টা করে বন্দিরা ৷ কিন্তু জেল কর্মচারীরা তাদের বাঁচিয়ে ফেলে ৷ আপাতত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিহার জেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে (Prisoners attempt suicide in Tihar Jail) ৷

সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে 3 জানুয়ারি ৷ 3 নম্বর জেলের 1 নম্বর ওয়ার্ডের 5 জন বন্দি প্রথমে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের ক্ষতবিক্ষত করে ৷ এরপর নিজেদের ওয়ার্ডের ভিতরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ৷ এমন সময় জেলে কর্তব্যরত কর্মচারীরা তা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাদের বের করে আনেন ৷ 5 জনকে হাসপাতালে পাঠানো হয় ৷ এক বন্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

আরও পড়ুন : জেলে বসেই বিস্ফোরক বোঝাই গাড়ি রাখার ছক আইএম জঙ্গির ?

একসঙ্গে 5 জন বন্দির প্রাণহানির চেষ্টায় অস্বস্তিতে তিহার জেল কর্তৃপক্ষ ৷ তারা শুধুমাত্র বন্দিদের আত্মহত্যার চেষ্টার কথা জানিয়েছেন ৷ এর বেশি কিছু বলতে নারাজ ৷ বন্দিদের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে ৷

Last Updated : Jan 6, 2022, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.