ETV Bharat / bharat

Principal Arrested in Gujarat: মদ্যপ অবস্থায় ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতার প্রিন্সিপাল

মদ্যপ অবস্থায় শৌচালয়ে নিয়ে গিয়ে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগ উঠল স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে ৷ ঘটনাটি গুজরাতের ভাদোদরার ৷ গ্রেফতার অভিযুক্ত প্রিন্সিপাল ও আর এক শিক্ষক ৷

School Principal Arrested
প্রিন্সিপাল গ্রেফতার
author img

By

Published : Aug 16, 2023, 12:40 PM IST

Updated : Aug 16, 2023, 2:52 PM IST

ভদোদরা, 16 অগস্ট: স্বাধীনতা দিবসে মদ্যপ অবস্থায় স্কুলের ছাত্রীদের শৌচালয়ে নিয়ে গিয়ে কুরুচিকর ছবি ও ভিডিয়ো দেখানোর অভিযোগ ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্কুল প্রধান এবং শিক্ষককে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরার একটি গ্রামে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবসে ওই স্কুলে পতাকা উত্তোলন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠান শেষ হওয়ার পর যথারীতি সিংহভাগ পড়ুয়া বাড়ি ফিরে যায় । তবে তাদের মধ্যে থেকে স্কুলে রয়ে যায় বেশকিছু পড়ুয়া । আভিযোগ, সে সময় স্কুলের প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদব এবং শিক্ষক রমেশভাই পাঞ্চাল মদের আসর বসান সেখানে । আরও অভিযোগ, তারই মাঝে প্রিন্সিপাল তিন ছাত্রীকে স্কুলের শৌচালয়ে নিয়ে যান এবং মোবাইল ফোনে ওই ছাত্রীদের অশ্লীল ছবি ও ভিডিয়ো দেখান ৷

তবে কোনক্রমে পড়ুয়ারা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে ৷ এরপর বাড়িতে ফিরে অভিভাবকদের সমস্ত ঘটনা জানায় ওইসব ছাত্রীরা ৷ তাদের কথা শুনে স্কুলে পৌঁছন অভিভাবকরা । পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে স্কুলে ভিড় জমায় সাধারণ মানুষও । তারপরেই উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদবের উপর ৷ তারা তাঁকে স্কুল থেকে টেনে বের করে নিয়ে গণপ্রহার করে বলে অভিযোগ ।

ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশও । প্রিন্সিপালকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় । পাশাপাশি স্কুলে মদ্যপান করায় শিক্ষক রমেশভাই পাঞ্চালকেও গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় বিধায়ক চৈতন্য সিং ঝালা ঘটনা প্রসঙ্গে বলেন, "স্কুলের প্রিন্সিপাল লজ্জাজনক কাজ করেছে । যে কারণে সমাজে ভুল বার্তা পৌঁছচ্ছে ৷ এই কাজ করা ঠিক হয়নি তাঁর । তাই এ ধরনের ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত ৷" কেডি জাট (পিএসআই)বলেন, "গ্রামবাসীরা এই ঘটনা পুলিশকে জানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নিয়েছে । উভয় অভিযুক্তকে গ্রেফতার করাহয়েছে । তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন: এক বছর ধরে বিবাহিতা দলিত মহিলাকে গণধর্ষণ ! অভিযুক্ত ওয়াইসিপি নেতারা

প্রাথমিক শিক্ষা কমিটির চেয়ারম্যান ও আইনজীবী অশ্বিনভাই প্যাটেল বলেন, "এই ঘটনা শিক্ষাজগতের জন্য লজ্জার বিষয় । প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদবকে ঘটনার জন্য ক্ষমা করা হবে না । তাঁর সঙ্গে আরেক শিক্ষক রমেশভাই পাঞ্চালও মদ্যপ অবস্থায় ধরা পড়েছেন । দু'জনের বিরুদ্ধে ভাদু থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করেছে । তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর ওই দুই শিক্ষককে সাময়িকভাবে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে ।"

ভদোদরা, 16 অগস্ট: স্বাধীনতা দিবসে মদ্যপ অবস্থায় স্কুলের ছাত্রীদের শৌচালয়ে নিয়ে গিয়ে কুরুচিকর ছবি ও ভিডিয়ো দেখানোর অভিযোগ ৷ গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্কুল প্রধান এবং শিক্ষককে ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের ভদোদরার একটি গ্রামে ৷

জানা গিয়েছে, মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবসে ওই স্কুলে পতাকা উত্তোলন-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠান শেষ হওয়ার পর যথারীতি সিংহভাগ পড়ুয়া বাড়ি ফিরে যায় । তবে তাদের মধ্যে থেকে স্কুলে রয়ে যায় বেশকিছু পড়ুয়া । আভিযোগ, সে সময় স্কুলের প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদব এবং শিক্ষক রমেশভাই পাঞ্চাল মদের আসর বসান সেখানে । আরও অভিযোগ, তারই মাঝে প্রিন্সিপাল তিন ছাত্রীকে স্কুলের শৌচালয়ে নিয়ে যান এবং মোবাইল ফোনে ওই ছাত্রীদের অশ্লীল ছবি ও ভিডিয়ো দেখান ৷

তবে কোনক্রমে পড়ুয়ারা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে ৷ এরপর বাড়িতে ফিরে অভিভাবকদের সমস্ত ঘটনা জানায় ওইসব ছাত্রীরা ৷ তাদের কথা শুনে স্কুলে পৌঁছন অভিভাবকরা । পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে স্কুলে ভিড় জমায় সাধারণ মানুষও । তারপরেই উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদবের উপর ৷ তারা তাঁকে স্কুল থেকে টেনে বের করে নিয়ে গণপ্রহার করে বলে অভিযোগ ।

ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশও । প্রিন্সিপালকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয় । পাশাপাশি স্কুলে মদ্যপান করায় শিক্ষক রমেশভাই পাঞ্চালকেও গ্রেফতার করা হয়েছে । এই ঘটনায় গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । স্থানীয় বিধায়ক চৈতন্য সিং ঝালা ঘটনা প্রসঙ্গে বলেন, "স্কুলের প্রিন্সিপাল লজ্জাজনক কাজ করেছে । যে কারণে সমাজে ভুল বার্তা পৌঁছচ্ছে ৷ এই কাজ করা ঠিক হয়নি তাঁর । তাই এ ধরনের ব্যক্তির কঠোর শাস্তি হওয়া উচিত ৷" কেডি জাট (পিএসআই)বলেন, "গ্রামবাসীরা এই ঘটনা পুলিশকে জানায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নিয়েছে । উভয় অভিযুক্তকে গ্রেফতার করাহয়েছে । তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷"

আরও পড়ুন: এক বছর ধরে বিবাহিতা দলিত মহিলাকে গণধর্ষণ ! অভিযুক্ত ওয়াইসিপি নেতারা

প্রাথমিক শিক্ষা কমিটির চেয়ারম্যান ও আইনজীবী অশ্বিনভাই প্যাটেল বলেন, "এই ঘটনা শিক্ষাজগতের জন্য লজ্জার বিষয় । প্রিন্সিপাল মহেন্দ্রভাই যাদবকে ঘটনার জন্য ক্ষমা করা হবে না । তাঁর সঙ্গে আরেক শিক্ষক রমেশভাই পাঞ্চালও মদ্যপ অবস্থায় ধরা পড়েছেন । দু'জনের বিরুদ্ধে ভাদু থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করেছে । তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর ওই দুই শিক্ষককে সাময়িকভাবে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে ।"

Last Updated : Aug 16, 2023, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.