নয়া দিল্লি, 15 সেপ্টেম্বর : আজ 'ইঞ্জিনিয়ার দিবস' (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
টুইটে তিনি লেখেন, "সব পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ৷ আমাদের বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দ যথেষ্ট নয় ৷ শ্রী বিশ্বেশ্বরায়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷"
-
Greetings on #EngineersDay to all hardworking engineers. No words are enough to thank them for their pivotal role in making our planet better and technologically advanced. I pay homage to the remarkable Shri M. Visvesvaraya on his birth anniversary and recall his accomplishments.
— Narendra Modi (@narendramodi) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Greetings on #EngineersDay to all hardworking engineers. No words are enough to thank them for their pivotal role in making our planet better and technologically advanced. I pay homage to the remarkable Shri M. Visvesvaraya on his birth anniversary and recall his accomplishments.
— Narendra Modi (@narendramodi) September 15, 2021Greetings on #EngineersDay to all hardworking engineers. No words are enough to thank them for their pivotal role in making our planet better and technologically advanced. I pay homage to the remarkable Shri M. Visvesvaraya on his birth anniversary and recall his accomplishments.
— Narendra Modi (@narendramodi) September 15, 2021
এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তাঁদের নিত্যনতুন ভাবনা দিয়ে আত্মনির্ভর ভারত তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ "
-
Tributes to Sir M Visvesvaraya Ji, a prolific engineer and an inspiration to people from all walks of life on his Jayanti.
— Amit Shah (@AmitShah) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Engineers Day greetings to our brilliant engineers who are constantly striving towards the vision of Atmanirbhar Bharat through their amazing innovations. pic.twitter.com/fB8FdjThSD
">Tributes to Sir M Visvesvaraya Ji, a prolific engineer and an inspiration to people from all walks of life on his Jayanti.
— Amit Shah (@AmitShah) September 15, 2021
Engineers Day greetings to our brilliant engineers who are constantly striving towards the vision of Atmanirbhar Bharat through their amazing innovations. pic.twitter.com/fB8FdjThSDTributes to Sir M Visvesvaraya Ji, a prolific engineer and an inspiration to people from all walks of life on his Jayanti.
— Amit Shah (@AmitShah) September 15, 2021
Engineers Day greetings to our brilliant engineers who are constantly striving towards the vision of Atmanirbhar Bharat through their amazing innovations. pic.twitter.com/fB8FdjThSD
এম বিশ্বেশ্বরায়া 1861 সালের 15 সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন ৷ তিনি মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷
আরও পড়ুন : Coal India Limited : ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী
1912 সালে তিনি মাইসোরের দিওয়ান (Diwan of Mysore) ও প্রধান ইঞ্জিনিয়ার (chief engineer) পদে নিযুক্ত হন ৷ তিনি 'কৃষ্ণ রাজা সাগর ড্যাম' (Krishna Raja Sagara Dam) তৈরির জন্য বিখ্যাত ৷ প্রযুক্তি ছাড়াও দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, অর্থনীতি, কৃষি, সেচ এবং শিল্পায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাঁকে 'ফাদার অফ মর্ডান মাইসোর' (Father of Modern Mysore) বলা হয় ৷
1955 সালে ভারত সরকার তাঁকে 'ভারত রত্ন' (Bharat Ratna) সম্মানে ভূষিত করেন ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড (British Knighthood) উপাধি দেয় ৷ তাই তাঁর নামের আগে 'স্যর' (Sir) শব্দটি যোগ হয় ৷
এ বছরের থিম "ইঞ্জিনিয়ারিং ফর আ হেলদি প্ল্যানেট: সেলিব্রেটিং দ্য ইউনেসকো ইঞ্জিনিয়ারিং রিপোর্ট" (Engineering for A Healthy Planet- Celebrating the UNESCO Engineering Report) ৷ গত বছর থিম ছিল 'ইঞ্জিনিয়ারস ফর আ সেল্ফ-রিল্যায়্যান্ট ইন্ডিয়া' (Engineers for a Self-Reliant India) ৷