ETV Bharat / bharat

Engineers' Day: বিশ্বের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের - Mokshagundam Visvesvaraya

আজ ইঞ্জিনিয়ার দিবস ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

এম বিশ্বেশ্বরায়া ও তাঁর সমাধিক্ষেত্র
এম বিশ্বেশ্বরায়া ও তাঁর সমাধিক্ষেত্র
author img

By

Published : Sep 15, 2021, 11:08 AM IST

Updated : Sep 15, 2021, 12:30 PM IST

নয়া দিল্লি, 15 সেপ্টেম্বর : আজ 'ইঞ্জিনিয়ার দিবস' (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটে তিনি লেখেন, "সব পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ৷ আমাদের বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দ যথেষ্ট নয় ৷ শ্রী বিশ্বেশ্বরায়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷"

  • Greetings on #EngineersDay to all hardworking engineers. No words are enough to thank them for their pivotal role in making our planet better and technologically advanced. I pay homage to the remarkable Shri M. Visvesvaraya on his birth anniversary and recall his accomplishments.

    — Narendra Modi (@narendramodi) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তাঁদের নিত্যনতুন ভাবনা দিয়ে আত্মনির্ভর ভারত তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ "

  • Tributes to Sir M Visvesvaraya Ji, a prolific engineer and an inspiration to people from all walks of life on his Jayanti.

    Engineers Day greetings to our brilliant engineers who are constantly striving towards the vision of Atmanirbhar Bharat through their amazing innovations. pic.twitter.com/fB8FdjThSD

    — Amit Shah (@AmitShah) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এম বিশ্বেশ্বরায়া 1861 সালের 15 সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন ৷ তিনি মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷

আরও পড়ুন : Coal India Limited : ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী

1912 সালে তিনি মাইসোরের দিওয়ান (Diwan of Mysore) ও প্রধান ইঞ্জিনিয়ার (chief engineer) পদে নিযুক্ত হন ৷ তিনি 'কৃষ্ণ রাজা সাগর ড্যাম' (Krishna Raja Sagara Dam) তৈরির জন্য বিখ্যাত ৷ প্রযুক্তি ছাড়াও দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, অর্থনীতি, কৃষি, সেচ এবং শিল্পায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাঁকে 'ফাদার অফ মর্ডান মাইসোর' (Father of Modern Mysore) বলা হয় ৷

1955 সালে ভারত সরকার তাঁকে 'ভারত রত্ন' (Bharat Ratna) সম্মানে ভূষিত করেন ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড (British Knighthood) উপাধি দেয় ৷ তাই তাঁর নামের আগে 'স্যর' (Sir) শব্দটি যোগ হয় ৷

এ বছরের থিম "ইঞ্জিনিয়ারিং ফর আ হেলদি প্ল্যানেট: সেলিব্রেটিং দ্য ইউনেসকো ইঞ্জিনিয়ারিং রিপোর্ট" (Engineering for A Healthy Planet- Celebrating the UNESCO Engineering Report) ৷ গত বছর থিম ছিল 'ইঞ্জিনিয়ারস ফর আ সেল্ফ-রিল্যায়্যান্ট ইন্ডিয়া' (Engineers for a Self-Reliant India) ৷

নয়া দিল্লি, 15 সেপ্টেম্বর : আজ 'ইঞ্জিনিয়ার দিবস' (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

টুইটে তিনি লেখেন, "সব পরিশ্রমী ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা ৷ আমাদের বিশ্বকে আরও সুন্দর আর প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁরা ৷ তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতে কোনও শব্দ যথেষ্ট নয় ৷ শ্রী বিশ্বেশ্বরায়ার সাফল্যকে স্মরণ করে তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাই ৷"

  • Greetings on #EngineersDay to all hardworking engineers. No words are enough to thank them for their pivotal role in making our planet better and technologically advanced. I pay homage to the remarkable Shri M. Visvesvaraya on his birth anniversary and recall his accomplishments.

    — Narendra Modi (@narendramodi) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ টুইটে তিনি লিখেছেন, "দেশের প্রতিভাবান ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তাঁদের নিত্যনতুন ভাবনা দিয়ে আত্মনির্ভর ভারত তৈরির জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ "

  • Tributes to Sir M Visvesvaraya Ji, a prolific engineer and an inspiration to people from all walks of life on his Jayanti.

    Engineers Day greetings to our brilliant engineers who are constantly striving towards the vision of Atmanirbhar Bharat through their amazing innovations. pic.twitter.com/fB8FdjThSD

    — Amit Shah (@AmitShah) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এম বিশ্বেশ্বরায়া 1861 সালের 15 সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন ৷ তিনি মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷

আরও পড়ুন : Coal India Limited : ভারতের প্রথম মহিলা কোল মাইন ইঞ্জিনিয়ার হলেন ঝাড়খণ্ডের আকাঙ্খা কুমারী

1912 সালে তিনি মাইসোরের দিওয়ান (Diwan of Mysore) ও প্রধান ইঞ্জিনিয়ার (chief engineer) পদে নিযুক্ত হন ৷ তিনি 'কৃষ্ণ রাজা সাগর ড্যাম' (Krishna Raja Sagara Dam) তৈরির জন্য বিখ্যাত ৷ প্রযুক্তি ছাড়াও দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, অর্থনীতি, কৃষি, সেচ এবং শিল্পায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাঁকে 'ফাদার অফ মর্ডান মাইসোর' (Father of Modern Mysore) বলা হয় ৷

1955 সালে ভারত সরকার তাঁকে 'ভারত রত্ন' (Bharat Ratna) সম্মানে ভূষিত করেন ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড (British Knighthood) উপাধি দেয় ৷ তাই তাঁর নামের আগে 'স্যর' (Sir) শব্দটি যোগ হয় ৷

এ বছরের থিম "ইঞ্জিনিয়ারিং ফর আ হেলদি প্ল্যানেট: সেলিব্রেটিং দ্য ইউনেসকো ইঞ্জিনিয়ারিং রিপোর্ট" (Engineering for A Healthy Planet- Celebrating the UNESCO Engineering Report) ৷ গত বছর থিম ছিল 'ইঞ্জিনিয়ারস ফর আ সেল্ফ-রিল্যায়্যান্ট ইন্ডিয়া' (Engineers for a Self-Reliant India) ৷

Last Updated : Sep 15, 2021, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.