ETV Bharat / bharat

Air Force Day 2021 : 89তম বায়ু সেনা দিবসে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

author img

By

Published : Oct 8, 2021, 9:52 AM IST

Updated : Oct 8, 2021, 12:41 PM IST

আজ বায়ু সেনা দিবস ৷ সকালে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন রাষ্ট্রপতি নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷

বায়ু সেনা দিবস
বায়ু সেনা দিবস

নয়াদিল্লি, 8 অক্টোবর : আজ 'বায়ু সেনা দিবস' (Air Force Day) ৷ 1932 সালে এই দিনে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) প্রতিষ্ঠা করা হয়েছিল ৷ 89তম বায়ু সেনা দিবসের সকালেই টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের বায়ু সেনা যোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা ৷ ভারতীয় বায়ু সেনা আর সাহসিকতা, পরিশ্রম এবং পেশাদারিত্ব সমার্থক ৷ নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে এবং বহু চ্যালেঞ্জিং সময়ে মানবিক উৎসাহের মধ্যে দিয়ে তাঁরা দেশকে রক্ষা করেছে ৷"

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ রাষ্ট্রপতি লিখেছেন, "বায়ু সেনা যোদ্ধা, তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই ৷ ভারতীয় বায়ু সেনার জন্য আমাদের দেশ গর্বিত ৷ তারা তাদের যোগ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার ক্ষমতা, যুদ্ধ এবং শান্তির সময়ে নিজেদের প্রমাণ করেছে ৷ আমি নিশ্চিত যে আইএএফ তাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রেখে এগিয়ে যাবে ৷"

আরও পড়ুন : India's economy: এই অর্থবর্ষে ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে রেকর্ড গড়তে পারে, জানাল বিশ্বব্যাঙ্ক

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই অপ্রতিরোধ্য বাহিনীর 89তম বর্ষে ভারতীয় বায়ু সেনার প্রত্যেক কর্মী এবং পরিবারের সদস্যদের শুভেচ্ছা ৷ আমরা আমাদের বায়ু সেনার যোদ্ধাদের জন্য গর্বিত ৷ তারা তৎপরতা, সহনশীলতা আর একনিষ্ঠতার সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দেশকে রক্ষা করেছে ৷

  • Greetings to our air warriors and their families on Air Force Day. The Indian Air Force is synonymous with courage, diligence and professionalism. They have distinguished themselves in defending the country and through their humanitarian spirit in times of challenges. pic.twitter.com/UbMSOK3agP

    — Narendra Modi (@narendramodi) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ু সেনার চিফ অফ এয়ার স্টাফ (Chief of Air Staff) এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) ভি আর চৌধুরী (V R Chaudhary) এদিন জানান গত বছর পূর্ব লাদাখে বায়ুসেনার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করাটা তাদের যুদ্ধকালীন প্রস্তুতির প্রমাণ ৷ তিনি বলেন, "আমাদের চ্যালেঞ্জ যেমন যেমন বাড়তে থাকবে, তেমনই আমাদের শক্তিও বাড়বে ৷" তিনি জানান দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকালে তাঁর মনে হয়, তিনি যথার্থ সময়ে দায়িত্বভার নিয়েছেন ৷ দিল্লির শহরতলিতে হিন্দন এয়ারবেসে (Hindon airbase) ভারতীয় বায়ু সেনার একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি ৷

  • Greetings to air warriors, veterans & their families on Air Force Day. The nation is proud of the Indian Air Force which has proved its competency and capability time and again during peace and war. I am sure the IAF will continue to maintain its cherished standards of excellence

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Greetings and warm wishes to all #IndianAirForce personnel & their families on the 89th anniversary of this indomitable force. We are proud of our airwarriors for responding to varied challenges with alacrity and resilience & being steadfast in the service to the Nation. @IAF_MCC pic.twitter.com/gnpbrKJoL8

    — Rajnath Singh (@rajnathsingh) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 8 অক্টোবর : আজ 'বায়ু সেনা দিবস' (Air Force Day) ৷ 1932 সালে এই দিনে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) প্রতিষ্ঠা করা হয়েছিল ৷ 89তম বায়ু সেনা দিবসের সকালেই টুইট করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লেখেন, "আমাদের বায়ু সেনা যোদ্ধা এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা ৷ ভারতীয় বায়ু সেনা আর সাহসিকতা, পরিশ্রম এবং পেশাদারিত্ব সমার্থক ৷ নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে এবং বহু চ্যালেঞ্জিং সময়ে মানবিক উৎসাহের মধ্যে দিয়ে তাঁরা দেশকে রক্ষা করেছে ৷"

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ রাষ্ট্রপতি লিখেছেন, "বায়ু সেনা যোদ্ধা, তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানাই ৷ ভারতীয় বায়ু সেনার জন্য আমাদের দেশ গর্বিত ৷ তারা তাদের যোগ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষার ক্ষমতা, যুদ্ধ এবং শান্তির সময়ে নিজেদের প্রমাণ করেছে ৷ আমি নিশ্চিত যে আইএএফ তাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রেখে এগিয়ে যাবে ৷"

আরও পড়ুন : India's economy: এই অর্থবর্ষে ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে রেকর্ড গড়তে পারে, জানাল বিশ্বব্যাঙ্ক

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই অপ্রতিরোধ্য বাহিনীর 89তম বর্ষে ভারতীয় বায়ু সেনার প্রত্যেক কর্মী এবং পরিবারের সদস্যদের শুভেচ্ছা ৷ আমরা আমাদের বায়ু সেনার যোদ্ধাদের জন্য গর্বিত ৷ তারা তৎপরতা, সহনশীলতা আর একনিষ্ঠতার সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দেশকে রক্ষা করেছে ৷

  • Greetings to our air warriors and their families on Air Force Day. The Indian Air Force is synonymous with courage, diligence and professionalism. They have distinguished themselves in defending the country and through their humanitarian spirit in times of challenges. pic.twitter.com/UbMSOK3agP

    — Narendra Modi (@narendramodi) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ু সেনার চিফ অফ এয়ার স্টাফ (Chief of Air Staff) এয়ার চিফ মার্শাল (Air Chief Marshal) ভি আর চৌধুরী (V R Chaudhary) এদিন জানান গত বছর পূর্ব লাদাখে বায়ুসেনার তৎপরতার সঙ্গে পদক্ষেপ করাটা তাদের যুদ্ধকালীন প্রস্তুতির প্রমাণ ৷ তিনি বলেন, "আমাদের চ্যালেঞ্জ যেমন যেমন বাড়তে থাকবে, তেমনই আমাদের শক্তিও বাড়বে ৷" তিনি জানান দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির দিকে তাকালে তাঁর মনে হয়, তিনি যথার্থ সময়ে দায়িত্বভার নিয়েছেন ৷ দিল্লির শহরতলিতে হিন্দন এয়ারবেসে (Hindon airbase) ভারতীয় বায়ু সেনার একটি অনুষ্ঠানে এ কথা জানান তিনি ৷

  • Greetings to air warriors, veterans & their families on Air Force Day. The nation is proud of the Indian Air Force which has proved its competency and capability time and again during peace and war. I am sure the IAF will continue to maintain its cherished standards of excellence

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Greetings and warm wishes to all #IndianAirForce personnel & their families on the 89th anniversary of this indomitable force. We are proud of our airwarriors for responding to varied challenges with alacrity and resilience & being steadfast in the service to the Nation. @IAF_MCC pic.twitter.com/gnpbrKJoL8

    — Rajnath Singh (@rajnathsingh) October 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Oct 8, 2021, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.