ETV Bharat / bharat

Old Parliament Building: সংসদের পুরনো ভবনকে সংবিধান সদন করার প্রস্তাব প্রধানমন্ত্রী মোদির - লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

PM Narendra Modi on Old Parliament Building: নতুন সংসদ ভবনে কাজ শুরু হওয়ার আগে মঙ্গলবার সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব দেন যে পুরনো ভবনকে সংবিধান সদন করা হোক ৷

PM Narendra Modi on Old Parliament Building
PM Narendra Modi on Old Parliament Building
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 1:08 PM IST

Updated : Sep 19, 2023, 1:35 PM IST

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবন থেকে নতুন ভবনে সরে গেল লোকসভা ও রাজ্যসভা ৷ তাই পুরনো ভবনকে এবার সংবিধান সদন করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রস্তাব দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমার একটি পরামর্শ আছে । এখন, যখন আমরা নতুন সংসদে যাচ্ছি, তখন এর (পুরনো সংসদ ভবন) মর্যাদা কখনই ক্ষুণ্ন হওয়া উচিত নয় । এটিকে পুরনো সংসদ ভবনের মতো রেখে দেওয়া উচিত নয় । তাই, আমি অনুরোধ করছি আপনারা যদি একমত হন, এটি 'সংবিধান সদন' নামে পরিচিত হওয়া উচিত... ৷"

1861 ব্রিটিশ আমলে তৈরি হয় সংসদের এই ভবন ৷ ব্রিটিশদের ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের ভারতীয় শাখা হিসেবে এই ভবন তৈরি করা হয় ৷ স্বাধীনতার পর সংবিধান রচনা পর্যন্ত এই ভবনের নাম ছিল কনস্টিটিউয়েট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ৷ সংবিধান তৈরি হয়ে যাওয়ার পর এই ভবন হয়ে যায় পার্লামেন্ট অফ ইন্ডিয়া (ভারতের সংসদ) হয় ৷

আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

মঙ্গলবার সেই ভবন থেকে নতুন ভবনে সরে গেল সংসদ ৷ এবার থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এই নয়া ভবনেই বসবে ৷ সোমবার পুরনো ভবনে শেষবার অধিবেশন বসে ৷ এ দিন সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেন ৷ ভাষণের একেবারে শেষে এসে প্রধানমন্ত্রী পুরনো ভবনকে সংবিধান সদন হিসেবে নামকরণ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী ৷

  • #WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "I have a suggestion. Now, when we are going to the New Parliament, its (Old Parliament building) dignity should never go down. This should not be left just as the Old Parliament building. So, I urge that if you… pic.twitter.com/T8izb46MfO

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিনের ভাষণে সংসদের পুরনো ভবনের গরিমা, ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি ৷ তাছাড়া সংসদ কী কী আইন পাশ করেছে, তার বেশ কয়েকটি উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: পুরনো সংসদ ভবন থেকে নতুন ভবনে সরে গেল লোকসভা ও রাজ্যসভা ৷ তাই পুরনো ভবনকে এবার সংবিধান সদন করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সংসদের পুরনো ভবনের সেন্ট্রাল হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রস্তাব দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমার একটি পরামর্শ আছে । এখন, যখন আমরা নতুন সংসদে যাচ্ছি, তখন এর (পুরনো সংসদ ভবন) মর্যাদা কখনই ক্ষুণ্ন হওয়া উচিত নয় । এটিকে পুরনো সংসদ ভবনের মতো রেখে দেওয়া উচিত নয় । তাই, আমি অনুরোধ করছি আপনারা যদি একমত হন, এটি 'সংবিধান সদন' নামে পরিচিত হওয়া উচিত... ৷"

1861 ব্রিটিশ আমলে তৈরি হয় সংসদের এই ভবন ৷ ব্রিটিশদের ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের ভারতীয় শাখা হিসেবে এই ভবন তৈরি করা হয় ৷ স্বাধীনতার পর সংবিধান রচনা পর্যন্ত এই ভবনের নাম ছিল কনস্টিটিউয়েট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ৷ সংবিধান তৈরি হয়ে যাওয়ার পর এই ভবন হয়ে যায় পার্লামেন্ট অফ ইন্ডিয়া (ভারতের সংসদ) হয় ৷

আরও পড়ুন: নয়া সংসদে ভবনেই ভারতের নতুন ভবিষ্যতের সূচনা হবে, সেন্ট্রাল হলে বললেন প্রধানমন্ত্রী মোদি

মঙ্গলবার সেই ভবন থেকে নতুন ভবনে সরে গেল সংসদ ৷ এবার থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন এই নয়া ভবনেই বসবে ৷ সোমবার পুরনো ভবনে শেষবার অধিবেশন বসে ৷ এ দিন সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠান হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণ দেন ৷ ভাষণের একেবারে শেষে এসে প্রধানমন্ত্রী পুরনো ভবনকে সংবিধান সদন হিসেবে নামকরণ করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী ৷

  • #WATCH | Special Session of Parliament | PM Narendra Modi says, "I have a suggestion. Now, when we are going to the New Parliament, its (Old Parliament building) dignity should never go down. This should not be left just as the Old Parliament building. So, I urge that if you… pic.twitter.com/T8izb46MfO

    — ANI (@ANI) September 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এ দিনের ভাষণে সংসদের পুরনো ভবনের গরিমা, ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি ৷ তাছাড়া সংসদ কী কী আইন পাশ করেছে, তার বেশ কয়েকটি উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

Last Updated : Sep 19, 2023, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.